First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

 
আজকের শিরোনাম
• পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ৫ বছরের কারাদণ্ড লালুর
• রাহুলের বোধোদয়
অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন অধীরের
• অসমের বরপেটায় পথ দুর্ঘটনায় মৃত ২৮
• ক্যানিং লাইনে রেল অবরোধ

বিশ্বের নানা জায়গায় রয়েছে সুন্দর সব জলাধার। কেউ প্রাকৃতিক ভাবে তো কারও সৃষ্টি কৃত্রিম উপায়ে। এক এক জায়গায় তাদের ডাকা হয় এক এক নামে। হ্রদ, লেক, তাল, পোখরি, কুণ্ড— যে নামেই ডাকা হোক না কেন, জলাধারের রূপ তো একই রকম, মনোমুগ্ধকর। তেমনই কিছু লেক নিয়ে এ বারের সংকলন।
বিশ্ব ব্যাঙ্কের ঋণে এ বার কোলাঘাট সংস্কার
ব্যান্ডেলের পরে এ বার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আমূল সংস্কারের কাজে হাত দিতে চলেছে রাজ্য সরকার। খরচ ধরা হয়েছে প্রায় ১৮০০ কোটি টাকা। এর মধ্যে ১১০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাঙ্ক ও জার্মান ব্যাঙ্ক। বাকি টাকা দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে জোগাড় করা হবে। দেশের মধ্যে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রেই প্রথম বিশ্ব ব্যাঙ্কের টাকায় ২১০ মেগাওয়াটের একটি ইউনিটের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে গত বছরের গোড়ায়। এর জন্য বিশ্ব ব্যাঙ্ক রাজ্যকে প্রথম দফায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়েছে। ২০১৪-এর শেষের দিকে ওই কাজ শেষ হওয়ার কথা। সেই পথে হেঁটেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিটি ২১০ মেগাওয়াট করে তিনটি ইউনিট সংস্কার করবে বিদ্যুৎ দফতর। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “আগামী বছরেই আন্তর্জাতিক বাজারে দরপত্র হেঁকে সংস্থা বাছাইয়ের কাজ সেরে ফেলা হবে, যাতে ২০১৫-র গরমের পরেই ওই তিনটি ইউনিটে হাত দেওয়া যায়। কারণ, ২০১৭-র গরমের আগেই ফের সেগুলি চালুর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম।”
মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও হাওড়ায়
গতি পেল না ১০০ দিনের কাজ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও হাওড়া জেলায় ১০০ দিনের কাজ প্রকল্প এখনও গতি পেল না। এ জন্য ভোটের পরে এখনও বিভিন্ন পঞ্চায়েতের স্থায়ী সমিতি এবং গ্রামোন্নয়ন সমিতি গঠন না হওয়া এবং বর্ষাকেই প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ওই প্রকল্পের সঙ্গে যুক্ত জেলা প্রশাসনের কর্তারা। আপাতত, মজুরের তুলনায় কাঁচামাল বেশি ব্যবহার হয়, এমন প্রকল্প নিয়ে ১০০ দিনের কাজে গতি আনার চেষ্টা করছেন তাঁরা। গত ১২ সেপ্টেম্বর শরৎসদনে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আধিকারিকদের কাছে জানতে চান, ১০০ দিনের প্রকল্পে চলতি অর্থবর্ষে কতদিন কাজ দেওয়া গিয়েছে জবকার্ডধারীদের? আধিকারিকরা জানান, মাত্র ১৩ দিন। এ কথা শুনে রেগে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রকল্পে গতি না আসার পিছনে পঞ্চায়েত ভোট এবং বর্ষাকে কারণ হিসেবে দেখানো হলেও সন্তুষ্ট হননি মমতা। কাজে গতি আনতে হবে বলে প্রশাসনিক কর্তাদের জানান তিনি।
চাঁদায় টান, রাতে ঘুম ছুটেছে
বারোয়ারি পুজো কর্তাদের
