l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• গুয়াহাটিগামী ট্রেনে হামলা, মৃত ৪
• বাঙুর হাসপাতালে ভাঙচুর
• বেসরকারি হাসপাতালে আগুন
বিস্তারিত...
অভিমান সঙ্গী করে সরে
গেল হারাধনের আর এক ছেলে
সৌরভ গঙ্গোপাধ্যায়
ছোটবেলায় এই কবিতাটা পড়েননি, হেন লোক বোধহয় বাংলায় নেই। হারাধনের দশটি ছেলে। হারাধনের এ রকমই পাঁচটি ছেলে ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমে। হারাধন ধরে নেওয়া যাক ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। একটি ছেলে কাঠ কাটতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। একটা যায় বাঘের পেটে। একটা চলে গিয়েছিল বনে। একটি ম’ল আছাড় খেয়ে। আপাতত পড়ে রইল মাত্র এক ছেলে। যে দেশবাসী এবং হারাধনের সবচেয়ে প্রিয় ছেলে। সে কবে ক্রিকেট থেকে সরে যাবে, তা নিয়ে এ বার মানুষের মনে প্রশ্ন শুরু হবে। আপাতত থাক সেই আলোচনা। এখন অবশ্য যে ছেলেটি এ দিন চলে গেল, তাকে নিয়েই কথা বলি। এই ছেলেটির হারাধনের ওপর প্রচুর রাগ ছিল। মজার কথা হল, এই ছেলেটার আবার ভাইয়েদের ওপরও প্রচণ্ড অভিমান ছিল। সময়-সময় ভাইদের ওপর খুব রাগ করত। ভাইরা নাকি তাকে ঠিক ঠিক সময় দেখেনি।
বিস্তারিত...
বাবা-মাকে পুড়িয়ে মেরেছে
কাকিমা, অভিযোগ তরুণীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বাড়ির তেতলায় ছাদের ঘরে দাউদাউ আগুন জ্বলছে দেখে তখন চিৎকার করছে গোটা পাড়া। শুধু এক মহিলার তাপ-উত্তাপ নেই। ওই বাড়িরই একতলার ঘরে দরজা ভেজিয়ে তিনি চুপচাপ শুয়ে ছিলেন বলে পুলিশ জেনেছে। শুক্রবার গভীর রাতে দমদম এলাকায় মাঠকলের সূর্যপল্লিতে আগুনে পুড়ে ওই মহিলার ভাসুর ও জা মারা যান। তাঁদের পুড়িয়ে মারার অভিযোগে ঝর্না শিকদার নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। মৃত দম্পতি গণেশ শিকদার (৬০) ও পুষ্প শিকদারের (৫৪) মেয়ে রিঙ্কির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঝর্নাকে। তিনিই কেরোসিন ঢেলে ছাদের ঘরে আগুন লাগান বলে পুলিশের সন্দেহ। সেই ঘরের দরজায় বাইরে থেকে শিকল তোলা ছিল বলেও পুলিশের দাবি। ঘরের বাইরে মিলেছে কেরোসিনের কয়েকটি জ্যারিকেন। শনিবার আদালতে তোলা হলে ঝর্নাকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
বিস্তারিত...
এ বার চিকেনের বিভিন্ন পদ চিকনাই দেবে
আপনার রান্নাঘর
-এ। আর ঘোর বর্ষায় বৃষ্টি না-নামলেও
স্বাদবদল
ঘটাতে হেঁসেলে রচিত হবে মত্স্য-চরিত। দেশ-বিদেশের অন্য রকমের খবর শোনাতে
সংবাদের হাওয়াবদল
-এর সঙ্গে মাঝ-মাসে ফের প্রকাশিত হল
আপনাদের চিঠি
।
অন্য রাজ্যের টাকা কেটে দিল্লির ইনাম বাংলাকে
জগন্নাথ চট্টোপাধ্যায় • কলকাতা
পাহাড়, জঙ্গলমহলে পরিস্থিতি পরিবর্তনের বিষয়টি আগেই স্বীকৃতি পেয়েছে। এ বার সংখ্যালঘু উন্নয়নেও রাজ্য সরকারের ‘সাফল্য’ মেনে নিল কেন্দ্রীয় সরকার। শুধু মেনে নেওয়াই নয়, সাফল্যের স্বীকৃতি হিসেবে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্য রাজ্যের বরাদ্দ কেটে অতিরিক্ত ৩০০ কোটি টাকা ‘ইনাম’ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। কুড়ি শতাংশের বেশি সংখ্যালঘুর বাস, রাজ্যের এমন ১২টি জেলা সরেজমিনে দেখে তবেই নতুন সরকারকে ওই শংসাপত্র দিয়েছেন দিল্লির কর্তারা। তার পরেই সংখ্যালঘু উন্নয়নের কর্মযজ্ঞে রাজ্যকে উৎসাহ দিতে দরাজ হয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সলমন খুরশিদ। রাজ্যের দাবি শোনা মাত্রই অতিরিক্ত বরাদ্দ মঞ্জুর করেছেন তিনি। অতিরিক্ত টাকায় নতুন মেডিক্যাল কলেজ থেকে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প, নতুন আইটিআই তৈরি থেকে গৃহ নির্মাণের একগুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সংখ্যালঘু উন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ দফা কর্মসূচি রূপায়ণে বহুবিধ উন্নয়ন প্রকল্প (এমএসডিপি) হাতে নিয়েছে কেন্দ্র। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ৬৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
বিস্তারিত...
