তৃণমূলের মিছিলে তির সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা ² বলরামপুর |
তৃণমূলের বিজয় মিছিলে তির চালিয়ে হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার দুপুরে পুরুলিয়ার বলরামপুরের রাপকাটা গ্রামে এই ঘটনায় জখম হন পাঁচ তৃণমূল কর্মী-সমর্থক। আহতদের প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে, পরে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের বলরামপুর ব্লক সভাপতি সৃষ্টিধর মাহাতোর অভিযোগ, “বিজয় মিছিল রুচাপ থেকে রাপকাটা পৌঁছতেই সিপিএমের লোকজন লাঠি নিয়ে আক্রমণ করে। ছোড়া হয় তির। পুলিশের উপস্থিতিতেই হামলা চলে।” আহত শুকদেব কুমার হাসপাতালে বলেন, “হঠাৎ একটি বাড়ি থেকে তির ছুটে এল। চোয়ালে তির বিঁধেছে।”
বলরামপুর কেন্দ্র থেকে নির্বাচিত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো হাসপাতালে আহতদের দেখতে এসে বলেন, “মরিয়া সিপিএম নিরস্ত্র মিছিলে হামলা করছে। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।” বলরামপুরের দায়িত্বপ্রাপ্ত সিপিএমের রাজ্য কমিটির সদস্য মণীন্দ্র গোপ অবশ্য বলেন, “কে কাদের দিকে তির ছুড়েছে তা জানা দরকার। ওই গ্রামে আমাদেরও কর্মী-সমর্থক রয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব।” পুলিশ সুপার সুনীল কুমার চৌধুরী জানান, পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রামে পুলিশি টহল চলছে।
|
১৪ দিনের হাজত |
নিজস্ব সংবাদদাতা ² বোলপুর |
খুনের অভিযোগে ধৃত দশ ব্যক্তির জামিন খারিজ করল বোলপুর আদালত। বৃহস্পতিবার রাতে বীরভূমের নানুরের ছাতিনে বাড়িতেই খুন হন রূপচাঁদ শেখ। খুনে জড়িত সন্দেহে ধৃত দশ জনকে শনিবার আদালতে আনা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। শনিবার রাতে নিহতের বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলের মুকুল রায়। |
|