টুকরো খবর
ধানখেতে বাস উল্টে জখম ২৫ কুলটিতে
—নিজস্ব চিত্র।
রাস্তার পাশের ধানখেতে উল্টে গেল নাচনগামী একটি বড় বাস। কুলটি থানার চলবলপুরের কাছে এই দুর্ঘটনায় রবিবার অল্পবিস্তর জখম হন ২৫ জন বাসযাত্রী। তাঁদের প্রত্যেককে মহকুমা হাসপাতালে আনা হয়। ১৩ জনকে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকাল ৯টা নাগাদ নাচনগামী ওই বাসটি চিত্তরঞ্জন রোড ধরে আসানসোলের দিকে যাচ্ছিল। চলবলপুরের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। মূল রাস্তা ছেড়ে সোজা ধানখেতের উপরে উঠে যায়। আর তার কিছুক্ষণ পরেই উল্টে যায় বাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলবলপুরের কাছে চিত্তরঞ্জন রোড অত্যন্ত বেহাল। প্রায় প্রতি দিনই দুর্ঘটনা ঘটছে। এ দিনের দুর্ঘটনার কারণও বেহাল রাস্তা বলেই অভিযোগ তাঁদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার মাঝে একটি বড় গর্তকে পাশ কাটিয়ে যাচ্ছিল বাসটি। তখনই উল্টো দিক থেকে ধেয়ে আসে অন্য একটি গাড়ি। বাসের চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। গাড়ি ওল্টানোর শব্দ ও যাত্রীদের চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসেন। খবর পেয়ে চলে আসে পুলিশও। জখম যাত্রীদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে পাঠানো হয়।

‘বিশৃঙ্খলা’, বন্ধের বিজ্ঞপ্তি ২ কারখানায়
আসানসোল উত্তর থানার ধাদকা এলাকার একটি বেসরকারি নীল তৈরির কারখানায় শনিবার ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-র নোটিস ঝুলিয়ে দিলেন কারখানা কর্তৃপক্ষ। অন্য দিকে, শুক্রবার একই নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুরের একটি সাইকেলের যন্ত্রাংশ তৈরির কারখানাতেও। দুই জায়গাতেই বন্ধের কারণ হিসেবে কার্যত কারখানায় শ্রমিক বিশৃঙ্খলাকেই দায়ী করা হয়েছে। আসানসোলের ওই কারখানায় শনিবার সকালে কাজে গিয়ে শ্রমিক-কর্মীরা নোটিসটি দেখেন। ওই নোটিসে লেখা রয়েছে, গত ৬ মাস ধরে শ্রমিক-কর্মীরা ঠিকমতো কাজ না করায় এই নোটিস জারি করা হল। যদিও এ দিন সকালে কারখানার গেটে উপস্থিত শ্রমিক কর্মীরা দাবি করেন, তাঁরা এক দিনের জন্যও কাজ বন্ধ করেননি। শুক্রবার রাতেও তাঁরা কাজ করেছেন। কর্তৃপক্ষের কেউ অবশ্য কারখানায় ছিলেন না। অন্য দিকে, দুর্গাপুরের ওই কারখানায় আইএনটিটিইউসি-র নেতৃত্বে শ্রমিকরা ধর্মঘট করেন বৃহস্পতিবার। পরের দিন, শুক্রবার কারখানার গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিস ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, আইএনটিটিইউসি-র একের পর এক দাবি দাওয়ার চাপে কারখানার উৎপাদন বন্ধ রাখতে তাঁরা বাধ্য হয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে বলেও জানিয়েছেন কারখানার এম ডি রতন অগ্রবাল। কারখানার আইএনটিটিউসি নেতা সতীশ রায়ের অভিযোগ, বেতন বৃদ্ধি, নিরাপত্তা বিধি চালু করা, ৮ ঘণ্টার পালি প্রভৃতি দাবি বারবার জানানো হয়েছে কারখানা কর্তৃপক্ষকে। কিন্তু তাঁরা তাতে কর্ণপাত না করাতেই তাঁরা বৃহস্পতিবার ধর্মঘট করেন।

