l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
‘বিবেক দংশনে’ ধরা দিলেন মাওবাদী দম্পতি
প্রশান্ত পাল • পুরুলিয়া
হিংসার পথ ছাড়ার জন্য মাওবাদীদের লাগাতার হুঁশিয়ারি দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলরামপুরে দলীয় কর্মী খুনের পরে যৌথ বাহিনীর অভিযান শুরু করারও স্পষ্ট ইঙ্গিত দেন তিনি। এর দু’দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বলরামপুরেরই এক মাওবাদী-দম্পতি। যাদের এক জন বড়সড় বেশ কয়েকটি নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। সেই অর্থে মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরানোর লক্ষ্যে পাঁচ মাসের মাথায় এটা একটা বড় সাফল্য। তবে এখনই আপ্লুত হতে রাজি নন রাজ্যের পুলিশ-প্রশাসনের কর্তারা। তাঁরা আশা করছেন, কিছু দিনের মধ্যে এমন আত্মসমর্পণ আরও ঘটবে। রবিবার দুপুরে পুরুলিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে যে দু’জন আত্মসমর্পণ করেছেন, সেই দুর্যোধন রাজোয়াড়ের বাড়ি পিলাই গ্রামে। তাঁর স্ত্রী আকরি সহিসের বাড়ি পাশের গ্রাম ঘাটবেড়ায়। বৃহস্পতিবার রাতে ওই ঘাটবেড়া গ্রামেই জিতু সিংহ নামে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। এর পরেই মাওবাদীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। যদিও দুর্যোধন ও আকরির দাবি, গত বছর ডিসেম্বরে বাগবিন্ধ্যা-গণহত্যার পরে ‘বিবেক দংশন’ থেকেই তাঁদের আত্মসমর্পণের ভাবনা।
বিস্তারিত...
আবার শান্তি বৈঠক, উঠবে কাশ্মীর প্রসঙ্গ
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
দীর্ঘদিন পরে আরও এক বার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই লক্ষ্যে আসন্ন সার্ক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক হবে তাঁর। বৈঠকে কাশ্মীর নিয়ে কথা বলতেও মনমোহনের আপত্তি নেই। বিদেশ মন্ত্রক সূত্রেও বলা হয়েছে, কাশ্মীরে স্বায়ত্তশাসনের প্রকৃতি কেমন হবে, তা নিয়ে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের প্রস্তাব উঠবে মনমোহন-গিলানির আলোচনায়। আড়াই বছর আগে শর্ম অল শেখের পরে এই ভাবে আরও এক বার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে বাজি ধরতে চলেছেন প্রধানমন্ত্রী। শর্ম অল শেখে নির্জোট সম্মেলনের ফাঁকে নতুন করে এই প্রক্রিয়া শুরু করেছিলেন মনমোহন। এবং ২৬/১১ সত্ত্বেও। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআইয়ের অতি-সক্রিয় ভূমিকায় প্রধানমন্ত্রীর সেই শান্তি প্রক্রিয়া নানা ভাবে ব্যাহত হয়েছে। তাতেও নিজের অবস্থানে অটল থেকে আরও এক বার শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চেয়ে উদ্যোগী প্রধানমন্ত্রী। পনেরোতম নির্জোট সম্মেলনের পরে এ বার সতেরোতম সার্ক সম্মেলনে। মলদ্বীপে দু’দিনের সার্ক সম্মেলন শুরু হচ্ছে ১১ নভেম্বর থেকে। ওই দিনই সম্মেলনের ফাঁকে ইউসুফ রাজা গিলানির সঙ্গে ফের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন মনমোহন।
বিস্তারিত...
