একের পর এক বন্দুকবাজের হামলায় গত কয়েক দিনে আমেরিকায় প্রাণ হারিয়েছেন অনেকে। এই অবস্থা থেকে মুক্তি পেতে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই পদপ্রার্থী বারাক ওবামা ও মিট রোমনির কাছে কঠোর অস্ত্র আইনের আবেদন করলেন বেশ কিছু স্বজনহারা।
২০০৭ সালে ভার্জিনিয়া টেকে গুলিচালনার ঘটনায় নিহত হয়েছিলেন ৩২ জন। এতে নিহত ও আহতদের পরিবারের সাতষট্টি জন সদস্য সম্প্রতি এক আবেদনপত্র পাঠিয়েছেন রোমনি ও ওবামাকে। তাঁদের দাবি, রক্তপাত বন্ধ করতে অস্ত্র আইনে কী পরিবর্তন করা যায়, তা দেশবাসীকে জানান রাষ্ট্রনেতারাই। এক সমীক্ষায় জানা গিয়েছে, আমেরিকায় প্রতি দিন গড়ে ৩৪ জনের মৃত্যু হয় গুলিতে। তা রুখতে অস্ত্র কেনার আগে ক্রেতার অতীত ইতিহাস যাচাই করা প্রয়োজন বলে মনে করেন বহু মার্কিনই।
অন্য দিকে, উইসকনসিনের গুরুদ্বারে হামলার সঙ্গে গত বছর মার্চে ক্যালিফোর্নিয়ায় দুই প্রবীণ শিখের উপর গুলিচালনার যোগ থাকতে পারে বলে জানাল মার্কিন পুলিশ। ২০১১-এর ৪ মার্চ এলক গ্রোভ অঞ্চলে সান্ধ্যভ্রমণে বেরিয়ে খুন হন সুরেন্দ্র সিংহ ও গুরমেজ অটওয়াল। বর্ণবিদ্বেষের জেরে এই হামলা বলে দাবি করলেও এই হত্যাকাণ্ডের কিনারা এখনও করে উঠতে পারেনি পুলিশ। ওক ক্রিক গুরুদ্বারে আক্রমণের ঘটনা থেকে এর কোনও সূত্র মিলতে পারে বলে আশা তদন্তকারী গোয়েন্দাদের। |