অনুমতি ছাড়া মমতার ছবি, গ্রেফতার ২
মদ তৈরির কারখানার শিলান্যাস অনুষ্ঠানের বিজ্ঞাপনে বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর ছবি ও নাম ছাপানোয় গ্রেফতার করা হল দুই শিল্পপতিকে। রবিবার কুলটির ডিসেরগড়ের ঘটনা। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “সংস্থার দুই কর্ণধার কৃপাণ মুখোপাধ্যায় ও কল্লোল মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৪২০-সহ ছ’টি ধারায় অভিযোগ রয়েছে।” এ দিন ডিসেরগড়ের কাছে বোলডিতে ওই কারখানার শিলান্যাস করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে ছবি ছাপানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমতি নেওয়া হয়নি জেনেই মলয়বাবু আপত্তি জানান। এর পরে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন কারখানা কর্তৃপক্ষ। তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। মলয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রীর ছবি ছাপার আগে অনুমতি নেওয়া জরুরি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আবাসনে মা-মেয়ের দেহ
মা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ ডিপিএল কলোনির এ-জোনের একটি আবাসনে তাঁদের দেহ মেলে। পুলিশ জানিয়েছে মৃত মায়ের নাম অজন্তা বক্সী (৫৯)। মেয়ের নাম জানা যায়নি। প্রতিবেশীরা জানান, দীর্ঘ দিন ধরেই মা ও মেয়ে ওই আবাসনে থাকতেন। এক সময় অজন্তাদেবী ডিপিএলে চাকরিও করতেন। পরে কোনও কারণবশত তাঁর চাকরি চলে যায়। পারিবারিক অশান্তির কারণে ওই দু’জনেই মানসিক অবসাদে ভুগছিলেন। বেশ কয়েক দিন ধরে তাঁরা আবাসন থেকে বেরোচ্ছিলেন না। রবিবার সন্ধ্যায় পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ দু’টি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দেহের পাশে খাবারের থালা পড়েছিল। মল-মূত্রও ছড়ানো ছিল। খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান।

বাস চলাচল নিয়ে বিবাদ
এত দিন বাস চলত গ্রামের দাস পাড়ার ভিতর দিয়ে। বাইপাস রাস্তা নির্মাণ হওয়ার পরে রাস্তা সংলগ্ন গড়াইপাড়ার বাসিন্দারা নতুন রাস্তা দিয়ে বাস চলাচলের দাবি জানান। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুই পাড়ার বচসা শুরু হয়। পুলিশ গিয়ে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার সকালে ফের বচসা বাধে দুই পক্ষের। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকে ইছাপুরে। চার জন জখম হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এলাকায় পুলিশি টহল চলছে। দাসপাড়ার বাসিন্দা মোতিলাল সামন্ত জানান, বাইপাস দিয়ে বাস চলাচল করলে তাঁদের অনেকটা পথ হেঁটে যেতে হবে। অন্য দিকে, গড়াইপাড়ার বাসিন্দা স্বপন কুমার দাসের দাবি, বাইপাস দিয়ে বাস চলাচল করলে তাঁদের সুবিধা হবে। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

খনন বন্ধে গিয়ে আক্রান্ত পুলিশ
অবৈধ কয়লা খনন বন্ধ করতে গিয়ে ‘আক্রান্ত’ হলেন তিন পুলিশ কর্মী-সহ ছ’জন। ঘটনাটি ঘটেছে বন্ধে হয়ে থাকা নিমচা ফায়ার প্রজেক্ট এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় অবৈধ খনন ও কয়লা পাচার চলছে এমন খবর পেয়ে নিমচা ফাঁড়ির এ এস আই বিশ্বজিৎ রায় নেতৃত্বে পুলিশ কর্মীরা হানা দেন। বাজেয়াপ্ত কয়লা নিয়ে আসার জন্য ট্রাক্টরের চালক ও পুলিশের গাড়ির চালককে দুষ্কৃতীরা প্রথমে মারধর করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের ছোড়া ইট, পাথরে জখম হন বিশ্বজিৎবাবু-সহ দুই কনস্টেবল। এর পরে পুলিশ বাহিনী তাড়া করলে চম্পট দেয় দুষ্কতীরা। রানিগঞ্জ থানার ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানান, দুষ্কৃতীদের ছোড়া ঢিল-পাথরে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের গাড়ি ও ট্রাক্টর। এই ঘটনায় মোট ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকলেই পলাতক।