জোর করলে বলা হবে ‘জুলুম’। কিন্তু জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, পুজোর জৌলুস কমলে বলা হবে ‘ব্যর্থ’। শাঁখের করাতে পুজো কর্তারা। শুধু কৃষ্ণনগর নয়, নদিয়ার বেশিরভাগ বারোয়ারি পুজো উদ্যোক্তাদের অবস্থা একই রকম। এদিকে হাতে রয়েছে মাত্র একটা রবিবার। তার পরেই পুজো! এটা ভাবতেই এক লাফে রক্তচাপ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে কৃষ্ণনগরের পোড় খাওয়া এক পুজো কর্তার। পাড়ার মোড়ে চায়ের দোকানের কাঠের বেঞ্চে চায়ের কাপটা ঠক করে রেখে বিড়বিড় করেন ওই কর্তা, “কী ভাবে কী করব বলুন তো? চাঁদা তো উঠেছে নামমাত্র।” দেবগ্রামের এক বাসিন্দা বলছেন, “পাড়াতেই পুজো হয়। বাজেট থেকে শুরু করে গত বছরের আয় ব্যয়ের হিসাব সবই কানে আসে। ফলে এ বার যা অবস্থা তাতে পুজোর বাজেট না বাড়িয়ে উপায় নেই। কিন্তু পাড়ার ছেলেরাই যখন বিল বই নিয়ে বাড়িতে ঢুকছে তখন সব জেনেও চাঁদা কম নেওয়ার অনুরোধ করতেই হচ্ছে। খরচ বাড়লেও আয় বাড়েনি।” শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের প্রধান শিক্ষক কিংশুক চক্রবর্তী বলেন, “বারোয়ারি পুজো কমিটিগুলোর উচিত পুজোর হিসাব সাধারণ মানুষকে জানানো। এতে পুজো কমিটির ভাবমূর্তি যেমন আরও উজ্জ্বল হয়। তেমনি মানুষও মনে করেন তিনিও ওই পুজোর একজন।”
স্মৃতিটুকুই আনন্দের, পুজো
আঁধারে কাটে সুকুমারদের
পুজো আসে পুজো যায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোনও মতে জীবনটা কাটিয়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য সুকুমার নাথের। দুর্গা পুজোর আনন্দ, উচ্ছ্বাস, আবেগআর মন টানে না। অথচ, সুকুমারের কাছে পুজো এমন ছিল না। নৈহাটির গৌরীপুর চটকলের কুলি-লাইনে দুর্গা পুজো মানেই এক সময় ডাক পড়ত সুকুমারের। শিফ্ট শেষের ঘণ্টা বাজলেই চটকলের শ্রমিক সুকুমার হাজির পুজোমণ্ডপে। ‘শ্রমিকের হাত আর শিল্পীর হাতে কোনও তফাত নেই’সুকুমারের পিঠ চাপড়ে বলতেন চটকলের সুপারভাইজার সন্তোষ চক্রবর্তী। প্রতি বছর মহালয়ায় প্রতিমার চোখ আঁকার সময় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতেন সুকুমার। মাটির প্রতিমা যে সে দিন সুকুমারের হাতের ছোঁয়ায় চিণ্ময়ী হয়ে উঠবেন! সন্ধ্যাবেলা গঙ্গার ধারের বাজার থেকে মা’র জন্য গরদের শাড়ি কিনে আনতেন। পুজোয় কারখানা থেকে বোনাসও মিলত। ওই টাকায় বাড়ির সবাইকে গাড়িভাড়া করে কলকাতায় ঠাকুর দেখাতে নিয়ে গিয়েছিলেন প্রায় বছর কুড়ি আগে। শিল্পাঞ্চলের কল-কারখানার ধুলো, ধোঁয়া, ইট-কাঠের মধ্যেও তখন পুজোর আগে কাশফুল ফুটত গঙ্গার পাড়ে। মেলা বসত।
• বায়না পাওয়ার আগে গুরুর বাড়ি জোরদার মহড়া ঢাকিদের
• হারিয়ে যেতে বসা ‘ঠোকাই’ পদ্ধতিতে মণ্ডপ গড়ছেন নবদ্বীপের রাজু
• মফস্সলের বুটিকে হিট আনারকলি-ঘিচা শাড়ি
• ছিটমহলে জোর কদমে চলছে পুজোর আয়োজন
• ডাকরাচণ্ডী মণ্ডপেই পুজো হয় চৌধুরীদের
• মূর্তি গড়ছে পরিবার, বিক্রি নিয়ে উদ্বেগ
• দোরগোড়ায় পুজো, ভিড় জমছে পার্লারে
• প্রচলিত প্রথা ভাঙতে চান না পাঠক পরিবারের সদস্যরা
বিকল্প বিচারব্যবস্থায় জোর বিচারপতির
গোন্দলপাড়ার চটকলে ছুটি মানেই ছাঁটাই
অভিমান ভেঙে পুজোর আনন্দে
সামিল মাথাভাঙার অসুররাও
এক নজরে...
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ


বর্ধমান
মুর্শিদাবাদ

মেদিনীপুর

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

কলকাতা




আজকের দিনে
ওয়ার্ল্ড হ্যাবিটাট ডে।
• ১৯৮১: সুইডেনের ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচের জন্ম। তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট জ্লাটান সুইডেনের জাতীয় দলের অধিনায়ক। সুইডিশ, ইংরাজি-সহ পাঁচটি ভাষায় সাবলীল নিজের নাম ‘জ্লাটান’-য়ের পেটেন্ট নিয়ে রেখেছেন তিনি।

হপ্তা জুড়ে...
শনিবার রবিবার পাক্ষিক


প্রতি মাসের ২১ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.