বর্ধমান |
মনোনয়ন জমায়
‘বাধা’ কংগ্রেসকে |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন দিতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে গলসির ভুঁড়ি পঞ্চায়েতের দ্বিজপদ হাইস্কুলে।
কংগ্রেসের ব্লক সভাপতি সিরাজুল মণ্ডলের অভিযোগ, ওই দিন ছিল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার দিন। সকালে তাঁদের তিন প্রার্থী স্কুলে উপস্থিত হন। সঙ্গে ছিলেন দলের নেতারা। কিন্তু তৃণমূলের স্থানীয় নেতা বাসুদেব চৌধুরীর নেতৃত্বে এক দল কর্মী-সমর্থক তাঁদের প্রার্থী ও দলের নেতাদের মারধর করে তাড়িয়ে দেন বলে অভিযোগ সিরাজুলের। |
|
নিজস্ব সংবাদদাতা, পূর্বস্থলী: বিয়ে হয়েছিল মাত্র ন’মাস আগে। স্বামী-স্ত্রী, দু’জনেই পুলিশকর্মী। রবিবার ভোরে পথ দুর্ঘটনায় ওই দম্পতি-সহ একই পরিবারের তিন জনের মৃত্যুতে তাই শোকের ছায়া পূর্বস্থলীর দশঘরিয়া গ্রামে।
এ দিন ভোরে হেমায়েতপুরে বাস ধরার জন্য স্ত্রী আরলি রাসদাস (২৪) ও ছোট ভাই পিন্টু রায়কে (২৪) সঙ্গে নিয়ে স্কুটারে চড়ে পারুলিয়া থেকে যাচ্ছিলেন দশঘরিয়ার বাসিন্দা কমল রায় (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সওয়া ৫টা নাগাদ এসটিকেকে রোডে মধ্য শ্রীরামপুরে স্থানীয় পঞ্চায়েত অফিসের সামনে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের স্কুটারে ধাক্কা মেরে পালিয়ে যায়। |
গাড়ির ধাক্কায় মৃত
এক পরিবারের ৩ |
|
প্রশিক্ষণের সুযোগ পাবে
তরুণেরা, আশ্বাস মদনের |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
চোদ্দো বছর ধরে খোঁজ নেই স্বামীর, চিঠি মুখ্যমন্ত্রীকে |
নীলোৎপল রায়চৌধুরী, জামুড়িয়া: চোদ্দো বছর ধরে খোঁজ নেই স্বামীর। তিনি জীবিত রয়েছেন,
না মৃত, অনুসন্ধান করে তা জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন জামুড়িয়ার নিউ কেন্দা গ্রামের
বধূ আলপনা গোপ।
নিউ কেন্দা গ্রামে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া বাড়িতে থাকেন আলপনাদেবী।
তাঁর বাপেরবাড়িও এই গ্রামেই। আলপনাদেবীর অভিযোগ, ১৯৯৭ সালের সেপ্টেম্বরে গীতাষ্টমীর দিন সন্ধ্যায়
চার জন সিপিএম সমর্থক তাঁর স্বামী
কানাই গোপকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে আর
কোনও খোঁজ নেই তাঁর। আলপনাদেবী মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, সেই সময়ে
তিনি গর্ভবতী ছিলেন। বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। |
|
তুলে দিলেও ফিরে আসে দখলদারেরা, চিন্তায় প্রশাসন |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: দিনের পর দিন জি টি রোডের দু’পাশ গিলে খাচ্ছে দখলদারেরা। পথচারীরা ব্যধ্য হয়ে ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়েই চলছেন। ফলে আসানসোল থেকে বরাকর পর্যন্ত দীর্ঘ এই ১১ কিলোমিটার রাস্তায় বাড়ছে দুর্ঘটনাও। পূর্ত দফতরের তরফে জানানো হয়, বারবার তাঁদের তুলে দেওয়া হলেও কিছু দিনের মধ্যেই ফের তাঁরা ফিরে আসেন। কী ভাবে এর হাল ফিরবে সে নিয়ে চিন্তিত পূর্ত দফতর ও পুলিশ প্রশাসন। |
|
টুকরো খবর |
|
|
|
|