টুকরো খবর
শিশুবিজ্ঞান কংগ্রেস
মেদিনীপুর কলেজিয়েটে বিজ্ঞান কংগ্রেস। নিজস্ব চিত্র।
শেষ হল ১৯ তম শিশুবিজ্ঞান কংগ্রেস। দু’দিন ব্যাপী রাজ্যস্তরের এই অনুষ্ঠান হয়ে গেল মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে। রবিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর দামোদর আচারিয়া-সহ বিশিষ্টরা। রাজ্যের প্রতিটি জেলার ছাত্রছাত্রীরাই বিজ্ঞান কংগ্রেসে যোগ দেয়। দু’দিনে মোট ২১১টি প্রোজেক্ট নিয়ে আলোচনা হয়। ছাত্রছাত্রীরা এ বারের বিজ্ঞান কংগ্রেসের মুখ্য বিষয় ছিল ভূমি-সম্পদ। ভূমির কাজ, ভূমির চরিত্র, ভূমিজ সম্পদের স্থায়ী ব্যবহার নিয়ে তৈরি প্রোজেক্টের বিষয়বস্তু শিক্ষকদের সামনে তুলে ধরেন ছাত্রছাত্রীরা। জেলার মুখ্য সংযোজক মধুসূদন গাঁতাইত বলেন, “স্বভাবসুলভ কৌতূহল, জ্ঞানপিপাসা মেটানো ও সৃজনী প্রতিভার বিকাশই বিজ্ঞান কংগ্রেসের উদ্দেশ্য।”

জঙ্গলমহলে পুলিশে চাকরির পরীক্ষা শুরু
জঙ্গলমহলের তরুণ-তরুণীদের পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আবেদনপত্র বিলি শুরু হতেই রীতিমতো সাড়া পড়ে যায়। মাওবাদী হুঁশিয়ারি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র সংগ্রহ করেন চাকরিপ্রার্থীরা। এ বার নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। শনিবার থেকে হোমগার্ড পদে আবেদনকারীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হয়েছে মেদিনীপুর জেলা পুলিশ লাইনে। এর পর হবে মৌখিক পরীক্ষা। পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “২০ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা সংক্রান্ত সব কাজই শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি।” জেলা পুলিশ সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরে হোমগার্ড পদের জন্য মোট ১৪,৩১৬টি আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে থেকে প্রতিদিন ৩০০ জনের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হচ্ছে। জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মোট ২৩টি ব্লকের ১০ হাজার তরুণ-তরুণীকে হোমগার্ড পদে নিয়োগ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার রাজভবনে কথা প্রণব-মমতার
কংগ্রেস-তৃণমূল টানাপোড়েনের তপ্ত আবহের মধ্যে আগামী মঙ্গলবার প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। ঘটনাচক্রে ওই দিনই দিল্লিতে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠক হওয়ার সম্ভাবনা। মমতা-প্রণব এই বৈঠক অবশ্য পেট্রোলের দাম নিয়ে দু’দলের মতান্তরের আগে থেকেই ঠিক রয়েছে। রাজ্যের আর্থিক দাবিদাওয়া এবং মাওবাদী সমস্যা নিয়ে গত শনিবার এই বৈঠক হবে বলে দিন পনেরো আগে ঠিক হয়েছিল। এই দুই বিষয় নিয়েই রাজ্যপাল সক্রিয়। তাই তাঁর উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা। কিন্তু প্রণববাবুর দিল্লিতে কাজ পড়ে যাওয়ায় তা পিছিয়ে মঙ্গলবার করা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে প্রণব-মমতা বৈঠক নিয়ে কংগ্রেস-তৃণমূল দুই শিবিরেই কৌতূহল সৃষ্টি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.