পাশের হার কমলো উচ্চ মাধ্যমিকে
০০৪ সাল থেকে ক্রমাগত বাড়তে বাড়তে উচ্চ মাধ্যমিকের পাশের হার গত বছর সামান্য কমেছিল। এ বার এক ধাক্কায় আরও কমলো আরও চার শতাংশ। গত বছর উচ্চ মাধ্যমিকে সাফল্যের হার ছিল ৮০.৭৮ শতাংশ, এ বার হয়েছে ৭৬.৫৪ শতাংশ।
কেন কমলো পাশের হার? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও অঙ্কে তুলনামূলক ভাবে খারাপ ফলের প্রবণতা দেখা গিয়েছিল গত বছরেই। এ বারও তা অব্যাহত। তার সঙ্গে যুক্ত হয়েছে দর্শন, পুষ্টিবিজ্ঞান ও অর্থনেতিক ভূগোল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ওঙ্কারসাধন অধিকারী বলেন, “ছাত্রছাত্রীরা কেন ন্যূনতম গণ্ডিও পেরোতে পারছেন না, তা গভীর ভাবে বিশ্লেষণ করা হবে।” সংসদের অন্য এক কর্তার কথায়, “২০০৯ সালের মাধ্যমিকে অঙ্ক ও ইংরেজিতে মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। ফলে ওই বছরের পরীক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই দু’টি বিষয়ে সহজেই নম্বর পেয়েছিলেন। তাঁরাই এ বার উচ্চ মাধ্যমিকে বসেছিলেন। কিন্তু দেখা গিয়েছে, ওই বিষয়ে তাঁরা আশানুরূপ ফল করতে পারেননি।”
পাশের হার সব থেকে বেশি কলকাতায়, ৮৭.৮২%। তার ঠিক পিছনেই পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৮৭.০৫ শতাংশ। কিন্তু কোচবিহারে ৬৪.১৮%, জলপাইগুড়িতে ৬৪.৪৬%। পাশের হারে জেলায় জেলায় এই বৈষম্য ঘুচবে কী ভাবে? স্কুলশিক্ষা মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “বিষয়টি মুখ্যমন্ত্রী খেয়াল করেছেন। এই ফারাক ঘোচানোর জন্য যা প্রয়োজন, সবই করা হবে। শিক্ষকদের সংখ্যা বাড়ানো, ক্লাসে পঠনপাঠনের মান বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া দরকার।”
সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ঘোষণা করেছেন, মাধ্যমিকের প্রথম দশ জন ছাত্রছাত্রীকে আগামী শুক্রবার মহাকরণে ডেকে সংবর্ধনা দেওয়া হবে। শনিবার টাউন হলে উচ্চ মাধ্যমিকের ৫৫ জনকে সংবর্ধনা দেওয়া হবে।
রাজ্য সরকারের নির্দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বার ছ’টি এবং পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। সব বিষয়েই সর্বোচ্চ ‘এএ’ গ্রেড পেয়েছেন এক জন পরীক্ষার্থী। পাঁচটি বিষয়ে ‘এএ’ গ্রেড প্রাপকের তালিকায় রয়েছেন ৫৪ জন। সর্বোচ্চ গ্রেড বা ‘এএ’ প্রাপকের সংখ্যা সবচেয়ে বেশি ভূগোলে, ৭৪০৭। দর্শন ও অঙ্কে এই গ্রেড পেয়েছেন যথাক্রমে ৭০৯৩ জন এবং ৬১৫৪ জন। বাংলায় ‘এএ’ গ্রেড পেয়েছেন ৪০ জন। শিক্ষাবিজ্ঞানে ‘এএ’ প্রাপকের সংখ্যা সব থেকে কম, ৩৭ জন। এ বারের গ্রেড বিভাজন অনুযায়ী ৯০ থেকে ১০০ নম্বরের মধ্যে ‘এএ’, ৭৫ থেকে ৮৯-এর মধ্যে ‘এ+’, ৬০ থেকে ৭৪-এর মধ্যে ‘এ’, ৫০ থেকে ৫৯ ‘বি+’, ৪০ থেকে ৪৯ ‘বি’, ৩০ থেকে ৩৯ ‘সি’, ৩০-এর নীচে ‘ডি’ বা অকৃতকার্য।
সংসদ সভাপতি জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন শৃঙ্খলাভঙ্গের ‘অপরাধে’ ৪৭ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।

মার্কশিট যায়নি বহু স্কুলে
ফল বেরোলেও হাতে মার্কশিট পেলেন না বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে বহু স্কুলেই এই ঘটনা ঘটে। সংসদ স্কুলগুলিকেই দায়ী করেছে। তবে স্কুল-কর্তৃপক্ষ তা মানতে নারাজ। সব পরীক্ষার্থীর মার্কশিট স্কুলে না পৌঁছনোয় সংসদের দফতরে গিয়ে বাকি মার্কশিটগুলি সংগ্রহ করতে হয়েছে স্কুলের প্রতিনিধিদের। অনেক স্কুল সোমবার বাকি মার্কশিটগুলি সংগ্রহ করবে বলে জানিয়েছে। মার্কশিট না পৌঁছনোর কারণ কী? সংসদের এক উপসচিব বলেন, “অনেক স্কুল ছাত্রছাত্রীদের প্র্যাক্টিক্যালের নম্বর পাঠাতে দেরি করে। কিছু প্রধান পরীক্ষকেরও বিলম্ব হয়েছে। তাই এমনটা ঘটেছে। শনিবারই অনেক স্কুলের প্রতিনিধি মার্কশিট নিয়ে গিয়েছেন। বাকিরা সোমবার নিয়ে যেতে পারেন।”

উচ্চ মাধ্যমিকের বিস্তারিত ফলাফল



আগামী বছরের পরীক্ষাসূচি
আগামী বছরের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ। চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
পরীক্ষার সূচি:
১৪ মার্চ- বাংলা (এ), হিন্দি (এ), নেপালি (এ), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), সাঁওতালি, উর্দু, তামিল, তেলুগু, মালয়লম, ওড়িয়া, মরাঠি, গুজরাতি, পঞ্জাবি, অসমিয়া, আধুনিক তিব্বতি, অল্টারনেটিভ ইংরেজি। ১৬ মার্চ- ইংরেজি (এ), ইংরেজি (বি)।
১৯ মার্চ- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ২১ মার্চ- রাষ্ট্রবিজ্ঞান, ভূতত্ত্ব, সমাজবিদ্যা।
২৩ মার্চ- রাশিবিজ্ঞান, ধ্রুপদী ভাষা (সংস্কৃত, পালি, পার্সি, আরবি), আধুনিক বিদেশি ভাষা, ফরাসি, কৃষিবিজ্ঞান।
২৬ মার্চ- ইতিহাস, রসায়ন, হিসাবশাস্ত্র। ২৯ মার্চ- জীববিদ্যা, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, বাণিজ্যিক অর্থশাস্ত্র ও বাণিজ্যিক গণিত, বাধ্যতামূলক পরিবেশবিদ্যা (বেলা আড়াইটে থেকে সাড়ে তিনটে)।
৩১ মার্চ- গণিত, দর্শন। ২ এপ্রিল- মনস্তত্ত্ব, ভূগোল, অথনৈতিক ভূগোল। ৫ এপ্রিল- নৃতত্ত্ব, অর্থনীতি, চারুকলা (দু’ ঘণ্টার পরীক্ষা), সঙ্গীত (দু’ ঘণ্টার পরীক্ষা)। ৭ এপ্রিল- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন।
Previous Story Rajya Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.