পাহাড়ি পথের প্রতি বাঁকেই রহস্য লুকিয়ে আছে। কী দৃশ্য অপেক্ষা করছে সে বাঁকের ও-পাশে তা সবসময়েই থাকে অজানা। এমনকী মনোরম সেই অপেক্ষা অনেক সময়েই ঢাকা পড়ে যায় মেঘ বা কুয়াশার আড়ালে। স্বচ্ছ প্রকৃতি এই কাচের মতো, তো পর মুহূর্তেই ডুবে গেল ধোঁয়াটে চাদরের তলায়। কখনও সে আচ্ছাদন আবার বরফেরও। কাজেই এক কথায় যে কোনও পাহাড়ি অঞ্চলকে ‘আনপ্রেডিক্টেবল’ আখ্যা দেওয়াই যায়। আমাদের রাজ্য, দেশ বা তার গণ্ডি ছাড়িয়ে বিদেশের পাহাড়ি দৃশ্যপটও এই নিয়মের বাইরে নয়। প্রাকৃতিক এই খামখেয়ালিপনার সঙ্গে ওই এলাকার নিজস্ব-কথন নিয়ে এ সংখ্যায় তিন পাহাড়ি-গল্প।
লেপচাদের নতুন বসতি— চুইখিম। এখানে গড়ে উঠেছে কমিউনিটি ট্যুরিজম। পাহাড়ি এই গ্রামে পাকা শৌচাগার নির্মাণ, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা এবং গ্রামবাসীদের ঘরে পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামে নিষিদ্ধ হয়েছে মদ্যপান। এ ব্যাপারে যদিও গ্রামের মেয়েরাই প্রধান উদ্যোগী। এমনই এক স্বর্গরাজ্য ঘুরে এলেন চিন্ময় চক্রবর্তী।বিস্তারিত...
এখানকার প্রতিটা পাহাড়ের খাঁজে মহাভারতের বিভিন্ন ঘটনা ও চরিত্ররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পাহাড়ি প্রাকৃতিক চমক আর পুরাণ আশ্রিত লোককথা— এ দুয়ে মিলে এই রাজ্যের অমোঘ টান উপেক্ষা করা খুবই কঠিন। হরিদ্বার থেকে যাত্রা শুরু করে সে সবকে চাক্ষুষ করে পুরাণের ঢঙেই উত্তরাখণ্ডের পাহাড়ি গল্প লিখতে কলম ধরলেন ইন্দিরা মুখোপাধ্যায়। বিস্তারিত...
লেক লুইস যাওয়ার রাস্তার দু’ধারে ঘন জঙ্গল। চারিদিক খুব শান্ত। মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টি মাথায় করে সেখানে পৌঁছে দেখা গেল পাহাড়ের কোলে, বরফের চাদরের নীচে সে তখনও ঘুমিয়ে। মেঘ ও কুয়াশায় ঘিরে থাকায় তাকে আরও স্বপ্নময়ী লাগছে। পর্যটকেরা সবাই ক্যামেরা হাতে, যদি সূর্যদেবের কৃপা হয়! এমনই অভিজ্ঞতার গল্প শোনালেন সীমা মিত্র।বিস্তারিত...
খিচুড়িরও
ভিন্ন ভিন্ন রূপ, রান্নার রকম ফেরে স্বাদও তার নানা রকমের। খাদ্যরসিকরা স্বীকার করেন খিচুড়ির স্বাদ খোলে একমাত্র বর্ষাকালে। তাই আপনার রান্নাঘর এ বার
খিচুড়ি আর নানা রকম মাছে জমে উঠুক। বর্ষায় স্বাদবদল ঘটুক জিভে জল আনা মাছেদের বিভিন্ন পদে। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com