l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• ফের মহাকাশে পাড়ি দিলেন সুনীতা উইলিয়ামস
• প্রবল বর্ষণে ধস কার্শিয়াঙে
• গোঘাটে আক্রান্ত সিপিআইএম নেতা
বিস্তারিত...
বর্ষাকালের বৈশিষ্ঠ্য— বাঙালির পাতে খিচুড়ি ও বাজারের থলিতে নানাবিধ মাছ। এই চেনা পরিস্থিতি সুস্বাদু করতে মাঝমাসের হাওয়াবদল নিয়ে এসেছে ভিন্ন ভিন্ন স্বাদের খিচুড়ি ও মাছের পদ। সঙ্গে অবশ্যই খবরের পুঁটুলি আর আপনাদের চিঠি।
আনসারিই প্রার্থী, সময় নেওয়ার কৌশল মমতার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
তৃণমূলের প্রস্তাব খারিজ করে উপরাষ্ট্রপতি নির্বাচনে হামিদ আনসারিকেই প্রার্থী হিসেবে বেছে নিলেন ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গাঁধী। আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ইউপিএ-র বৈঠকে তৃণমূলের তরফে গোপালকৃষ্ণ গাঁধী এবং কৃষ্ণা বসুর নাম প্রস্তাব করেন রেলমন্ত্রী মুকুল রায়। বলেন, এঁরা দু’জনেই যোগ্য ব্যক্তি। এঁদের নামও ভেবে দেখা হোক। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। তার আগে আনসারির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চেয়ে তাঁকে ফের ফোন করেন মনমোহন সিংহ। তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রীকে বলেন, এ ব্যাপারে তৃণমূল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দু’তিন দিনের মধ্যেই তাঁরা নিজেদের অবস্থান জানিয়ে দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান কী হবে, সেটাও এখনও স্পষ্ট করেননি মমতা।
বিস্তারিত...
একশো দিনের কাজে ক্ষুব্ধ মনমোহন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
যে একশো দিনের কাজের সাফল্যে ভর করে ২০০৯ সালে জিতেছিল কংগ্রেস, এখন সেই প্রকল্পে নজরদারির গলদ ও দুর্নীতির কথা মেনে নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ স্বয়ং। আজ তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন যে প্রকল্প শেষ হলে এবং সার্বিক ভাবে বছর শেষে কাজের মূল্যায়ন হয়, তা এই দুর্নীতি এবং অপচয় আটকাতে যথেষ্ট নয়। তাই কাজ চলাকালীনই মূল্যায়ন তথা নজরদারির ব্যবস্থা করতে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়াকে দায়িত্ব দিয়েছেন মনমোহন। যাতে প্রকল্পের কোথায় কী ফাঁকফোকর আর ঘাটতি রয়েছে, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া যায়। বস্তুত, একশো দিনের কাজে যে দুর্নীতি হচ্ছে, সেটা আজই প্রথম মেনে নিলেন সরকারের শীর্ষ নেতৃত্ব। গত বারের ঘোড়া যে এ বার ঠিকমতো ছুটছে না, তার মধ্যে বেশ কিছু খামতি রয়েছে, আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশকে পাশে নিয়ে এই সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করতে গিয়ে সেটা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর
কেন্দ্রের অধীনে অডিট চান পঞ্চায়েতমন্ত্রী
‘আমার মুখ ঢাকার দরকার নেই’,
অপরাধীদের শাস্তি চান নিগৃহীতা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
লজ্জায় মুখ ঢাকতে চাইছেন না তিনি। বরং চাইছেন, গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে গোটা ঘটনার প্রতিবাদ করতে। এখন তাঁর একটাই আর্জি, অপরাধীদের শাস্তি হোক। সে জন্য প্রকাশ্যে আসতেও দ্বিধা নেই তাঁর। গুয়াহাটিতে নিগৃহীতা তরুণী আজ স্পষ্ট ভাবেই তাঁর এই মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। ঘটনার পাঁচ দিন পরে নড়ে বসেছে রাজ্য প্রশাসনও। আগেই এই ঘটনায় অভিযুক্ত ১১ জনের মধ্যে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এ দিন এক সন্দেহভাজনকে বিজনি থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এই ঘটনার সঙ্গে জড়িত সাংবাদিকও রাতে জানিয়েছেন, ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ চাকরিতে ইস্তফা দিচ্ছেন তিনি। গত সোমবার সন্ধ্যায় ক্যামেরার সামনে আধ ঘণ্টা ধরে ২৫-৩০ জনের হাতে নিগৃহীতা হওয়ার পরেও মনের জোর হারাননি ওই তরুণী।
বিস্তারিত...