গুজবের বিষ ঢেলেছে ৭৬টি পাক সাইট
নিজস্ব প্রতিবেদন
পাক ছায়াযুদ্ধের নতুন সংস্করণ দেখছে দেশ। আজ এমনটাই দাবি করল দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ আজ জানিয়েছেন, অসমে হাঙ্গামার গুজব ছড়িয়ে সারা দেশে উত্তর-পূর্বের মানুষকে আতঙ্কিত করে তোলার পিছনে রয়েছে পাকিস্তান। হিংসার গুজব ছড়ানোর বিষয়টি নিয়ে এ দিনই তদন্ত শুরু করেছে সিবিআই। প্রয়োজনীয় তথ্য দিলে লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তারা। গুজব ছড়ানোর দায়ে রাজ্যে রাজ্যে শুরু হয়েছে ধরপাকড়ও। অশান্তির উৎস প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আজ বলেছেন, “পাকিস্তানের ৭৬টি ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে। এই সাইটগুলি থেকেই সাজানো ছবি ও আতঙ্কের বার্তা ঢালাও ‘আপলোড’ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাইক্লোন ও ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া মানুষজনের ছবিতেই কারচুপি করে মায়ানমারে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ছবি বলে চালানো হয়েছে।”
বিস্তারিত...
শিলদা-কাণ্ডে ইউএপিএ-তে অভিযুক্ত বিক্রম
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ধরা পড়া মাওবাদী-নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে শনিবারই শিলদা-কাণ্ডে ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) মামলায় যুক্ত করা হল। এ দিনই অন্য একটি ইউএপিএ মামলায় আর এক মাও-নেতা রঞ্জন মুণ্ডাকে ১২ দিন পুলিশ-হেফাজতে পাঠাল আদালত। রঞ্জনের সহযোগী বাণেশ্বর মুর্মুকে ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেওয়া হয়। ২০১০-এর ১৫ ফ্রেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। প্রাণ হারান ২৪ জন জওয়ান। ওই মামলায় সিআইডি-র দাখিল করা চার্জশিটে অভিযুক্ত হিসেবে বিক্রমের নাম রয়েছে। সিআইডি-র আবেদনের প্রেক্ষিতে এ দিন ঝাড়গ্রাম এসিজেএম আদালতে বিক্রমকে ওই মামলায় যুক্ত করা হয়। গত ১৬ ডিসেম্বর থেকে শিলদা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচার চলছে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভেন্দু সামন্তর এজলাসে।
বিস্তারিত...
বিনোদন
বিদেশি মাটিতে বিদেশি ইউনিট,
বদলাচ্ছে বাংলা ছবির শ্যুটিং
উধাও নাবালিকার খোঁজে ‘তদন্ত চলছেই’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
টিউশন নিতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর পনেরোর সগুফতা ইয়াসমিন। খোঁজ নিতে গিয়ে তার পরিবারের লোকেরা জানতে পারেন, আচমকা মা অসুস্থ হয়ে পড়েছেন, এই খবর দিয়ে সগুফতাকে নিয়ে গিয়েছে তাঁদেরই কারখানার এক কর্মী। মেয়েটির বাবা কলিমুদ্দিনের অভিযোগ, প্রায় এক মাস আগে এই ঘটনা নিয়ে অভিযোগ জানালেও পুলিশি তদন্তে কোনও অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার, সিআইডি এবং রাজ্য মহিলা কমিশনকে চিঠিও দিয়েছেন সগুফতার অভিভাবকেরা। কী হয়েছিল সে দিন? কামারহাটির বালুতলাও এলাকার বাসিন্দা কলিমুদ্দিন জানান, সগুফতা ইয়াসমিন কামারহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত ১৬ জুলাই সন্ধে ৬টার সময় সে স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল।
বিস্তারিত...
