হোয়ার্টন স্কুলে নিমন্ত্রণ বাতিল নরেন্দ্র মোদীর
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
গুজরাত দাঙ্গার ছায়া কিছুতেই পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর। এ বছর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল গুজরাতের মুখ্যমন্ত্রীর। সেই মতো হোয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে বক্তার তালিকায় প্রথমেই নাম রয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, মোদীকে ডাকা নিয়ে বেঁকে বসেছেন স্কুল কর্তৃপক্ষ। তাই মোদীর যোগদান নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। গত কয়েক মাসে বেশ স্বস্তির জায়গা তৈরি হয়েছে মোদীর। দশ বছরের বয়কট তুলে মোদীর পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও নাম উঠে আসছে তাঁর। এ অবস্থায় মোদীকে হোয়ার্টনে নিমন্ত্রণ করা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তাতে হয়তো নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছেন মোদী। ‘হোয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরাম’ মূলত ছাত্রছাত্রীদের আয়োজন করা ভারত কেন্দ্রীক সম্মেলন। উদ্যোক্তা হোয়ার্টন স্কুল। অনুষ্ঠানে বক্তা হিসেবে কারা উপস্থিত থাকবেন, তা ঠিক করেন পড়ুয়ারাই। এ বারও সেই মতো তাঁরা যোগাযোগ করেন মোদীর সঙ্গে। ছাত্রদের অনুরোধে তিনি রাজিও হন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখতে। কিন্তু এখন এই কথা শুনতে পাওয়া যাচ্ছে। এই প্রথম পড়ুয়াদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলেন কর্তৃপক্ষ। তবে মোদী না থাকলেও অনুষ্ঠানে থাকবেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরা, অভিনেত্রী শাবানা আজমি এবং জাভেদ আখতার। |
সর্বজিতের আইনজীবীকে হুমকি
সংবাদসংস্থা • লাহৌর |
তালিবান হুমকি দিল সর্বজিৎ সিংহের আইনজীবী আওয়াইস শেখকে। শনিবার আওয়াইস জানিয়েছেন, তেহরিক-ই-তালিবানের পক্ষ থেকে তাঁর স্ত্রীর কাছে একটি বেনামী চিঠি এসেছে যাতে লেখা আছে, “বোমা বিস্ফোরণে আমার পরিবারকে হত্যা করেছে সর্বজিৎ। আপনার স্বামীকে বারণ করুন তার পক্ষে মামলা লড়তে।” সর্বজিতের মামলা নিয়ে সাংবাদিক বৈঠক করলে সেটাই আওয়াইসের জীবনের শেষ দিন হবে বলে জানানো হয়েছে সেই চিঠিতে। তাঁর সন্তানদেরও অপহরণ করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে চিঠিটিতে। এমনকী তাঁর ছেলেকেও ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়াইস। ১৯৯০ সালে বোমা বিস্ফোরণে ১৪ জনকে হত্যা করার অভিযোগে পাকিস্তানি জেলে রয়েছেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সর্বজিৎ। |