মৃত্যু হল অগ্নিদগ্ধ সেই গৃহকর্ত্রীর। ২৯ সেপ্টেম্বর একটি নির্মীয়মাণ বাড়িতে হাওড়ার গোলাবাড়ির উপেন্দ্র মিত্র লেনের বাসিন্দা কল্পনা সিংহরায়ের (৪৭) গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুই প্রোমোটারের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে হাওড়া জেলা হাসপাতাল ও পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানায়, গত রবিবার কল্পনাদেবীকে তাঁদেরই জমিতে নির্মীয়মাণ একটি ফ্ল্যাটের ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর পরিজনেরা পুলিশের কাছে মনোজ যাদব ও বাপ্পা বর্মণ নামে দুই প্রোমোটারের বিরুদ্ধে কল্পনাদেবীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, দুই প্রোমোটার চুক্তির ভিত্তিতে কল্পনাদেবীর স্বামীর জমিতে চার তলা ফ্ল্যাট বানাচ্ছিলেন। কিন্তু চুক্তি মতো বাড়ির মালিকদের জায়গা না দেওয়ায় দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে। তার পরেই ওই ঘটনা।
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু বুধবার ওই মহিলার মৃত্যু হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। এর আগে ১৩ সেপ্টেম্বর প্রোমোটারি সংক্রান্ত বিবাদের জেরে গোলাবাড়ি থানা এলাকারই এক ভাড়াটেকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বাড়িওয়ালাকে। তার কিছুদিন পরেই এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার গোলাবাড়ি থানার কাছে বিক্ষোভ দেখান বিজেপির কয়েকশো সমর্থক। |