এক যুবককে খুনের দায়ে পাঁচ যুবককে যাবজ্জীবনের সাজা দিল রামপুরহাটের ফাস্ট ট্র্যাক প্রথম আদালত। শনিবার বিচারক সুধীর কুমার ওই সাজার নির্দেশ দেন। সাজাপ্রাপ্তেরা হল, রামপুরহাটের দখলবাটি গ্রামের আসরাফ খান, জামকলি শেখ ও সেকেন্দার শেখ এবং একই থানার দানগ্রামের লুলকা শেখ ও বুধু শেখ।
সরকারি আইনজীবী প্রবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০১০ সালের ৯ নভেম্বর সকালে রামপুরহাট-বিষ্ণুপুর রাস্তায়, দানগ্রামের কাছে দোষীদের ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল মাড়গ্রামের হাজামপাড়ার বাসিন্দা নাদির শেখ ওরফে মোসারফ (২৫)। প্রবালবাবু বলেন, “নাদিরবাবুর আসল বাড়ি দখলবাটি হলেও সেই সময় এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির জন্য তিনি মাড়গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে থাকছিলেন।
পেশায় ট্রাকচালক ঘটনার দিন ট্রাক নিয়ে একা মাড়গ্রাম থেকে রামপুরহাট আসছিলেন। পথে পথ আটকে তাঁর উপর হামলা করে সাজাপ্রাপ্তেরা। তাতেই তাঁর মৃত্যু হয়।” তাঁকে খুনের অভিযোগে নিহতের মা ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পরে মামলার চার্জশিটে লালন শেখ ও আঙুর শেখ নামে আরও দু’জনের নাম আদালতে জমা পড়ে। প্রবালবাবু আরও বলেন, “মামলায় ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। সাক্ষীরা অবশ্য লালন ও আঙুরের নাম উল্লেখ না করার জন্য মামলা থেকে ওই দু’জনের নাম বাদ যায়। বাকি ছয় অভিযুক্তের মধ্যে বাবর শেখ নামে এক অভিযুক্তকে বিচারক উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করেছেন।”
গত শুক্রবারই আদালত অন্য পাঁচ অভিযুক্তকে ঘটনায় দোষী সাব্যস্ত করেছিল।
|