বিশ্বভারতীতে ‘আলাউদ্দিন কেন্দ্র’
চেয়ে হতাশ অন্নপূর্ণা
রানা সেনগুপ্ত • কলকাতা
মাইহার ব্যান্ড থেমে গিয়েছে কবেই। ‘বাবা’ চলে গিয়েছেন। বাবা আলাউদ্দিন খাঁয়ের নামে বিশ্বভারতীতে সঙ্গীতকেন্দ্র হোক সাধ ছিল মেয়ে অন্নপূর্ণার। বিশ্বভারতী সম্মতও হয়েছিল। তার পরে দশক পেরিয়ে গিয়েছে। সাধ মেটেনি। “...আমার বাবা এক সময়ে বিশ্বভারতীতে সঙ্গীত শিক্ষা দিয়েছেন। তিনি গুরুদেব রবীন্দ্রনাথের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের প্রয়াণের আগে বা পরে তিনি অনেক বারই বিশ্বভারতীতে গিয়ে থেকেছেন। কবিগুরু তাঁর বাজনা শুনতে ভালবাসতেন।” ১৯৯৮ সালে তৎকালীন উপাচার্য সুজিত বসুকে চিঠিতে লিখেছিলেন অন্নপূর্ণা। শুধু তাঁর ইচ্ছের কথা জানানোই নয়। ওই বছরেরই ৮ জুলাই ‘সিড মানি’ হিসেবে ৫০ হাজার টাকার ব্যাঙ্ক ড্রাফটও (নম্বর ০১৬৯৭৩, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতা পরিষেবা শাখা) দেন।
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রযুক্তি
‘বন্ধু’ হ্যাকারদের সহজ
শিকার কিশোরীরাই
বিনোদন
‘বন্ধু’ রণবীরে ‘স্বচ্ছন্দ’
দীপিকা, গুঞ্জন তুঙ্গে
সুটিয়ায় রাতপাহারা দেবে তৃণমূল, ঘোষণা মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা ও কলকাতা
গাইঘাটার সুটিয়ায় দুষ্কৃতীদের আনাগোনা ঠেকাতে ওই এলাকায় লাঠিসোঁটা নিয়ে রাতপাহারায় নামবে তৃণমূল। শনিবার সুটিয়া-বারাসত পল্লি উন্নয়ন বিদ্যাপীঠের মাঠে সুটিয়া গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সভায় এ কথা ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সঙ্গে সিপিএমের নাম না করে তাঁর কটাক্ষ, “সুটিয়া গণধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালি কোন রাজনৈতিক দলের আশ্রয়ে ছিল তা বলতে চাই না। ওই দলকে পঞ্চায়েত নির্বাচনে নিশ্চিহ্ন করে দিন।” পক্ষান্তরে, কলকাতায় বরুণবাবুর কর্মস্থল মিত্র ইনস্টিটিউশন (মেন) স্কুল চত্বরে শিক্ষক সংগঠন এবিটিএ আয়োজিত এক শোকসভায় রাজ্যের প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী তথা সিপিএম নেতা পার্থ দে-র মন্তব্য, “সমাজবিরোধীরা রাজনীতি পরিচালনা করছে। তাদের মদত দিচ্ছে কিছু রাজনীতিক। বরুণবাবুর হত্যাকারীরাও তাঁদের প্রশ্রয় পাচ্ছে।”
বিস্তারিত...
ডিস্কো থেকে নেট, জাল পাতে ‘অন্য নেশা’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
গত বছরের হিট বলিউডি ছবি ‘দম মারো দম’-এর গানটার দু’লাইন মনে আছে? “কেয়া হ্যায় পসন্দ কহো আপ কি? টোপি হ্যায় পেয়ারে হর নাপ কি...” অর্থাৎ, যেমন নেশা চাই, এখানে মিলবে ঠিক তেমনই। গোয়ার সমুদ্রসৈকত লাগোয়া কোনও ‘রেভ পার্টি’র কথা হচ্ছে না। বরং গত পাঁচ-ছ’বছর প্রায় ওই ধরনেরই ছোটখাটো ‘রেভ পার্টি’ রমরমিয়ে চলছে কলকাতা ও তার আশপাশে। কোকেন-চরস-হ্যাশ থেকে শুরু করে ‘চিকস্’ (মহিলা) কী নেই সেখানে? গত ৩০ জুন থেকে এ পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত থেকে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে ধরা হয়েছে সাত জনকে। তাদের জেরা করেই ‘রেভ পার্টি’ আয়োজনের পন্থা, অন্দরের গপ্পো ধীরে ধীরে সব কিছুরই খুঁটিনাটি তথ্য পাচ্ছেন কলকাতা পুলিশের নার্কোটিকস শাখার অফিসারেরা। ডিসি ডিডি (স্পেশ্যাল) মুরলিধর শর্মা শনিবার বলেন, “ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে এই ঘটনায় আর কে কে জড়িত।”
বিস্তারিত...
