এপ্রিল ২০১২


এই সংখ্যায় ‘কাজের ফাঁকে’
ব্যস্ত সময়। ব্যস্ত সবাই। তার মধ্যেই কেউ সপরিবারে ঘুরতে চলে যাচ্ছেন কয়েক দিনের ছুটি নিয়ে, নানা জায়গায়। আবার কেউ কেউ কাজের ফাঁকেই বা বলা যায় কাজ করতে করতেই দেখে নিচ্ছেন এ বিশ্বের অফুরন্ত সৌন্দর্য ভাণ্ডারের নানা সম্পদ। কাজের মাঝে ঘুরে বেড়ানোর এমন নজির পেশ করতেই এ সংখ্যায় কলম ধরলেন এমন দু’জন যাঁদের এক জন গিয়েছিলেন ‘ক্রিটিকাল অ্যাসাইনমেন্টে’, আর অন্য জন ‘আন্তর্জাতিক আলোচনাচক্রে’ যোগ দিতে। আর গুরুত্বপূর্ণ সে কাজের ফাঁকেই জুড়িয়ে নিলেন চোখ ও মন।


আপনার কলমে


স্থাপত্যের বিহ্বলতা আর
টিউলিপ-এর সৌন্দর্য
টিউলিপ মাত্র তিন মাসের জন্য ফোটে। এপ্রিল থেকে জুন। কিন্তু কী অমানুষিক পরিশ্রম করেন এঁরা প্রত্যেকটি টিউলিপকে বাঁচিয়ে রাখার জন্য! বোঝা গেল, কেন টিউলিপ এত দামি! পার্কে ঘুরে বেড়ানোর দৈহিক ক্নান্তিও যেন অবাক বিস্ময়ে টিউলিপের অনিন্দ্য সৌন্দর্যের কাছে হার মানে! নেদারল্যান্ডসের বিখ্যাত উইন্ডমিলের কিছু স্থাপত্য-নমুনা আমস্টারডামের এই টিউলিপ গার্ডেনে রয়েছে। অফিসের কাজে ভীষণ ব্যস্ততার ফাঁকেও সৌন্দর্যের খোঁজে বেরোলেন সন্দীপ সামন্ত

‘গেটওয়ে আর্চ’,
প্রকৌশলীর অন্যতম সৃষ্টি
১৯৩৫ সালে মার্কিন সরকার প্রেসিডেন্ট জেফারসনের স্মারক নির্মাণের সিদ্ধান্ত নেয়; বেছে নেওয়া হয় সেন্ট লুইস শহরের মিসিসিপি নদীর পাড় সংলগ্ন এলাকা। ১৯৪৭ সালে দেশজুড়ে হয় এই স্মারকের নকশা তৈরির প্রতিযোগিতা। অনেক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাস্তুকার ইরো সারিনেনের পাঠানো নকশা, উল্টো ‘ক্যাটেনারি’র আকারে ‘আর্চ’ হয় বিজয়ী। প্রায় পৌনে শতক পর সেই ‘গেটওয়ে আর্চ’ ঘুরে ও দেখে আসলেন সৌমিত্র বিশ্বাস


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্য রকম গল্প।
এই সংখ্যায়
অমিতাভ ঘোষ-এর ক্যামেরায় কাশ্মীর-এর গল্প।

মাঝ-মাসের সংযোজন
মনের ঘুড়ি উড়িয়ে বেরিয়ে পড়া গেল ভিন আকাশের উদ্দেশে। চোখ-মন নতুন দেশের রঙে ভরে উঠল। বেড়ানোর সঙ্গে খাওয়ার সম্পর্ক যে হেতু বেশ মধুর, তাই ঘুরতে গিয়ে খাদ্য-খাজানার খোঁজও চলল। প্রতি জায়গায় খাবারের সম্ভার নানা ভাবে, নানা আঙ্গিকে পরিপাটি করে সাজানো। পানীয়ও কিন্তু তালিকার বাইরে নয়। নানা জায়গার খানা-পিনার জমাটি খোঁজ-খবর নিয়ে ঘুরতে ঘুরতে...

চুটিয়ে গরম এখনও পড়েনি। তবে প্রায় রোজই পালা করে হচ্ছে কালবৈশাখী। আর তার দাপট থেকে আরাম পেতে আপনার রান্নাঘর-এ জমে উঠুক
নানা রকমের আইসক্রিম। বরফ-ঠান্ডার পাশে চকোলেট দিয়ে মুখে আসুক স্বাদবদল। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল

 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন
haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 

এ যাবৎ ২০১২
বিদেশ বিভুঁই
নরওয়ে, প্যারিস,
সান ফ্রান্সিসকো
উত্তরবঙ্গে ট্রেকিং
টাইগার রিজার্ভ প্রজেক্ট,
অ্যাডভেঞ্চার ক্যাম্প
দ্বীপ রাজ্য
স্প্লিট শহর, আন্দামান,
লেমন আইল্যান্ড

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘর • খানা তল্লাশি স্বাদবদল পুরনো সংস্করণ