ট্রেন দেরি, স্টেশনে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ট্রেন দেরিতে চলছে এই অভিযোগে শনিবার বিকেলে আসানসোল স্টেশনে ডেপুটি স্টেশন সুপারিনটেন্ডেন্ট উৎপল বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ভাঙচুর চালালেন একদল নিত্যযাত্রী। তাঁদের অভিযোগ, পুরুলিয়া ও আদ্রার সঙ্গে আসানসোলের সংযোগ রক্ষাকারী ট্রেনটি প্রতিদিন খুব দেরিতে চলছে। ফলে বর্ধমান থেকে আসানসোলের যাত্রীরা এই ট্রেনটি ধরতে পারছেন না। বিক্ষোভকারীদের দাবি, রেলকে বারবার বলেও লাভ হয়নি। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে আসে রেলপুলিশ। উৎপলবাবু রেলপুলিশে অভিযোগ দায়ের করেছেন।
|
গোষ্ঠী-সংঘর্ষে জখম দুই
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে জখম হলেন দু’জন। শনিবার বিকেলে কাটোয়া শহরের রবীন্দ্র ভবনের সামনে ঘটনাটি ঘটে। এ দিন বিকেলে রবীন্দ্র ভবনে তৃণমূলের ছাত্র যুবা কর্মশালায় হাজির ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। তিনি চলে যাওয়ার পরে দলের আজিজুল মণ্ডল গোষ্ঠীর সঙ্গে অরিন্দম বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর বচসা বাধে। হাতাহাতিও হয়। জখমও হন দু’জন। আজিজুল গোষ্ঠীর এক নেতা জানান, তৃণমূলেরই একটা অংশ আমাদের ‘কংগ্রেস সমর্থক’ বলে অভিযোগ করে। তারই প্রতিবাদ করায় আমাদের মারধর করা হয়। যদিও অরিন্দমবাবু বলেন, “এ দিন এমন কোনও ঘটনা ঘটেনি।” স্বপনবাবু জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।
|
টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যক্তির লক্ষাধিক টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। শনিবার আসানসোলের গির্জা মোড়ের ঘটনা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী প্রদীপ দাশগুপ্ত অভিযোগে জানান, আশ্রম মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে, বাইকের হ্যান্ডেলে ব্যাগটি ঝুলিয়ে ফিরছিলেন তিনি। আচমকা দুই মোটরবাইক আরোহী তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
|