l
ABP Ananda
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• ভেঙে পড়ল উল্টোডাঙার উড়ালপুল
• ইসলামপুরে বাসের ধাক্কায় মৃত সাইকেল আরোহী
বিস্তারিত...
বঙ্গোপসাগরের ধারে ড্যানিশরা উপনিবেশ গড়ে তুলেছিল যেখানে, সে জায়গার নাম
তরঙ্গমবাড়ি। ইতিহাসের সঙ্গে গ্রাম্যতা মিলেমিশে গিয়েছে এখানে। আবার দক্ষিণ
চিন সাগরের সিঙ্গাপুর প্রণালী লাগোয়া সেন্টোসা দ্বীপে সমকালীন সভ্যতা গড়ে
উঠেছে সম্পূর্ণ আধুনিক পরিকাঠামোয়।
আপনার কলমে
ইতিহাস ও বর্তমানের
দুই ‘রাজ্য’ ও
ফোটোশপ
-এ সমুদ্র সৈকতের ছবি নিয়ে
‘সফর যখন সমুদ্রপাড়ে’
।
মোদীত্বের পথে আরও এক ধাপ
উঠে দাঁড়িয়ে অভিবাদন আডবাণীদের
দিগন্ত বন্দ্যোপাধ্যায় • নয়াদিল্লি
বাকি রইল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটুকু বাদ দিলে আজ বিজেপির জাতীয় পরিষদের মঞ্চে এক রকম অভিষেকই হয়ে গেল নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে বাকিদের অনেক পিছনে ফেলে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ইঙ্গিতটা এসেছিল গত কালই। বিজেপির জাতীয় কর্মসমিতির রুদ্ধদ্বার বৈঠকে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সভাপতি রাজনাথ সিংহ। আর আজ জাতীয় পরিষদের বৈঠকে গোটা দেশ থেকে আসা কয়েক হাজার বিজেপি নেতার মাঝে রাজনাথ যখন বক্তব্য রাখতে শুরু করলেন, তখনও তিনি যে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হবেন, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গেলেন বিজেপি সভাপতি।
বিস্তারিত...
তিকিতাকার জবাব দিয়ে ফের বার্সা-বধ রিয়ালের
সুব্রত ভট্টাচার্য
গত মঙ্গলবারের এল ক্লাসিকোর পরেই লিখেছিলাম, মেসিদের তিকিতাকা ফুটবল কিছুটা পড়ে ফেলা গিয়েছে। তার ভিত্তিতেই শনিবারের ম্যাচ নিয়ে মন্তব্য করেছিলাম রিয়াল মাদ্রিদ এগিয়ে। কারণ একটাই। বার্সার বিরুদ্ধে জেতার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে কোয়েন্ত্রাও-র্যামোসদের। সেটা এত তাড়াতাড়ি সরে যাবে না। বের্নাবৌ-তে দেখলাম সেটাই হল। তবে বার্সেলোনা হারলেও ম্যাচটা ড্র রেখে ফিরতেই পারত। রেফারি মিগুয়েল পেরেজ একদম শেষ দিকে পেনাল্টি দিতে পারতেন বার্সার অনুকূলে। তবে একটা জিনিস দেখলাম, তিকিতাকা ছেড়ে বেরোতে শুরু করেছে বার্সা। কেন? বিগত কয়েক বছর ধরেই বার্সায় মেসি-ইনিয়েস্তাদের তিকিতাকা ফুটবলের উৎকর্ষ বোঝাতে বুয়েনস আইরেস থেকে ইয়োকোহামা সিটি বিশ্বের ফুটবল পণ্ডিতরা প্রচুর নিউজপ্রিন্ট খরচ করেছেন।
বিস্তারিত...
