অবশেষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিতে সই করতে চলেছে ভারত। এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানান, চলতি বছরেই এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে চলেছে। পাশাপাশি, কানাডা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও এ ধরনের চুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট র্যষ্ট্রগুলির সঙ্গে কথা বলছে ভারত।
ইউরোপীয় দেশগুলির সঙ্গে এই সংক্রান্ত আলোচনা অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেন শর্মা। চুক্তিটি রূপায়িত হলে ভারতীয় শিল্পমহলই লাভবান হবে বলে জানান তিনি। আজ এখানে ভারতীয় রফতানিকারীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্স আয়োজিত এক সভায় মন্ত্রী এ কথা বলেন। আয়োজকদের মধ্যে ছিল দক্ষিণ ভারতীয় বণিকসভা এসআইসিসিএ এবং তিরুপুর রফতানিকারী সমিতি-ও।
২৭টি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য মন্দা পরবর্তী পর্যায়ে ২০১০ সালে ১৮% বেড়ে ইতিমধ্যেই ১৫৪০ কোটি ইউরোয় পৌঁছেছে। তবে শুল্ক ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে অন্যান্য বাধানিষেধ নিয়ে ঐকমত্য না-হওয়ার কারণেই অবাধ বাণিজ্য চুক্তির বিষয়টি বেশ কিছু দিন ধরে ঝুলে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত। তবে সম্প্রতি মতানৈক্য দূরে সরিয়ে রেখে অবাধ বাণিজ্যের দরজা খুলে দিতে রাজি দু’পক্ষই। আসলে ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য ভারতের সঙ্গে বাণিজ্য ২০১২-এর মধ্যে ২,০০০ কোটি ইউরোয় নিয়ে যাওয়া। ভারত-জার্মান বণিকসভার ডিরেক্টর জেনারেল বার্নহার্ড স্টেইনরুয়েক এই লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাণিজ্য আরও ফুলে ফেঁপে ওঠার ব্যাপারেও আশাবাদী। |