টুকরো খবর
‘বোস চেয়ার’ নিয়ে উদ্যোগী হবে ঢাকা
শিক্ষকদের মতানৈক্যের জেরে গত সতেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বোস চেয়ার’-এ বসতে পারেননি কেউ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই পদটি ফের চালু করার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বিজ্ঞান বিভাগের প্রধান সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে ১৯৭৪ সালে ওই পদটি তৈরি হয়েছিল। শেষ বারের মতো ওই পদে বহাল হয়েছিলেন হারুন-উর রশিদ খান। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে চার জন শিক্ষককে ওই পদে মনোনয়ন দেওয়া হয়। অভিযোগ, কেবলমাত্র শিক্ষকদের ব্যক্তিগত রেষারেষির কারণে সব উদ্যোগ বিফলে যায়। ওই পদে নিযুক্ত হননি কেউই। ‘ঈশ্বর কণা আছে’ গত ৪ জুলাই সার্নের এই ঘোষণার পর তোলপাড় পরে গিয়েছে গোটা বিশ্বে। সেই ঈশ্বর কণা তথা বোসন কণার তত্ত্ব আবিষ্কার করেছিলেন যে বাঙালি, সেই সত্যেন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বসেই তার অনেকটা কাজ সেরেছিলেন। রশিদ খান বলেন, “এটা খুবই দুঃখজনক, যে ‘বোস চেয়ার’ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।”

অস্বাভাবিক মৃত্যু স্ট্যালোনের ছেলের
সেজ মুনব্লাড
অস্বাভাবিক মৃত্যু হল হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের ছেলের। লস অ্যাঞ্জেলেসে নিজের ফ্ল্যাট থেকে স্ট্যালোনের বড় ছেলে সেজ মুনব্লাড স্ট্যালোনের মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। তবে ৩৬ বছর বয়সী সেজের দেহ যেখানে পাওয়া গিয়েছে, তার আশপাশে কিছু খালি ট্যাবলেটের শিশি পড়েছিল। ফলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত মাদক নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে সেজের। ১৯৯০-এ বাবার ‘রকি ৫’ সিনেমাতেই আত্মপ্রকাশ সেজের। তার পর ১৯৯৬ সালেও স্ট্যালোনের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেন তিনি। সিলভেস্টার স্ট্যালোনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সেজ অত্যন্ত প্রতিভাবান আর প্রাণবন্ত ছিলেন।

বিয়েতে বিস্ফোরণ, হত আফগান নেতা
বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন উত্তর আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের প্রভাবশালী নেতা আহমদ খান সামাঙ্গানি। আরও কুড়ি জন অতিথি হামলায় নিহত হয়েছেন। আহত চল্লিশ। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রশাসনের অনুমান, এর পিছনে তালিবানের হাত রয়েছে। ২০০১-এ তালিবানকে ক্ষমতাচ্যুত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে ‘নর্দার্ন অ্যালায়েন্স’-এর, তার অন্যতম নেতা সামাঙ্গানি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.