এক কলেজ শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ওই বিভাগের এক শিক্ষক তথা ভারপ্রাপ্ত আধিকারিককে মঙ্গলবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তারকেশ্বর মণ্ডল।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর বর্ধমান রাজ কলেজের বিবিএ-বিসিএ বিভাগের এক শিক্ষিকার বাবা তারকেশ্বর মণ্ডলের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, গত ২৬ অগস্ট রাজ কলেজের বিবিএ-বিসিএ বিভাগের শিক্ষক তারকেশ্বরবাবু তাঁর মেয়েকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছিলেন। এরপর ওই শিক্ষিকা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ওই নির্দেশে স্থগিতাদেশ নিয়ে আসেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে। ওই শিক্ষিকা কলেজে গেলে তাকে হাজিরা খাতায় সই করতে দিতে বাধা দেওয়া হয়। শুরু হয় বচসা। তখনই তাকে তারকেশ্বরবাবু মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর থেকেই ফেরার ছিলেন তারকেশ্বরবাবু। দিন দশেক আগে থেকে তিনি কলেজে আসতে শুরু করেন। মঙ্গলবার রাতে রাজ কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ দিন আদালত চত্বরে তারকেশ্বরবাবুকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ দেখায় কিছু ছাত্রছাত্রী। বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। |