পূর্বাভাস: রবিবার সাধারণত আর্দ্র এবং অস্বস্তিকার আবহাওয়া। সর্বোচ্চ এবং
সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি থাকবে।
তাপমাত্রা: শনিবারের সর্বোচ্চ ৩৬.৮ (+১) এবং সর্বনিম্ন ২৮.৮ (+২) ডিগ্রি।
আপেক্ষিক আর্দ্রতা: সর্বাধিক ৯২% এবং সর্বনিম্ন ৫৩%।
বৃষ্টিপাত: হয়নি।
জোয়ার: বেলা ১১টা ৩৮ মিনিট এবং রাত ১২টা ১৬ মিনিট।
ভাটা: বিকেল ৩টে ২০ মিনিট এবং ভোর ৩টে ৪২ মিনিট।
সূর্য: উদয় ৪টে ৫৫ মিনিট এবং অস্ত ৬টা ১৫ মিনিট।
|