ঢাকায় হাঙ্গামা বিএনপি-র, মোকাবিলায় কড়া সরকার
মৌলবাদী জামাতে ইসলামির পাশে খালেদা জিয়ার বিএনপি দাঁড়িয়ে যাওয়ার ফল কী হতে পারে, আজ ঢাকার রাজপথ তার প্রমাণ দিল। বিএনপি-র মিছিল থেকে মৌলবাদীদের মতো একই রকম ভাঙচুর, হাঙ্গামা দেখল আজ ঢাকা। বেশ কয়েক জন পুলিশ আহত হয়েছেন। পুড়েছে গাড়ি, ভেঙেছে কিছু অফিসবাড়ির কাচ। এর বাইরে বাংলাদেশে অশান্তির আঁচ গত দু’দিনের চেয়ে কিছুটা কমই। তারই মধ্যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফর নিয়ে এখন উদগ্রীব সরকার। হাঙ্গামা-হরতালের ডাকের মধ্যেও প্রণববাবু সফরে অনড় থাকায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে যে হাসি ফুটেছে, সরকারি সূত্রে তা জানা গিয়েছে।
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনন্দবাজারকে জানিয়েছেন, সরকার দেশের ৬৪টি জেলার সব ক’টির প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কড়া হাতে আইনশৃঙ্খলা মোকাবিলা করছে। আপাতত ১৫টি জেলায় মৌলবাদীরা বিচ্ছিন্ন কিছু চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
হিংসাদগ্ধ
অশান্ত ঢাকায় পুলিশের টহল। পাশে জ্বলছে পুলিশেরই জিপ। শনিবার বেশ কিছু
গাড়ি পুড়িয়েছে বিএনপি ও জামাতের সমর্থকরা। ঘটিয়েছে বিস্ফোরণও। ছবি: এএফপি
দেশের আড়াই হাজার মসজিদের ইমামদের সঙ্গে সরকার আলোচনায় বসেছিল। তার পরেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ইনু বলেন, ঢাকায় খালেদা জিয়ার কর্মিসভার পরেই উত্তেজনা ছড়ায়। কিন্তু সেটাও মুষ্টিমেয় এলাকায়। তাঁর কথায়, পরিস্থিতির সুযোগ নিতেই বিরোধী নেত্রী নেতৃহীন জামাতের ‘আমিরের’ ভূমিকা নিয়েছেন।
খালেদা এ দিন সভায় অভিযোগ করেন, সরকার ইসলাম ও স্বাধীনতাকে মুখোমুখি সংঘাতে নামিয়ে দেশকে বিস্ফোরক করে তুলেছে। সরকারের পক্ষে তথ্যমন্ত্রী ইনু বলেন, একাত্তরেও জামাত ঠিক একই যুক্তি তুলে স্বাধীনতার বিরোধিতা করেছিল। ইসলাম কেন, কোনও ধর্মই খুন, ধর্ষণকে স্বীকার করে না। হাঙ্গামাকেও গুনাহ্ বলা হয়েছে। বরং দুষ্কমের্র বিরোধিতার কথাই বলছে ইসলাম। সে হিসেবে রাজাকারদের বিচার কোনও ভাবেই ধর্মবিরোধী হতে পারে না। মানুষও তা বুঝছেন। সেই কারণেই খালেদার কৌশল সফল হবে না।
রবিবার থেকে মঙ্গলবার, বিএনপি-জামাত জোটের ডাকা হরতাল উপেক্ষা করার ডাক দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। তথ্যমন্ত্রী জানান, সরকারও এই হরতালে জনজীবন একেবারে স্বাভাবিক রাখতে সব রকম বন্দোবস্ত করছে। মানুষ আরও একবার প্রমাণ করবেন, তাঁরা হরতাল চান না। তিনি জানান, ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশের সরকার ও মানুষ তৈরি। প্রণববাবু এই সফরে অনড় থাকায় সরকারও বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে।
তথ্যমন্ত্রী জানান, দু’চারটি এলাকায় সংখ্যালঘু হিন্দুদের উপরেও জামাত চোরাগোপ্তা হামলা চালিয়েছে।
কিন্তু সরকার কড়া হাতে তার মোকাবিলার নির্দেশ দেওয়ার পরে এই প্রবণতা কমেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.