ডাম্পারের ধাক্কা, মৃত্যু যুবকের
ইসিএলের কয়লা বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বাইপাসে পুরণমল। প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে ঘণ্টা তিনেক রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। পুলিশ ডাম্পারটি আটক করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুফল মাঝি (২২)। স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন দুপুর ১টা নাগাদ হেঁটে যাওয়ার সময়ে ডাম্পারটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তৃণমূল নেতা অলোক সিংহ বলেন, “ইসিএল ও প্রশাসনের কাছে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।” পুলিশ জানায়, দেহটি ময়না-তদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়েছে। ইসিএল কতৃপক্ষ জানান, দাবি খতিয়ে দেখে ব্যবস্থা হবে।

দোকানে বিক্ষোভ
রেশন দোকানে পণ্য সামগ্রীর তালিকা টাঙানো, অনুমোদিত সামগ্রী প্রদান, রসিদ দেওয়া বাধ্যতামূলক করা-সহ একাধিক দাবিতে দেড় ঘণ্টা দোকান বন্ধ রেখে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘেরাও করে রাখা হয় রেশন ডিলার বিমল চট্টোপাধ্যায়কে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ায় চিচুড়িয়া গ্রামের মাঝপাড়ায়। তৃণমূল নেতা বিশ্বনাথ সাঙ্গুই অভিযোগ করেন, গত সপ্তাহে অনুমোদিত সামগ্রীর অর্ধেকাংশ উপভোক্তাদের দেওয়া হয়েছে। কোনও দিনই রসিদ দেওয়া হয় না। বিমলবাবু জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন তিনি।

অভিযুক্ত অধরাই
ভাইয়ের হাতে গুলিবিদ্ধ তরুণীকে রবিবার স্থানান্তরিত করা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে সাংসারিক বিষয় নিয়ে দিদির সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি হয়। আচমকা নিশা সিংহ নামে ওই তরুণীকে গুলি করে রূপেশ। মাথায় রড দিয়ে আঘাতও করা হয়। এর পরেই চম্পট দেয় রূপেশ। পড়শিরা থানায় খবর দিয়ে তারাই নিশাকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযুক্ত রূপেশকে এখনও ধরতে পারেনি পুলিশ।

তৃণমূলের কমিটি
দুর্গাপুর মহকুমা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের কোর কমিটি গঠিত হল রবিরার। দুর্গাপুর ভিড়িঙ্গি তৃণমূল কার্যালয়ে ওই সংগঠনের জেলা সভাপতির উপস্থিতিতে ১৭ জনের কমিটি তৈরি হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।

বালির লরি আটক
অজয় নদের জয়দেব ঘাট থেকে ৩০টি বেআইনি বালির লরি ও দু’টি বালি তোলার যন্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, কাঁকসার পুলিশের সাহায্যে শনিবার রাতে অভিযান চালানো হয়। বেআইনি বালি পাচার রুখতে ফের এমন অভিযান হবে বলে জানান তিনি।

কয়লা আটক, ধৃত ৪
সালানপুরের বনজেমাহারি কয়লাখনি সংলগ্ন এলাকার মুচিপাড়া থেকে ৪৩ টন চোরাই কয়লা আটক করেছে পুলিশ এবং সিআইএসএফ। চার জন গ্রেফতারও হয়েছে। পুলিশ জানায়, বনজেমাহারির কয়লা পরিবহণের সময় এক দল লোক ডাম্পার থেকে নিয়মিত কয়লা নামিয়ে পাচারের জন্য জড়ো করে রাখছিল।

কুয়োয় যুবক
আসানসোল দক্ষিণ থানার বরাচক এলাকার পরিত্যক্ত একটি কুয়োতে রবিবার পড়ে যান এক যুবক। প্রথমে ওই যুবককে উদ্ধারের চেষ্টা করেন বাসিন্দারা। কিন্তু আবর্জনা থাকায় সফল হননি তাঁরা। ঘটনাস্থলে যান আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। পুরসভার সাফাইকর্মীদের নিয়ে আবর্জনা তোলা হয়। বিকেল নাগাদ আবর্জনা তোলা শেষ হয়। কিন্তু রাত পর্যন্ত ওই যুবককে উদ্ধার করা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.