মহিলা ব্যান্ড ‘পুসি রায়ট’-এর তিন সদস্যের দু’বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মস্কোর এক আদালত। আর সেই সিদ্ধান্তের সমালোচনায় এখন তোলপাড় গোটা বিশ্ব। মাস ছয়েক আগে মস্কোর এক গির্জায় ঢুকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-বিরোধী গান গেয়েছিলেন এই ব্যান্ডের তিন সদস্য। গির্জার প্রার্থনার পদ্ধতি নিয়ে মশকরাও করেছিলেন তাঁরা। সেই সময়ই ওই তিন জনকে আটক করেছিল রাশিয়ার পুলিশ। ওই ঘটনার পর থেকে তাঁরা জেলেই রয়েছেন। গত কাল মস্কোর এক আদালত রায় দেয়, ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সে দিন গুন্ডামি করেছিলেন ‘পুসি রায়ট’-এর সদস্যরা। যদিও রায়ে পুতিন-বিরোধী মন্তব্য নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। তবে এর পরেই সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। গত কাল আদালতের সামনেই বহু মানুষ এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাতে সামিল হয়েছিলেন দাবা খেলার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভও। রাশিয়ার বিরোধী রাজনীতিতে এখন বেশ পরিচিত মুখ ক্যাসপারভ। তবে শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন শহরে ‘পুসি রায়ট’-এর সমর্থনে মিছিল বেরিয়েছে। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কের মতো শহরে রুশ দূতাবাসের সামনে ব্যান্ড সদস্যদের সমর্থনে প্রচুর মানুষের জমায়েত হয়েছে। ওই তিন মহিলার কারাদণ্ড হওয়ায় পুতিন সরকারের সমালোচনা করেছে আমেরিকাও। প্রেসিডেন্ট পুতিন অবশ্য আগে জানিয়েছিলেন, ওই তিন জনের গুরুতর শাস্তি তিনি চান না। তবে রায় বেরোনোর পরে তাঁর বক্তব্য, “আদালতের নির্দেশ নিয়ে মন্তব্য করা আমার এক্তিয়ারে পড়ে না।”
|
গন্তব্য ‘গ্লেনেগ’। নাসা জানায়, গেল ক্রেটার থেকে ৪০০ মিটার দূরে গ্লেনেগের উদ্দেশে এ বার রওনা হবে কিউরিওসিটি। সেখানে মাটি পরীক্ষা করে দেখবে সে।
|
মিলওয়াউকি শহরে শিখ-হত্যায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার হল স্কুল-ছাত্র ডিনগেলো উইলিয়াম। পরে ২ লক্ষ ৫০ হাজার ডলারের জামিনে মুক্তি পায় সে।
|
আত্মঘাতী বোমা বিস্ফোরণে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় পাঁচ নিরাপত্তাকর্মী নিহত হলেন। বেশ কয়েক জন আহত হন। কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।
|
আফগানিস্তানের হিরাট প্রদেশে বোমা বিস্ফোরণে চার জন নিহত হলেন। শনিবার সকালে একটি বাজারে এই বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন।
|
মার্কিন ড্রোন হানায় পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিহত হলেন ৪ জন। আহত দুই। সিআইএ-র বিমানটি ওই অঞ্চলের একটি বাড়িতে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। |