ইমার্জেন্সিতে মদ্যপ ডাক্তার, ধুন্ধুমার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মদ খেয়ে হাসপাতালে এসে রোগী দেখার অভিযোগ তাঁর বিরুদ্ধে ছিলই। দীর্ঘদিনের অভিযোগ। আর এ বার সেটাই প্রত্যক্ষ ঘটনা হয়ে দাঁড়াল। রবিবার দুপুরে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে ‘কর্তব্যরত’ সেই মদ্যপ চিকিৎসককে হাতে-নাতে ধরে ফেললেন রোগীরাই। যার জেরে এ দিন প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে হাসপাতালের কাজকর্ম। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে। মমতার মন্তব্য, “এটা ফৌজদারি অপরাধ। প্রয়োজনে ওঁকে গ্রেফতারও করা হতে পারে।” প্রবীরকুমার ঘোষ নামে ওই চিকিৎসকের শরীরে মাদক আছে কি না, এ দিন বিকেলে এমআর বাঙুর হাসপাতালে তার পরীক্ষা হয়। প্রবীরবাবু নিজে অবশ্য স্বীকার করেছেন যে, তিনি মদ্যপান করেই ডিউটিতে এসেছিলেন। তাঁর কথায়, “গাঁটে গাঁটে ব্যথা হচ্ছিল। কাজের চাপে ছুটিও নিতে পারছিলাম না। তাই একটু খেয়ে ফেলেছি।” যা শুনে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, “এটা ব্যতিক্রমী ঘটনা। ওই চিকিৎসকের কোনও মানসিক অবসাদ থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, তিনি মদ খেয়ে ডিউটিতে আসবেন। ডাক্তারের ঘাটতি রয়েছে, তা ঠিক। তবে বিকল্প ব্যবস্থা না-হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরতেই হবে।” বাঙুর হাসপাতালের সুপার কাজলকৃষ্ণ বণিক জানান, রাতে এক জন মনোবিদ এবং জেনারেল মেডিসিনের এক চিকিৎসক রাতে প্রবীরবাবুকে পরীক্ষা করেন। তাঁর মৃগী রোগ আছে বলে চিকিৎসকদের জানিয়েছেন প্রবীরবাবু।
বিস্তারিত...
মোহনবাগান তিনে • ইস্টবেঙ্গল পাঁচে
• পাহাড়ি ছেলে দিয়েই
পাহাড় জয় ইস্টবেঙ্গলের
• পাঁচ গোলের শাপমুক্তি
পাঁচ গোলেই
সমাবর্তনে আমন্ত্রণ জানিয়ে ‘বার্তা’ হাসিনাকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্য সরকারের অনুমতি নিয়েই সমাবর্তন অনুষ্ঠানে হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে বাংলাদেশের সঙ্গে তিস্তা জল চুক্তি সম্পাদন আটকে যাওয়ার পরে মমতারই সরকারের অনুমোদনে এই শহরে হাসিনাকে আমন্ত্রণ ‘তাৎপর্যপূর্ণ’ ঘটনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি কোনও ‘অভিনব’ ঘটনা নয়। ওই অনুষ্ঠানে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণের রীতিও আছে। গত বছরই যেমন সমাবর্তনে উপস্থিত ছিলেন ভুটান-রাজ। কিন্তু সরকারি সূত্রের ব্যাখ্যায়, এ বারের সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নেহাতই ‘কাকতালীয়’ ঘটনা নয়। ওই সিদ্ধান্তের পিছনে রাজ্য সরকারের, বলা ভাল স্বয়ং মুখ্যমন্ত্রীর ‘রাজনৈতিক ও কূটনৈতিক স্বার্থ’ জড়িয়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রের অভিমত।
বিস্তারিত...
ভাঁড়ারে টান, বিধায়কদের কাছেই
হাত পাতছে বামেরা
সন্দীপন চক্রবর্তী • কলকাতা
বামফ্রন্টের এখন টানাটানির সংসার। ‘রোজগেরে’ সদস্যদের সংখ্যাও কমেছে সংসারে। যে ক’জন উপায় করছেন, তাঁদেরই তাই বাড়তি দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে! ‘পরিবর্তনে’র ঝড়ে সিপিএম-সহ বামফ্রন্টের সব শরিক দলের বিধায়ক সংখ্যাই অনেক কমে গিয়েছে। ক্ষমতায় থাকার সুবাদে দলগুলির আয়ের যে পথ ছিল, স্বাভাবিক কারণেই সে সব শুকিয়ে এসেছে। অগত্যা বিধায়কদের আয় থেকেই দলের রোজগার বাড়াতে সক্রিয় হয়েছেন বাম নেতৃত্ব। বাম শাসনের ‘সুবাদে’ই এ রাজ্যে বিধায়কদের বেতন ও ভাতার অঙ্ক অন্য রাজ্যের তুলনায় অনেক কম। মূল্যবৃদ্ধির বাজারে নিজেদের সংসার টানতেই জেরবার যে মধ্যবিত্ত জনতা, জনপ্রতিনিধি হিসাবে বিধায়কেরাও তার বাইরে নন। কিন্তু দলের ‘দুর্দিনে’ নিজেদের পাশাপাশি দলের সংসারটা দেখতে হচ্ছে তাঁদের! রাজ্যে ক্ষমতা হারানোর পরে ভাঁড়ারে টান পড়ায় বিধায়কদের ‘লেভি’র অঙ্ক বাড়াতে হচ্ছে সিপিএম-কে। একই পথে হাঁটতে হচ্ছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি-র মতো বাম শরিকদেরও। বিধায়কেরা তাঁদের সরকারি বেতন থেকে যে অংশ দলীয় তহবিলে দিতেন (লেভি), এ বার থেকে তা বাড়াতে বলছেন বাম নেতৃত্ব। সিপিএম ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে দলীয় সাংসদদের ‘লেভি’ পুনর্বিন্যাস করেছে। বিধায়কদের জন্য রাজ্য পার্টির নির্দেশিকা, তাঁরা যেন সংশ্লিষ্ট জেলা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন ‘লেভি’র পরিমাণ ঠিক করে নেন।
বিস্তারিত...