হাত ধরে টান, বাধা দিয়ে খুন তরুণী
নিজস্ব সংবাদাদাতা • সুজাপুর
কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিল মেয়েটি। বাড়ির সামনে প্রায় পৌঁছেও গিয়েছিল সে। আচমকাই তার হাত ধরে হ্যাঁচকা টান মারে পড়শি এক যুবক। এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত মুখ আব্দুল রহিমকে দেখে চিৎকার করে ওঠে মেয়েটি। হাত ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। হট্টগোলে আশাপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন পাড়ার লোকজন। নিজের কুকর্মের ‘ছক’ ভেস্তে গিয়েছে বুঝতে পেরে এ বার পকেট থেকে ওয়ান শটারটা বের করে মেয়েটির বুকে সরাসরি চালিয়ে দেয় ওই পড়শি যুবক। বাড়ির সামনেই মুখ থুবড়ে পড়ে মারা যান মহসিনা খাতুন (২২)। শনিবার ভর-বিকেলে ‘এগোলেই গুলি ফুঁড়ে দেব’ বলে গ্রামবাসীদের শাসিয়ে ধীরেসুস্থে এলাকা ছেড়ে যায় রহিম। রাত পর্যন্ত ধরা পড়েনি সে। মালদহের সুজাপুরে চামাগ্রাম বড় জনপদ। এ দিন বিকেলে সেখানে লোকজনও ছিল যথেষ্ট। তাঁদের সামনে কী করে এমন ঘটনা ঘটল?
বিস্তারিত...
প্রশাসকের দায়িত্বই বেছে নেন অর্থনীতির সেরা ছাত্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিশিষ্ট অর্থনীতিবিদ ভবতোষ দত্ত তাঁকে বলেছিলেন, “তোমার যা পড়াশুনো, তাতে নোবেল পেতে পারতে। তা না করে এটা তুমি কী করলে! বিশ্বের অর্থনৈতিক জগৎ তোমার মতো এক জন শিক্ষককে হারাল।” সময়টা ১৯৭৭-৭৮ সাল হবে। কলকাতায় প্রশাসন সংক্রান্ত এক সেমিনারে প্রিয় ছাত্র তরুণ দত্তের উদ্দেশে ‘ভবতোষ স্যারে’র বলা ওই কথাগুলো এখনও স্মৃতিতে রেখে দিয়েছেন এ রাজ্যের অনেক আইএএস। সেই তরুণ দত্ত মারা গেলেন শনিবার ভোরে। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর একমাত্র পুত্র দীপঙ্কর দত্ত জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি তরুণবাবুকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় পঁয়ত্রিশ বছরের কর্মজীবনে ১৯৫৬ ব্যাচের এই আইএএস অফিসার রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
বিস্তারিত...
বাসে চাপিয়ে টাউন হলে এনে চেক দিলেন মমতা
নিজস্ব প্রতিবেদন
এক বছর আগে সরকারি সহায়ক মূল্যের আশায় ধান বিক্রি করেছিলেন। শনিবার তার টাকা হাতে পেলেন মন্তেশ্বরের চাষিরা। কিন্তু নিজের এলাকার কৃষি সমবায় থেকেই যা তাদের পাওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রীর হাত থেকে তা নিতে আসতে হল কলকাতার টাউন হলে। বকেয়া টাকার দাবিতে এর আগে বর্ধমানের মন্তেশ্বর ব্লক অফিসের সামনে একাধিক বার অনশন করেছেন চাষিরা। ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত সময়সীমা দিয়েও সমবায় তা রাখতে পারেনি। শেষমেশ এ দিন বাস ভাড়া করে তাঁদের আনা হল টাউন হলে। দুপুরে মাছ-ভাত খাইয়ে নিজের ত্রাণ তহবিল থেকে ১৬৬ জনের হাতে ৪৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রায় সব টাকা শেষ হয়ে গেল। কিন্তু আমি চাষিদের সঙ্গে প্রতারণার ঘটনা মানতে পারিনি।”
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
•
লাভ কম, চাষিরা তবু ধান বেচতে চাইছেন ফড়েকেই
বরযাত্রীর জুলুম, বিয়ে বাতিল করলেন কনেই
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
হবু শ্বশুরবাড়ির লোকের অপমান সহ্য হয়নি মেয়েটির। সটান জানিয়ে দিয়েছিলেন, ওই পরিবারে বধূ হিসেবে কিছুতেই যাবেন না। এর পরে হাজার চেষ্টা করেও বিয়ের পিঁড়িতে বসানো যায়নি তাঁকে। বরং মেয়েটির ব্যক্তিত্ব দেখে পড়শি এবং আত্মীয়দের তাঁর সিদ্ধান্তকেই মেনে নিতে হয়। স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় যৌতুকের টাকা এবং গয়না ফেরত দিয়ে পিঠটানে বাধ্য হয় বরপক্ষ। বিয়ে ভাঙার দুঃখ অবশ্য পেতে হয়নি সাহসী ওই তরুণীকে। সে দিন আমন্ত্রিত আর এক পরিবারের ছেলের সঙ্গে চটজলদি বিয়ে ঠিক হয় তাঁর। সেই বরের গলায় মালা দেন মেয়েটি, নির্দিষ্ট লগ্নেই।
বিস্তারিত...
