স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন দিতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে গলসির ভুঁড়ি পঞ্চায়েতের দ্বিজপদ হাইস্কুলে।
কংগ্রেসের ব্লক সভাপতি সিরাজুল মণ্ডলের অভিযোগ, ওই দিন ছিল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার দিন। সকালে তাঁদের তিন প্রার্থী স্কুলে উপস্থিত হন। সঙ্গে ছিলেন দলের নেতারা। কিন্তু তৃণমূলের স্থানীয় নেতা বাসুদেব চৌধুরীর নেতৃত্বে এক দল কর্মী-সমর্থক তাঁদের প্রার্থী ও দলের নেতাদের মারধর করে তাড়িয়ে দেন বলে অভিযোগ সিরাজুলের। আরও অভিযোগ, তিন প্রার্থীকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। পরে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় পার হয়ে গেলে তিন জনকে তাঁদের আত্মীয়দের বাড়িতে পৌছে দেওয়া হয়। তবে তৃণমূল ও পুলিশের তরফে প্রার্থীদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
সিরাজুলের অভিযোগ, পুলিশ সময় মতো না পৌঁছলে তাঁদের অনেকেই তৃণমূলের আক্রমণে গুরুতর জখম হতেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, প্রার্থীদের খোঁজার ব্যাপারে গুরুত্ব দেয়নি। তারই জেরে তাঁদের তিন জন স্কুলভোটে প্রার্থী হতে পারলেন না বলে তাঁর দাবি। গলসি থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
তৃণমূলের স্থানীয় নেতা বাসুদেব চৌধুরীর অবশ্য পাল্টা দাবি, “কংগ্রেস তিন জনকে নিয়ে স্কুলে মনোনয়ন পত্র তুলতে আসার মিথ্যা গল্প ফেঁদেছে। ওদের ওখানে কোনও সংগঠন নেই। ফর্মে সই করলে তাঁর মেয়েকে স্কুলে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে, এমন ভুল বুঝিয়ে ওরা মাত্র এক জনকে রাজি করিয়ে মনোনয়ন তুলতে এসেছিল। তিনি পুলিশের কাছে মুচলেকার আকারে সে কথা জানিয়েছেন। এ কথা জানতে পেরেই আমাদের সমর্থকেরা ক্ষিপ্ত হন।” গলসি থানার তরফে জানানো হয়, তৃণমূলের কিছু লোকজন কংগ্রেসের লোকেদের মনোনয়ন জমা দিতে দেয়নি, এই ঘটনা সত্য। তবে প্রার্থীদের অপহরণের অভিযোগ ঠিক নয়। ভুল বুঝিয়ে প্রার্থী করার চেষ্টা হয়েছিল বলে এক জন মুচলেকা দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে। |