টুকরো খবর |
নেতাইয়ের রাস্তা নিয়ে প্রশ্নে ‘হোঁচট’ পূর্তমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বার বার মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও বর্ষার আগে লালগড়ের নেতাই গ্রামের সেই রাস্তার কাজ শুরুই হল না। গত ১৫ অক্টোবর জঙ্গলমহল সফরে এসে ৬ কিমি দৈর্ঘ্যের ওই রাস্তা পাকা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পর গত ২৪ এপ্রিল লালগড়ে এক সরকারি জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রতিশ্রুতি মতোই কাজ চলছে। কিন্তু মঞ্চে উপস্থিত নেতাইয়ের তরুণী জনতা আদক মুখ্যমন্ত্রীকে জানান, রাস্তার কাজ শুরুই হয়নি। তখন ফের তাড়াতাড়ি ওই কাজ শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার পরে আড়াই মাস কেটে গেলেও কাজ এগোয়নি। শনিবার ঝাড়গ্রামে পূর্ত-দফতরের বিভিন্ন কাজ পরিদর্শনে এসে বিভাগীয় মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমে জানান, নেতাইয়ের রাস্তার কাজ চলছে। পরে ভুল শুধরে মন্ত্রী বলেন, “কিছু ক্ষেত্রে সামান্য বিলম্ব হচ্ছে। কাজের প্রক্রিয়া চলছে।’’ প্রশাসনিক সূত্রের খবর, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই রাস্তাটির অন্তর্ভুক্তি নিয়ে প্রথমে কিছুটা সময় যায়। কেবলমাত্র একটি ঠিকাদারি সংস্থা দরপত্র জমা দেওয়াতেও সমস্যা হয়। পরে রাজ্য সরকার তার অধীনস্থ একটি সংস্থাকে সরাসরি কাজের বরাত দেয়। মাত্র গত বৃহস্পতিবার সংস্থার প্রতিনিধিরা পরিদর্শন করে গিয়েছেন। সুদর্শনবাবুর অবশ্য দাবি, “মুখ্যমন্ত্রী ঘোষিত জঙ্গলমহলের স্পেশাল প্যাকেজের কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টাস্ক ফোর্স গঠন করে প্রতিটি কাজের মনিটরিংও করা হবে।” ঝাড়গ্রামে রাজ কলেজের মহিলা-বিভাগের ভবন তৈরির জন্য চিহ্নিত জায়গা এবং স্টেডিয়ামের সম্প্রসারণ-কাজ পরিদর্শন করেন মন্ত্রী। সুদর্শনবাবু জানান, আগামী ১২ জানুয়ারি স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
|
জামিনের নথি আসেনি, লক্ষ্মণ এখনও জেলে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হাইকোর্ট শুক্রবার জামিন মঞ্জুর করলেও আরও তিন-চার দিন জেলেই কাটাতে হবে লক্ষ্মণ শেঠকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের নথির জন্য শুক্রবারই আবেদন করা হলেও লক্ষ্মণবাবুর আইনজীবীরা এখনও সে-সব হাতে পাননি। সোমবার হাইকোর্ট খুললে নথি পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। তার পরে সেই নথি নিয়ে হলদিয়া এসিজেএম আদালতে (নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের মামলা চলছে যেখানে) আবেদন করতে হবে। এসিজেএম আদালতেই জামিননামা দাখিল করতে হবে। সেই জামিননামা গ্রহণ করে এসিজেএম যে নির্দেশ দেবেন, তা নিয়ে জমা দিতে হবে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। গত ২৬ জুন থেকে আলিপুরেই বন্দি রয়েছেন প্রাক্তন সিপিএম সাংসদ। সব প্রক্রিয়া মিটিয়ে জেল থেকে তাঁকে বার করে আনতে মঙ্গলবার হয়ে যাবে বলেই মনে করছেন আইনজীবী ও পরিজনেরা।লক্ষ্মণ-জায়া মালিকাদেবী বলেন, “মঙ্গলবারের আগে ওঁর জেল থেকে বেরোনো বোধহয় সম্ভব হবে না।” তার আগে সোমবারই হলদিয়া আদালতে নিয়মমাফিক হাজিরার দিন রয়েছে নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জেলবন্দি ১২ জনের। সে দিন জেল থেকেই লক্ষ্মণবাবুকে ফের আদালতে হাজির করার কথা বলে জানিয়েছেন তাঁর আইনজীবী বিমল মাজি।
|
বৃদ্ধের বিকারের শিকার এক ছাত্রী |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক সত্তরোর্ধ্ব বৃদ্ধের বিকারের শিকার হল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। পূর্ব মেদিনীপুরের কাঁথি-১ ব্লকের মহিষগোট গ্রাম পঞ্চায়েতের শাহাজাদপুর গ্রামের ছাত্রীটি শুক্রবার দুপুরে স্কুল থেকে একাই বাড়ি ফিরছিল। পথে চকোলেট-চানাচুরের পরিচিত দোকানদার হরিপদ জানা মেয়েটিকে নিজের দোকানে ডাকে। ওই দোকানদারকে ‘দাদু’ বলেই সম্বোধনে অভ্যস্ত মেয়েটি এগিয়ে গেলে চকোলেট দেওয়ার নাম করে বৃদ্ধ তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। তার পরেই দোকানের ঝাঁপ ফেলে নাতনিসমা মেয়েটির উপরে বিকৃত যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ। পরে গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন দোকানে চড়াও হয়। মেয়েটিকে উদ্ধার করার পর সব জেনে বৃদ্ধকে উত্তমমধ্যম দেয় জনতা। দোকানেও ভাঙচুর চালায়। পুলিশ এসে হরিপদকে গ্রেফতার করে। মেয়েটিরও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা হয়। শনিবার কাঁথি আদালত অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেল-হেফাজতে পাঠিয়েছে। |
|