ব্যস্ত সময়। ব্যস্ত সবাই। তার মধ্যেই কেউ সপরিবারে ঘুরতে চলে যাচ্ছেন কয়েক দিনের ছুটি নিয়ে, নানা জায়গায়। আবার কেউ কেউ কাজের ফাঁকেই বা বলা যায় কাজ করতে করতেই দেখে নিচ্ছেন এ বিশ্বের অফুরন্ত সৌন্দর্য ভাণ্ডারের নানা সম্পদ। কাজের মাঝে ঘুরে বেড়ানোর এমন নজির পেশ করতেই এ সংখ্যায় কলম ধরলেন এমন দু’জন যাঁদের এক জন গিয়েছিলেন ‘ক্রিটিকাল অ্যাসাইনমেন্টে’, আর অন্য জন ‘আন্তর্জাতিক আলোচনাচক্রে’ যোগ দিতে। আর গুরুত্বপূর্ণ সে কাজের ফাঁকেই জুড়িয়ে নিলেন চোখ ও মন।
টিউলিপ মাত্র তিন মাসের জন্য ফোটে। এপ্রিল থেকে জুন। কিন্তু কী অমানুষিক পরিশ্রম করেন এঁরা প্রত্যেকটি টিউলিপকে বাঁচিয়ে রাখার জন্য! বোঝা গেল, কেন টিউলিপ এত দামি! পার্কে ঘুরে বেড়ানোর দৈহিক ক্নান্তিও যেন অবাক বিস্ময়ে টিউলিপের অনিন্দ্য সৌন্দর্যের কাছে হার মানে! নেদারল্যান্ডসের বিখ্যাত উইন্ডমিলের কিছু স্থাপত্য-নমুনা আমস্টারডামের এই টিউলিপ গার্ডেনে রয়েছে। অফিসের কাজে ভীষণ ব্যস্ততার ফাঁকেও সৌন্দর্যের খোঁজে বেরোলেন সন্দীপ সামন্ত।বিস্তারিত...
১৯৩৫ সালে মার্কিন সরকার প্রেসিডেন্ট জেফারসনের স্মারক নির্মাণের সিদ্ধান্ত নেয়; বেছে নেওয়া হয় সেন্ট লুইস শহরের মিসিসিপি নদীর পাড় সংলগ্ন এলাকা। ১৯৪৭ সালে দেশজুড়ে হয় এই স্মারকের নকশা তৈরির প্রতিযোগিতা। অনেক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাস্তুকার ইরো সারিনেনের পাঠানো নকশা, উল্টো ‘ক্যাটেনারি’র আকারে ‘আর্চ’ হয় বিজয়ী। প্রায় পৌনে শতক পর সেই ‘গেটওয়ে আর্চ’ ঘুরে ও দেখে আসলেন সৌমিত্র বিশ্বাস। বিস্তারিত...
চুটিয়ে গরম এখনও পড়েনি। তবে প্রায় রোজই পালা করে হচ্ছে কালবৈশাখী। আর তার দাপট থেকে আরাম পেতে আপনার রান্নাঘর-এ জমে উঠুক
নানা রকমের আইসক্রিম। বরফ-ঠান্ডার পাশে চকোলেট দিয়ে মুখে আসুক স্বাদবদল। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com