একেই বলে গানের গুঁতো!
সে গুঁতো এমনই যে তার জেরে কান শুনতেই পাচ্ছেন না আমেরিকার স্টেসি উইলসন বেটস। এবং নিজের এ হেন পরিণতির জন্য দায়ী করছেন গায়ক জাস্টিন বিবারকে। তাঁর দাবি, জাস্টিনের গানের অনুষ্ঠানের মাত্রাতিরিক্ত আওয়াজের চোটেই খারাপ হয়ে গিয়েছে তাঁর কান। বিবারের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। স্টেসির দাবি, ৯২ লক্ষ
|
গায়ক জাস্টিন বিবার |
ডলার ক্ষতিপূরণ।
স্টেসি জানিয়েছেন, তাঁর কিশোরী মেয়ে বিবার-ভক্ত। সে কারণেই মেয়েকে নিয়ে বছর দু’য়েক আগে জাস্টিনের একটি গানের অনুষ্ঠানে যান তিনি। সেখানেই ঘটে এই ‘দুর্ঘটনা’। স্টেসির দাবি, ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে বেশির ভাগই ছিলেন কিশোর-কিশোরী। বিবার মঞ্চে আসতেই উত্তেজিত কিশোর-কিশোরীদের চিৎকার মাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিবার। উত্তেজনার পারদ আরও চড়াতে একটি ঝুলন্ত ‘গণ্ডোলা’র উপর চেপে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে উত্তেজনার ঢেউ খেলে যায় গোটা প্রেক্ষাগৃহে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিবার-ভক্তদের আওয়াজ-ও। অনুষ্ঠানের এই অংশটি আদৌ পরিকল্পনার মধ্যে ছিল না বলে দাবি করেছেন স্টেসি। বিবার-ভক্তদের চিৎকারে ক্ষতিগ্রস্ত হয় তাঁর কান। তাঁর চিকিৎসকদের মতে, ‘টিনিটাস’ ও ‘হাইপারাকিউসিস’ নামে কানের দু’টি জটিল অসুখে ভুগছেন তিনি। তাই বিবার, তাঁর রেকর্ড কোম্পানি, অনুষ্ঠানের প্রচারক এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন স্টেসি। তাঁর মূল অভিযোগ, আওয়াজ যাতে মাত্রাছাড়া না হয়, সে দিকে নজর রাখা হয়নি।
সদ্য আঠারোয় পা-দেওয়া বিবারকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছিল তাঁর গানই। স্টেসির এই অভিযোগের পরে এ বার তাঁর সেই গানের সঙ্গেই জড়িয়ে গেল বিতর্ক। |