অন্ডালে বিমাননগরী প্রকল্পের লাগোয়া অঞ্চলের উন্নয়নে উদ্যোগী নির্মাতা সংস্থা বেঙ্গল এরোট্রোপলিস। জমি পাওয়ার বহু আগে থেকেই তারা এই লক্ষ্যে ব্রতী বলে দাবি সংস্থার। দুর্গাপুরে সংস্থার এমডি সুব্রত পাল বলেন, “প্রকল্প এলাকার ১১টি মৌজার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাই।”
বিমাননগরীর পরিকল্পনার কথা প্রথম ঘোষণা হয় ২০০৭ সালে। কিন্তু জমি হাতে না-পাওয়ায় কাজ শুরু করা যায়নি। সম্প্রতি বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে। সংস্থা সূত্রে খবর, ২০১২-র জানুয়ারির মধ্যে তা সম্পূর্ণ হবে। অন্ডাল ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মোট ১১টি মৌজা জুড়ে প্রকল্প এলাকা। প্রায় ১০ হাজার পরিবার বাস করেন। জমি দিয়েছেন হাজার পাঁচেক পরিবার। তারা উপযুক্ত ক্ষতিপূরণ পাচ্ছেন। কিন্তু বাকিরাও যাতে উন্নয়নের সুফল পান তার চেষ্টা চালাচ্ছে সংস্থা।
সুব্রতবাবু জানান, জমি হাতে না-পেলেও ২০০৯-এর জুলাইয়ে ‘কমিউনিটি ডেভেলপমেন্ট’-এর কাজ শুরু করে সংস্থা। এলাকার শিক্ষিত বেকারদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দুর্গাপুর আইটিআইয়ে। বিনামূল্যে চিকিৎসা শিবির চলছে নিয়মিত। বিভিন্ন বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে। শিশুদের জন্য উখড়ায় পার্ক তৈরি করা হয়েছে। সুব্রতবাবু জানান, সব মিলিয়ে ইতিমধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করা হয়েছে। |