মার্চ ২০১২


এই সংখ্যায় ‘দ্বীপ রাজ্য’
নদী-সাগর-মহাসাগর— সেই জলরাশির পাড়ে গড়ে ওঠা সভ্যতা-শহর-পর্যটন কেন্দ্র। আর অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপ। পর্যটন শিল্পের দৌলতে চেনা-অচেনা এমন অনেক দ্বীপেই তৈরি হয়েছে কয়েক দিনের অবসর যাপনের রসদ। দ্বীপ বলে যে কেবল সবুজের সমাহার, তা নয়। সমুদ্রের জলে নীলের খেলা, চার পাশের পাহাড়, আবার কোথাও খাঁড়ির ভেতরে লুকিয়ে থাকা আদিবাসী। এর সঙ্গেই আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন সুন্দর রিসর্ট, সুইমিং পুল, অ্যাডভেঞ্চারের গন্ধ। সব মিলিয়ে এক-দু’দিনের ‘প্যাকেজ ট্যুর’-এর সন্ধান এই সংখ্যায়।


আপনার কলমে


অ্যাড্রিয়াটিক
সাগর বেলায়
জুলাই থেকে সেপ্টেম্বর— ক্রোয়েশিয়া বেড়াবার আদর্শ সময়। তাই বোধহয় মাত্র ৪৫ লাখ জনসংখ্যার দেশটিতে এই কয়েক মাসে বেড়াতে আসেন প্রায় এক কোটি কুড়ি লক্ষ পর্যটক, মূলত স্প্লিট সিটির সমুদ্রসৈকতে, ‘সূর্য স্নান’ করতে। শহরের এক দিকে পাহাড়, অন্য দিকে অ্যাড্রিয়াটিক সমুদ্র— যার রং কোথাও ঘন নীল, কোথাও আবার হাল্কা সবুজের ছোঁয়া। আর আছে রোমান সাম্রাজ্যের প্রাসাদ, ক্যাথিড্রাল। ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় স্থান পাওয়া পুরনো স্প্লিট শহর সম্পর্কে কিছু কথা জানালেন সীমা মিত্র

আন্দামান
দ্বীপরাজি
দেশপ্রেমের সাজা দ্বীপান্তর— যেখান থেকে পালানোর একমাত্র উপায় সাঁতরে সাগর পেরোনো— যা ছিল অসম্ভব। ইংরেজ সাম্রাজ্যের সেই নিষ্ঠুরতম নিদর্শন সুদূর আন্দামান দ্বীপের ‘কালা পানি’ তথা সেলুলার জেল এখন পর্যটনস্থল। এই দ্বীপপুঞ্জের বিভিন্ন খণ্ডের রূপ একে অপরের থেকে বেশ আলাদা— কোথাও ‘কোরাল’ রাজ্য, কোথাও মাড আগ্নেয়গিরি, কোথাও লাইমস্টোন কেভ! একশো বছরের ইতিহাস পেছনে ফেলে আন্দামান এখন ছুটি কাটানোর মনোরম ‘স্পট’। ডেক-চেয়ারে বসে সমুদ্রের গাঢ়-কালচে-তুঁতে-পান্না রঙা নীল দেখার সেই অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে ভাগ করে নিলেন মৈত্রী রায়মৌলিক

‘লেবু’ দ্বীপে
অ্যাডভেঞ্চার
নীল নদের উৎস থেকে ৩০ কিলোমিটার অনুকূলে হায়ারি লেমন আইল্যান্ড— ঘন্টা খানেকের সড়ক পথ,জল পথ পেরিয়ে রিসর্টে পৌঁছালে ক্লান্তির অবসান হবেই হবে! সবুজে মোড়া প্রকৃতি আর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী কেটে ‘প্রাইভেট পুল’— ছুটির সব রকম রসদই মজুত এই ‘লেবু’ দ্বীপে। সঙ্গের ‘রিভার রাফটিং’-এর উন্মাদনার কথা জানালেন কল্পিতা চক্রবর্তী


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্যরকম গল্প।
এই সংখ্যায়
অরিজিৎ বসু-র ক্যামেরায় সান ফ্রান্সিসকো-র গল্প।
 
মাঝ-মাসের সংযোজন
এখনও রয়ে গেছে শীতের আলতো ছোঁয়া! যদিও আর মাত্র কয়েক দিন। চলে যাওয়ার আগে শীতের সব্জি দিয়েই তাই
সেজে উঠুক আপনার রান্নাঘর-এ। ঘটে যাক স্বাদবদল। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল

 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন
haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 

এ যাবৎ ২০১২
বিদেশ বিভুঁই
নরওয়ে, প্যারিস, সান ফ্রান্সিসকো
উত্তরবঙ্গে ট্রেকিং
টাইগার রিজার্ভ প্রজেক্ট, অ্যাডভেঞ্চার ক্যাম্প

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল স্বাদবদল • আপনার রান্নাঘর • পুরনো সংস্করণ