সুবোধ কাপের ফাইনালে সেন্টার অব ইয়ং সোসাইটি ১-০ গোলে হারাল পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে। রবিবার বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এ দিন ম্যাচে অন্যতম আকর্ষণ ছিল পুলিশ সুপার হুমায়ুন কবীরের পুলিশ দলের অধিনায়ক হিসেবে খেলতে নামা। মিনিট দশেক মাঠে ছিলেন তিনি। এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠীনে মদনবাবু বলেন, “কলকাতার মানুষের কাছে ফুটবল এখনও বড় আকর্ষণ। আমরা ভবিষ্যতে রোনাল্ডোর মতো তারকাদের এনে নানা ধরনের ম্যাচের ব্যবস্থা করব।” পাশাপাশি তিনি বলেন, “কলকাতার মানুষকে যাতে ফের হকির দিকে আকর্ষণ করা যায়, সে জন্য আমরা ভারত-পাকিস্তান হকি সিরিজ আয়োজনের চেষ্টা করছি।” এ ছাড়াও টেবল টেনিস, ব্যাডমিন্টন, এমনকী নাদালের মত টেনিস তারকাকে কলকাতায় এনে টেনিস প্রতিযোগিতার চেষ্টা করা হবে বলে তিনি জানান। বর্ধমানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ার ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। জেলা ক্রীড়া সংস্থাকে খেলাধুলার উন্নতিতে দু’লক্ষ টাকা দিয়েছেন মন্ত্রী। জেলার প্রাক্তন ফুটবলার উদয়চাঁজ মল্লিকের কলকাতা মেডিক্যাল কলেজে ন্যূনতম খরচে চিকিৎসার ব্যবস্থারও আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী। এ দিন মাঠে উপস্থিত ছিলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা, বিধায়ক স্বপন দেবনাথ, উজ্জ্বল প্রামানিক, সাহানেওয়াজ হোসেন-সহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা।
|