গরম পড়লেই মনটা কেমন পাহাড় পাহাড় করে। আর তা যদি হয় হিমালয়ের কোনও একটা অংশ, তা হলে তো কথাই নেই। কেউ শুধুমাত্র অ্যাডভেঞ্চারের নেশায় পিঠে রুকস্যাক চাপিয়ে বেরিয়ে পড়েন। আবার কেউ যান সেখানকার নানা তীর্থস্থান দর্শনে। এই সংখ্যায় থাকল সেই রকমই দুটি ভ্রমণকথা।
এই চূড়ান্ত গরমে, বাজারে মাছের আকাল। আবার, হজমের কথা মাথায় রেখে, মাংসটাকেও পাশে সরিয়ে রাখেন অনেকে। তাই ঠান্ডা মাথায় আপনার রান্নাঘর-এ রাঁধা
হোক
পনিরের নানা পদ। আর তারই পাশাপাশি গরমে গলা ভেজাতে শরবতের সঙ্গে ঘটুক স্বাদবদল। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com