গঙ্গার ধার ঘেঁষে উত্তরপাড়ায় একটি আবাসন এবং তার সঙ্গে একটি শপিং মল তৈরির কাজ বুধবার বন্ধ করে দিল পুলিশ। যে জমিতে ওই নির্মাণ হচ্ছিল, সেই জমি নিজেদের বলে দাবি করে কলকাতা পুরসভা সম্প্রতি অভিযোগ তোলে বেআইনি ভাবে ওই নির্মাণ হচ্ছিল। পুরসভার চিফ ভ্যালুয়ার দিন কয়েক আগে প্রশাসনকে ওই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। সেই অনুযায়ী শ্রীরামপুরের মহকুমাশাসক জয়সি দাশগুপ্ত পুলিশকে অবিলম্বে ওই নির্দেশ কার্যকর করতে বলেন। এরপরেই উত্তরপাড়া থানার আইসি বুধবার সেখানে গিয়ে কাজ বন্ধ করার ব্যবস্থা করেন।
প্রসঙ্গত, উত্তরপাড়া পুরসভার কোতরংয়ে জিটি রোড এবং গঙ্গার মাঝে প্রস্তাবিত ফিল্ম সিটি লাগোয়া ওই জমিতে বিশাল ওই আবাসন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ হয় বছর দুয়েক আগে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছিল। ওই প্রকল্পের অন্যতম ডিরেক্টর রবি টিঞ্চার দাবি, “আইনমাফিক জমি কিনে, জমির চরিত্র পাল্টে এবং সব নিয়ম মেনেই ওই প্রকল্প হচ্ছিল। এর পরেও কলকাতা পুরসভা কী ভাবে ওই জমি তাদের বলছে, তা বোধগম্য হচ্ছে না।” তাঁর সংযোজন, “ওই জমি যে আমাদেরই তার প্রমাণ হিসেবে যাবতীয় কাগজপত্র কলকাতা পুরসভায় জমা দেব।” যদিও উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল দিলীপ যাদব বলেন, “ওই জমিটি সরকারের। তা দখলে নিতে কলকাতা পুর-কর্তৃপক্ষের সঙ্গে সব রকম সহযোগিতা আমরা করছি।” |