প্রশাসনের নাকের ডগায় সুপ্রিম কোর্ট নস্যাৎ
অশোক সেনগুপ্ত • কলকাতা
মন্ত্রী-সান্ত্রী দু’পা দূরে! অপরাধী না-পালিয়ে বরং তাদের সামনে ঠায় দাঁড়িয়ে রইল। তাকে হাতকড়া পরানো তো দূর, পাহারাদারেরা চোখ তুলে তাকালই না! খাস কলকাতার বুকে এমন বিচিত্র ঘটনারই প্রতীক হয়ে রয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই বহুতল। মহাকরণ-লালবাজারের কয়েকশো ফুটের মধ্যে গজিয়ে ওঠা বাড়িটিকে সুপ্রিম কোর্ট ‘বেআইনি’ ঘোষণা করেছে ষোলো বছর হয়ে গেল। চোদ্দোতলা বাড়ির পুরোটা ভেঙে ফেলার নির্দেশ দিয়ে আবাসিকদের সরে যাওয়ার জন্য তিন মাসের সময়ও তখন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু খানিকটা ভাঙার পরে সব প্রক্রিয়া সেই যে থমকে যায়, তা আর সচল হয়নি।
বিস্তারিত...
অধীর-দুর্গে হানা,
তৃণমূলে ধুলিয়ানের ৯ কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রথম রাউন্ডে হার হয়েছে ঠিকই। কিন্তু অধীর-দুর্গে আঘাত হানতে হুমায়ুনই তৃণমূলের হাতিয়ার। রেজিনগরে হুমায়ুন কবীরের পরাজয়ের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁরই নেতৃত্বে ধুলিয়ান পুরসভার নয় কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় শনিবার তপসিয়ায় তৃণমূল ভবনে ওই দলত্যাগী কাউন্সিলরদের আনুষ্ঠানিক ভাবে দলে নেন। অধীর-নেতৃত্বাধীন কংগ্রেসের শক্তি খর্ব করতে তাঁরা যে পুরোদমে চেষ্টা শুরু করেছেন, তা এ দিন মুকুলবাবুর বক্তব্যেই স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “আমরা কংগ্রেস ছেড়ে আসা কাউন্সিলরদের গ্রহণ করলাম। মানুষের স্বার্থে তাঁরা কাজ করবেন। মুর্শিদাবাদে তৃণমূলের ভিতও এতে শক্ত হবে।”
বিস্তারিত...
