ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছাদ থেকে রাস্তায় পড়ে মৃত্যু হল এক ছাত্রের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার কাছে বাজারপাড়া প্রাথমিক স্কুলের পাশে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরিজিত্ ওরফে জয় ঘোষ (১৪)।
|
এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার, বালি থানা এলাকায়। ধৃত প্রবীর করের বাড়ি বালির গোস্বামী পাড়ায়। পুলিশ সূত্রের খবর, ওই দিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময়ে প্রবীর তাঁর ভাড়াটের দশ বছরের মেয়েকে স্নান করতে দেখেন। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তখন তিনি তার শ্লীলতাহানি করেন। বিকেলে বাড়ির লোককে সব কিছু জানায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। ওই রাতেই প্রবীর ধরা পড়ে।
|
দরজার তালা ভেঙে চন্দননগরের একটি কালীমন্দির থেকে গয়না চুরি হল। রথের সড়ক এলাকায় জি টি রোডের ওই মন্দিরটি স্থানীয় চট্টোপাধ্যায় পরিবারের। তাঁদের বাড়ি মন্দিরের পিছনেই। বুধবার ভোরে ওই বাড়ির সদস্য তথা পুরোহিত দেবাশিস চট্টোপাধ্যায় মন্দির খুলে দেখেন প্রতিমার সোনা-রুপোর গয়না উধাও। মন্দিরের পিছনের দরজার তালা ভাঙা। এর পরেই বিষয়টি জানাজানি হয়। পুলিশ আসে। ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। দেবাশিসবাবু বলেন, “কয়েক কেজি সোনা-রুপোর অলঙ্কার খোয়া গিয়েছে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
মঙ্গলবার রাতে আরামবাগের বিশিষ্ট সমাজসেবী তথা মহকুমা তৃণমূল কংগ্রেসের প্রবীন নেতা বামাপদ দাসের (৬০) জীবনাসন হল। ব্লকপাড়ায় দলের মূল কার্যালয়ে ঘুমন্ত অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। দলের জন্মলগ্ন থেকেই ওই কার্যালয়েই থাকতেন তিনি। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন ওই নেতা। |