জুলাই ২০১২


এই সংখ্যায় ‘খামখেয়ালি পাহাড়’
পাহাড়ি পথের প্রতি বাঁকেই রহস্য লুকিয়ে আছে। কী দৃশ্য অপেক্ষা করছে সে বাঁকের ও-পাশে তা সবসময়েই থাকে অজানা। এমনকী মনোরম সেই অপেক্ষা অনেক সময়েই ঢাকা পড়ে যায় মেঘ বা কুয়াশার আড়ালে। স্বচ্ছ প্রকৃতি এই কাচের মতো, তো পর মুহূর্তেই ডুবে গেল ধোঁয়াটে চাদরের তলায়। কখনও সে আচ্ছাদন আবার বরফেরও। কাজেই এক কথায় যে কোনও পাহাড়ি অঞ্চলকে ‘আনপ্রেডিক্টেবল’ আখ্যা দেওয়াই যায়। আমাদের রাজ্য, দেশ বা তার গণ্ডি ছাড়িয়ে বিদেশের পাহাড়ি দৃশ্যপটও এই নিয়মের বাইরে নয়। প্রাকৃতিক এই খামখেয়ালিপনার সঙ্গে ওই এলাকার নিজস্ব-কথন নিয়ে এ সংখ্যায় তিন পাহাড়ি-গল্প।


আপনার কলমে


কমিউনিটি ট্যুরিজমের
অন্য নাম চুইখিম
লেপচাদের নতুন বসতি— চুইখিম। এখানে গড়ে উঠেছে কমিউনিটি ট্যুরিজম। পাহাড়ি এই গ্রামে পাকা শৌচাগার নির্মাণ, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা এবং গ্রামবাসীদের ঘরে পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামে নিষিদ্ধ হয়েছে মদ্যপান। এ ব্যাপারে যদিও গ্রামের মেয়েরাই প্রধান উদ্যোগী। এমনই এক স্বর্গরাজ্য ঘুরে এলেন বিস্তারিত...

উত্তরাখণ্ডের পথে পথে এখানকার প্রতিটা পাহাড়ের খাঁজে মহাভারতের বিভিন্ন ঘটনা ও চরিত্ররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাহাড়ি প্রাকৃতিক চমক আর পুরাণ আশ্রিত লোককথা— এ দুয়ে মিলে এই রাজ্যের অমোঘ টান উপেক্ষা করা খুবই কঠিন। হরিদ্বার থেকে যাত্রা শুরু করে সে সবকে চাক্ষুষ করে পুরাণের ঢঙেই উত্তরাখণ্ডের পাহাড়ি গল্প লিখতে কলম ধরলেন বিস্তারিত...

অবিস্মরণীয়
কানাডিয়ান রকিজ
লেক লুইস যাওয়ার রাস্তার দু’ধারে ঘন জঙ্গল। চারিদিক খুব শান্ত। মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টি মাথায় করে সেখানে পৌঁছে দেখা গেল পাহাড়ের কোলে, বরফের চাদরের নীচে সে তখনও ঘুমিয়ে। মেঘ ও কুয়াশায় ঘিরে থাকায় তাকে আরও স্বপ্নময়ী লাগছে। পর্যটকেরা সবাই ক্যামেরা হাতে, যদি সূর্যদেবের কৃপা হয়! এমনই অভিজ্ঞতার গল্প শোনালেন বিস্তারিত...


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্য রকম গল্প।
এই সংখ্যায়
প্রসেনজিত্ দাসের ক্যামেরায় অরুণাচল প্রদেশের-এর গল্প।

মাঝ-মাসের সংযোজন
খিচুড়িরও ভিন্ন ভিন্ন রূপ, রান্নার রকম ফেরে স্বাদও তার নানা রকমের। খাদ্যরসিকরা স্বীকার করেন খিচুড়ির স্বাদ খোলে একমাত্র বর্ষাকালে। তাই আপনার রান্নাঘর
এ বার খিচুড়ি আর নানা রকম মাছে জমে উঠুক। বর্ষায় স্বাদবদল ঘটুক জিভে জল আনা মাছেদের বিভিন্ন পদে। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল

ফের প্রকাশিত হল...
 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন
haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 

এ যাবৎ ২০১২
জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন
বিদেশ বিভুঁই
নরওয়ে, প্যারিস,
সান ফ্রান্সিসকো
উত্তরবঙ্গে ট্রেকিং
টাইগার রিজার্ভ প্রজেক্ট,
অ্যাডভেঞ্চার ক্যাম্প
দ্বীপ রাজ্য
স্প্লিট শহর, আন্দামান,
লেমন আইল্যান্ড
কাজের ফাঁকে
আমস্টারডামের টিউলিপের বাগান,
সেন্ট লুইস শহরের
গেটওয়ে আর্চ
পাহাড়ের টানে
কুমায়ুন জঙ্গলের সুন্দরডুঙ্গা,
তুষার তীর্থ— অমরনাথ যাত্রা
মেলা-সমাগম
মালয়েশিয়া, মালাক্কা ও
পুরুলিয়ার ভিন্ন ধরনের ‘মেলা’

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজার এ বারের সংখ্যা সংবাদের হাওয়াবদল স্বাদবদল চিঠি পুরনো সংস্করণ