শুল্কের বাধা কাটলেই বাঙালির
পাতে ইরাবতীর ইলিশ
মিলন দত্ত • কলকাতা
বাঙালির রসনা এবং মায়ানমারের বড় ইলিশের মধ্যে বাধা এখন শুধু আমদানি শুল্ক। মুখ্যমন্ত্রীর আর্জি মেনে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী যদি সেই শুল্কের সুরাহা করেন, তা হলেই কেল্লা ফতে! ২০০ টাকা কিলোগ্রাম দরে মায়ানমারের দেড় থেকে দু’কেজি ওজনের তাজা ইলিশ পেতে পারে কলকাতা। বাজার থেকে এই ওজনের ইলিশ বহু দিন আগেই অদৃশ্য। বাঙালির সেই রুপোলি দিন ফিরতেই পারে যদি কেন্দ্র একটু মুখ তুলে চায়। সরাসরি মায়ানমার থেকে ইলিশ আমদানির অনুকূল ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাকে। মায়ানমারের ইরাবতী নদীর মোহনা থেকে ধরা ইলিশ কলকাতার মৎস্য ব্যবসায়ীরা কয়েক বছর ধরেই আমদানি করছেন। তবে তা মায়ানমারের তাজা ইলিশ নয়। তাঁরা জানুয়ারি-ফেব্রুয়ারিতে মায়ানমার মুলুক থেকে আমদানি করেন হিমায়িত ইলিশ। সেই ইলিশ আবার ঢুকে যায় হিমঘরে। তা কলকাতার বাজারে ছাড়া হয় এপ্রিল-মে মাসে, যখন ইলিশের প্রচণ্ড আকাল। বর্ষার আগে কয়েক মাস ইলিশ ধরা পড়ে না। তখন মায়ানমারের বড় ইলিশ প্রায় ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয় কলকাতায়। মহানগরীর ব্যবসায়ীরা এ বার মায়ানমারের তাজা ইলিশও আমদানি করতে চান। কিন্তু বাদ সাধছে চড়া আমদানি শুল্ক।
বিস্তারিত...
এক নজরে...
• মঙ্গলবার রাজভবনে
কথা প্রণব-মমতার
• ভবানীপুরে বিসর্জনে ইট খেল পুলিশ, হাজির মমতা
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
এক ঝাঁক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সিপিএম
সম্পত্তির তথ্য সংগ্রহে পুরসভার কর্মসূচি নিয়ে জট, মামলার হুমকি
রাজ্য
মমতার বিরুদ্ধে প্রচারের
সুযোগ হারাচ্ছে সিপিএম
জঙ্গলমহলে সেচের সুবিধা বাড়াতে উদ্যোগ
দেশ
‘সফল’ যাত্রাতেও দূরত্ব ঘুচল না মোদী-আডবাণীর
দুর্নীতিতে হারাচ্ছে ন্যায্য
অধিকার, মত ইয়েচুরির
বিদেশ
সৌর কলঙ্ক ধরা
পড়ল উপগ্রহ চিত্রে
ব্যবসা
বয়স অনুযায়ী বেছে
নিন সঞ্চয় প্রকল্প
পর্যটকদের স্বাগত জানাতে তৈরি উত্তর-পূর্ব
খেলা
ভাত-ডালের দিন ছিল, তার প্রতিভূরাই জ্বলজ্বল করলেন
তিন পয়েন্ট এনে দিলেন
দিন্দা-ইরেশ
স্বাস্থ্য
ব্যবস্থা নয়, রাজ্য আবেগ
নিয়েই চক্ষুদানের দৌড়ে
ক্যানসার রোগীর পরিবারেও
প্রতিরোধের ‘ছাঁকনি’
জীবজগত্
ধোঁয়া পরীক্ষাতেই লুকিয়ে ‘দূষণ-ভূত’
নিকাশি নালা পরিষ্কারে নেমে পড়লেন বাসিন্দারা
সম্পাদকীয়
রাজনীতি, অর্থনীতি
দায় ব্যক্তির, দলেরও
কলকাতা
৩২.১/২১.৪
আজকের দিনে
• জাতীয় ক্যানসার সচেতনতা দিবস
• ১৮৬২:
মুঘল সম্রাট
বাহাদুর শাহ জাফরের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.