সাগর বেয়ে ‘এক ছুটে’ দুনিয়া চক্করে অভিলাষ
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
পালতোলা নৌকোয় চেপে একা পৃথিবী পরিক্রমা! তা-ও কোথাও না থেমে! মনে হতে পারে, লোকে যখন হামেশাই মহাকাশে যাচ্ছে আর এভারেস্টের চুড়োয় উঠছে, তখন এ আর এমন কী? কিন্তু যখন দেখা যায়, এ যাবৎ মহাকাশ বা এভারেস্ট ছোঁয়া লোকেদের চেয়ে পালতোলা নৌকোয় পৃথিবী পরিক্রমা করা মানুষের সংখ্যাটা অনেক কম, তখন ভাবতে হয় বৈকি। আর যখন সেই কাজটাই এ বার এক ভারতীয় করতে চলেছেন। অবশ্য দু’বছর আগেই নৌবাহিনীর কম্যান্ডার দিলীপ দোণ্ডে পালতোলা নৌকোয় পৃথিবী পরিক্রমা করে ফিরেছেন। এ ক্ষেত্রে তিনিই প্রথম ভারতীয়। কিন্তু দোণ্ডে বিভিন্ন দেশের বন্দরে থেমেছিলেন। এ বার কোথাও না থেমে, মুম্বই থেকে নৌকোয় উঠে ফের সেখানেই এসে নামার পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করছেন দিলীপের ‘শিষ্য’ অভিলাষ টোমি। পেশায় নৌবাহিনীর পাইলট, লেফটেন্যান্ট কম্যান্ডার টোমি আসলে ‘শখের নাবিক’।
বিস্তারিত...
তিরবিদ্ধ তৃণমূল কর্মী, কোপ ফব কর্মীর মাথায়
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
স্কুল পরিচালন সমিতির ভোটে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের সিতাই থানার চামটা এলাকা। তির-ধনুক, লাঠিসোটা, বল্লম, ইট-পাথর নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূলের কর্মী-সমর্থকেরা। আহত হন দু’পক্ষের জনা ষাটেক। তাঁদের মধ্যে এক তৃণমূল কর্মীর ডান হাতে তির বিঁধেছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এক ফব কর্মীর। পরিস্থিতি সামলাতে পুলিশকে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। ঘটনার জন্য একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ফব ও তৃণমূল। জেলার পুলিশ সুপার প্রণব দাস বলেন, “স্কুল নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা নিয়েই দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।” আগামী ২৬ অগস্ট সিতাইয়ের চামটা আদর্শ হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনে নির্বাচন হবে। স্কুলের পরিচালন সমিতি গত ২৫ বছর ধরে ফব-র দখলে। এ দিন ছিল সেই নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের দিন।
বিস্তারিত...
কলকাতা
ফরেন্সিক পরীক্ষা হবে
‘ধর্ষিতা’র পোশাকেরও
হলদিয়া থেকে পাইপে
তেল আসবে বিমানবন্দরে
রাজ্য
বর্ষা পিছোনোয় বসন্তেও
কোপ, বদল ঋতুচক্রে
দেশ
কেন্দ্রের ঘুম কাড়ছেন
‘ঠান্ডা মাথার’ বিনোদ
প্রণবকে সমর্থন বিতর্কে
বিক্ষুব্ধদের পাশেই অশোক
বিদেশ
আমেরিকায় অ্যাসাঞ্জকে
পাঠাতে প্রস্তুত অস্ট্রেলিয়া
স্বজনহারারা চান
কড়া অস্ত্র আইন
ব্যবসা
তথ্যপ্রযুক্তিতে নতুন লগ্নি টানতে বিশ্লেষণ কেন্দ্র
গড়তে চায় রাজ্য
শিলিগুড়িকে পর্যটনকেন্দ্র
করতে উদ্যোগ
খেলা
ক্রিকেটমহলের জোর
গবেষণা লক্ষ্মণের
টাইমিংয়ে গণ্ডগোল হল
মহেশ, বোপান্নাকে
বাদ দিয়ে জুনিয়র
দল ডেভিস কাপে
স্বাস্থ্য
মানুষের বিশ্বাস জয় করার সংকল্পেই বিতর্কে মেলবন্ধন
জীবজগত্
রাতভর মাইক, পুলিশ
বলল ‘অনুমতি’ আছে
সম্পাদকীয়
নারদ নারদ
একটি চুলের কাঁটার জন্য
জেলা
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গ জুড়ে ব্যাহত
বিএসএনএল পরিষেবা
দক্ষিণবঙ্গ
কর্মী খুনে অভিযুক্ত
আরাবুল-অনুগামীরা
মুর্শিদাবাদ
স্কুল ‘দখল’ করে
তৃণমূলের সম্মেলন
মেদিনীপুর
শিলাদিত্যের জামিনের আবেদন, পাশে কংগ্রেস
কলকাতা
৩২.৭/ ২৬.৫
আজকের দিনে
বিশ্ব মানবতা দিবস।
• ১৯৫০:
কর্নাটকে জন্মগ্রহণ করেন সমাজসেবী ও লেখিকা সুধা মূর্তি। তিনি ইনফোসিসের প্রাক্তন কর্তা এন আর নারায়ণমূর্তির স্ত্রী।
সাপ্তাহিক ক্রোড়পত্র
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.