হাসপাতালে দাপাচ্ছে প্রাণঘাতী সংক্রমণ
সোমা মুখোপাধ্যায় • কলকাতা
আর্থোস্কোপি করতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৈত্রেয়ী দত্তরায়। অপারেশনের তিন দিন পরে বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু চব্বিশ ঘণ্টা না-কাটতেই বিপত্তি! বুকে ব্যথা, শরীরজোড়া অস্বস্তি, প্রবল ঘাম। ফের ভর্তি করা হল সল্টলেকেরই আর এক হাসপাতালে। ডাক্তারেরা জানালেন, মৈত্রেয়ীদেবী সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। অর্থাৎ, রক্ত বিষিয়ে গিয়েছে! সপ্তাহ তিনেক সেখানে লড়াই করার পরে তিনি মারা যান। ডেথ সার্টিফিকেটে ‘অস্ত্রোপচার-পরবর্তী সংক্রমণ’-এর কথা লেখা হয়েছে। মৈত্রেয়ীদেবীর ঘটনা দৃষ্টান্ত মাত্র। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এমনটি আকছার ঘটছে। হার্ট অপারেশনের জন্য বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সোমক মুখোপাধ্যায়। অস্ত্রোপচার সফল হলেও সংক্রমণ তাঁর প্রাণ কেড়েছে। সল্টলেকের এক হাসপাতালে হাঁটু বদলের দিন পাঁচেক পরে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন শোভারানি পাল।
বিস্তারিত...
ঘেরাওয়ে অসুস্থ অধ্যক্ষ চিকিৎসা
করাতে কলকাতায়
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
প্রায় ৭ ঘণ্টা ঘেরাও হওয়ার পরে অসুস্থ হয়ে পড়া ইসলামপুর কলেজের অধ্যক্ষ উতত্থ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হল। শনিবার রাতের ট্রেনে ইসলামপুর থেকে উতত্থবাবুকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন তাঁর স্ত্রী চন্দনাদেবী। কলেজ কর্তৃপক্ষ ও মহকুমা প্রশাসনও ওই ঘটনায় উদ্বিগ্ন। ইসলামপুরের মহকুমাশাসক শুভাশিস ঘোষ বলেন, “আমাদের তরফে পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে। সবরকম সাহায্য করা হচ্ছে।” চন্দনাদেবী জানান, উতত্থবাবু দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন। তাঁর অভিযোগ, “শুক্রবার দুপুর থেকে ওঁকে অফিস ঘরে আটকে লাইট, ফ্যান বন্ধ করে দেওয়া হয়। ৭ ঘণ্টা ওই ভাবে থাকার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।”
বিস্তারিত...
দুই শরিকের কাজিয়া এ বার নামছে ‘রাস্তা’য়
সঞ্জয় সিংহ • কলকাতা
আক্ষরিক অর্থেই রাস্তার কাজিয়া! এ বার সড়ক নিয়ে শরিকি-লড়াই নামতে চলেছে রাস্তায়!উত্তরবঙ্গ সফরে গিয়ে ডুয়ার্সের পথে জাতীয় সড়কের (৩১ডি) বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। ইতিমধ্যে শিলিগুড়িতে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেও পড়েছে তৃণমূল। এ বার পাল্টা ‘হুমকি’ দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার তৃণমূলকে ‘হুঁশিয়ারি’ দিয়ে বলছেন, “জাতীয় সড়ক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন হবে, তা-ই হবে রাজ্যের পূর্ত দফতরের সামনেও!”
বিস্তারিত...
কলকাতা
এগারো বছর পর
পরোয়ানা দুই
পুলিশের নামে
রাজ্য
হঠাৎ বিদ্যুৎ এল ওভারহেড তারে, ব্যান্ডেলে জখম ২
অবশেষে রাজ্য কমিটির
বৈঠকে হাজির রেজ্জাক
দেশ
মমতা প্রার্থী না দিলে
নিজেই লড়বে বিজেপি
নতুন সংসদ ভবন
গড়তে উদ্যোগী মীরা
বিদেশ
গানের গুঁতোয়
‘কান’ হারিয়ে মামলা
গায়কের বিরুদ্ধে
ব্যবসা
নেট দুনিয়ায় হাঁটার
বিকল্প প্রযুক্তি
আনছে আইবিএম
বকেয়া বেতন
দাবি, কিংফিশারের
পাইলটরা ধর্মঘটে
খেলা
সোনার হ্যাটট্রিকের স্বপ্ন দেখছেন সুশীলদের গুরু
অলিম্পিককে স্মরণীয়
করে রাখতে চান
সৌম্যজিৎ-অঙ্কিতা
স্বাস্থ্য
গর্ভধাত্রী মা নিয়ন্ত্রণে
আইন চায় কেন্দ্র
জীবজগত্
পরিযায়ীর ভ্রমণে হাল
ধরতে ‘চুম্বক কোষ’
সম্পাদকীয়
এই সময়ের শব্দতলায়
খেলার ছলে
জেলা
উত্তরবঙ্গ
চালকল শ্রমিক খুন
দক্ষিণবঙ্গ
সামনে আসছে গুড়াপের হোমের আরও কেলেঙ্কারি
বর্ধমান
ধর্ষণ করে খুন,
অভিযোগে ধৃত
পুরুলিয়া
‘নির্যাতন’ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত
রিপোর্ট জমা বিশ্বভারতীতে
মেদিনীপুর
নেতাইয়ের রাস্তা নিয়ে
প্রশ্নে ‘হোঁচট’ পূর্তমন্ত্রীর
কলকাতা
৩৩.৩/২৭.৪
আজকের দিনে
• জাতীয় আইসক্রিম দিবস।
•
১৯৬১:
মার্কিন অভিনেতা, প্রযোজক ও নির্দেশক ফরেস্ট হুইটেকারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.