আন্তঃ জেলা সিনিয়র ফুটবলের সেমিফাইনালে উঠল বর্ধমান। কোচবিহারের মাথাভাঙা স্টেডিয়ামে আয়োজিত কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে আয়োজক কোচবিহারকে হারায়। খেলার দ্বিতীয়ার্ধে শৈলেশ কোড়ার থেকে পাস নিয়ে গোল কররেন স্ট্রাইকার কৃষ্ণকুমার সিংহ। কোচবিহার বীরভূমকে ও বর্ধমান মালদাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। বৃহস্পতিবার সেমিফাইনালে বর্ধমান খেলবে শিলিগুড়ির সঙ্গে। শিলিগুড়ি কোয়ার্টার ফাইনালে হারায় জলপাইগুড়িকে। ফাইনাল হবে ৬ অক্টোবর, বাঁকুড়া স্টেডিয়ামে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রের। ঘটনাটি ঘটেছে শক্তিগড় উত্তর বাজারের কাছে। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম অশোক কুমার কাহার (১৩)। সে স্থানীয় রামাশিস হিন্দী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় দুধ আনতে যাওয়ার সময়গঙ্গাসাগর এক্সপ্রেসে কাটা পড়ে ওই ছাত্র।
|
অস্ত্র-সহ গ্রেফতার হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ধৃতের নাম শেখ ওদুদ আলি। তার বাড়ি বুদবুদ থানার তিলডাঙায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলসি থানার পারাজ মোড়ে যান তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে গুলি ভর্তি পাইপগান উদ্ধার করা হয়েছে। |