কলকাতায় বন্দি বাংলাদেশি ডনের
খোঁজ বিদেশ মন্ত্রকের
সুরবেক বিশ্বাস • কলকাতা
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের প্রাক্কালে সে দেশের ‘মোস্ট ওয়ান্টেড ডন’, কলকাতার জেলে বন্দি সুব্রত বায়েনের সাম্প্রতিক খবরাখবর কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছে বিদেশ মন্ত্রক। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, বুধবার, ২৭ ফেব্রুয়ারি সিবিআই মারফত কলকাতা পুলিশকে চিঠি দিয়ে বিদেশ মন্ত্রক এই ব্যাপারে তথ্য চায়। লালবাজারের এক কর্তা বলেন, “সিবিআই আমাদের জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতির প্রস্তাবিত বাংলাদেশ সফরের যোগসূত্রে ভারতীয় বিদেশ মন্ত্রক সিবিআই-কে সুব্রত বায়েনের সাম্প্রতিক খবরাখবর জানাতে অনুরোধ করেছে। সুব্রতর নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ রয়েছে। তাই ভারতে ইন্টারপোলের নোডাল এজেন্সি সিবিআইয়ের মাধ্যমেই স্বরাষ্ট্র মন্ত্রক সুব্রতর ব্যাপারে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বিস্তারিত জানিয়ে সিবিআই-কে চিঠি দিয়েছি।”
বিস্তারিত...
এক নজরে...
•
তিন জেলা-শহরে কপ্টার চালুর ঘোষণা, উঠছে প্রশ্ন
• এই শহর জানে নইমের সব কিছ
কলকাতা
মুন্নার নির্দেশেই অস্ত্র
মজুত পার্টি অফিসে
রক্ষীদের নজরে রাখতে
ভিডিও কল
রাজ্য
নেট-জেআরএফ পেয়েও
সঙ্কটে গবেষকেরা
ছাত্র-ভোট স্থগিত রেখেই
বিকল্পের নির্দেশ রাজ্যের
দেশ
ছিটমহল হস্তান্তর নিয়ে প্রশ্ন বিজেপির, অস্বস্তিতে কেন্দ্র
খুন দুই শিশু, দিল্লি সেই আতঙ্কের রাজধানী
বিদেশ
পাতালপ্রবেশে
আতঙ্ক ফ্লোরিডায়
ঢাকায় হাঙ্গামা বিএনপি-র,
মোকাবিলায় কড়া সরকার
ব্যবসা
মহদিপুর থমথমে, অন্যত্র
স্বাভাবিক সীমান্ত-বাণিজ্য
দাম কমলো ভর্তুকিহীন
রান্নার গ্যাসের
খেলা
কাঁটা সেই ক্লার্ক, ধোনির
আকাশে মেঘ থাকছে
টানা দশ ম্যাচ
অপরাজিত করিম
স্বাস্থ্য
রোজ ডাল ও কুমড়োর ঘ্যাঁট, কদাচিৎ মাছ-ডিম
জীবজগত্
জেলে মাধ্যমিক, চত্বরে বক্স
বাজিয়ে সভা, অভিযুক্ত
তৃণমূলের সংগঠন
সম্পাদকীয়
দণ্ড ও মানদণ্ড
এ যুদ্ধ অবধারিত ছিল
জেলা
উত্তরবঙ্গ
জামিন পেলেন অভিযুক্তেরা
দক্ষিণবঙ্গ
অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ৪
বর্ধমান
ট্রেন দেরি, স্টেশনে ভাঙচুর
পুরুলিয়া
যুবক খুনের ঘটনায়
পাঁচ জনের যাবজ্জীন
মুর্শিদাবাদ
দামোদরে ডিঙি উল্টে মৃত ৩
কন্যাযাত্রী, নিখোঁজ ১
কলকাতা
৩০.৭
/
১৭.০
আজকের দিনে
•
১৫৮৫:
ইতালির ভিচেনসাতে সফোক্লিস-এর ‘অয়দিপাউস’ নাটকের মাধ্যমে উদ্বোধন হয় অলিম্পিক থিয়েটারের। ১৯৯৪ সালে অলিম্পিক থিয়েটারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর আওতায় আনে ইউনেস্কো।
হপ্তা শেষে...
শনিবার
রবিবার
বৃহস্পতির পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.