টুকরো খবর
সৌর কলঙ্ক ধরা পড়ল উপগ্রহ চিত্রে
নাসার ‘সোলার ডায়নামিক অবজারভেটরি’ বা এসডিও উপগ্রহ চিত্রে একটা বড় সৌর কলঙ্ক ধরা পড়ল। এআর১৩৩৯ নামে এই সৌর কলঙ্কটি লম্বায় ৮০ হাজার কিমি ও চওড়ায় ৪০ হাজার কিমি। এটি পৃথিবীর আয়তনের তুলনায় প্রায় আট গুণ বড় বলে দাবি নাসার বিজ্ঞানীদের। তবে পৃথিবীর উল্টো দিকে থাকায় সৌরকলঙ্কটিকে সামনের সপ্তাহের আগে পৃথিবী থেকে দেখা যাবে না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু যখন পৃথিবীর দিকে এই সৌর কলঙ্কের মুখ আসবে তখন কলঙ্কের পাশ থেকে সৌর শিখা ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা। সূর্যের উপরিভাগে উচ্চ চুম্বকীয় কার্যক্ষমতা বাড়লে সেই অঞ্চলের তাপমাত্রা বাইরে যেতে পারে না। ফলে দূর থেকে অঞ্চলটিকে কালো দেখায়। একেই সৌর কলঙ্ক বলে। কখনও কখনও এই সৌর কলঙ্কের চারপাশ থেকে হঠাৎই অতি উজ্জ্বল ছটা দেখতে পাওয়া যায়। এ সময়ে সূর্য থেকে অসংখ্য উচ্চ শক্তির কণা বের হয়। যাকে সৌর শিখা বলে। এর পরিমাণের উপরেই নির্ভর করে পৃথিবীতে তার প্রভাব পড়বে কি না। বিজ্ঞানীদের দাবি, এ বারে মধ্যম মানের সৌর শিখার দেখার সম্ভাবনা সব চেয়ে বেশি।

সংঘর্ষে হত ১৫০
নাইজিরিয়ায় গোষ্ঠী সংঘর্ষে মারা গেলেন ১৫০ জন। গত শুক্রবার উত্তর-পূর্ব নাইজিরিয়ার ডামাটুরু শহরে শরিয়তি আইন প্রণয়নের দাবিতে পুলিশের সঙ্গে চরমপন্থীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা শহরের থানা, বিভিন্ন ধর্মীয় স্থান লক্ষ করে বোমা ছোড়ে। বোমা, গুলিতে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে নিরাপত্তা সংস্থার দাবি, প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছে ওই দাঙ্গায়। এক বিক্ষোভকারী নেতার কথায়, “সাধারণ মানুষের উপর পুলিশি অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবেই।”

মুশারফকে জুতো ছোড়ার চেষ্টা
একই বছরে এই নিয়ে দ্বিতীয়বার। আর ঘটনাস্থলও সেই লন্ডন। ফের পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের বক্তৃতার সময়ে দর্শকাসন থেকে তাঁকে লক্ষ করে জুতো ছোড়ার চেষ্টা হল। তবে কোনও বারই তাঁর গায়ে লাগেনি সেই জুতো। লন্ডনের ৫০ কিলোমিটার উত্তরে লিউটন শহরে এক দল কাশ্মীরির সামনে বক্তৃতা দিচ্ছিলেন মুশারফ। তখনই দর্শকের মাঝখান থেকে তাঁর দিকে জুতো খুলে ছোড়ার চেষ্টা করে এক যুবক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.