|
|
|
|
তিরবিদ্ধ তৃণমূল কর্মী,
কোপ ফব কর্মীর মাথায় |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: স্কুল পরিচালন সমিতির ভোটে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের সিতাই থানার চামটা এলাকা। তির-ধনুক, লাঠিসোটা, বল্লম, ইট-পাথর নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূলের কর্মী-সমর্থকেরা। আহত হন দু’পক্ষের জনা ষাটেক। তাঁদের মধ্যে এক তৃণমূল কর্মীর ডান হাতে তির বিঁধেছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এক ফব কর্মীর। |
|
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গ জুড়ে প্রায় শনিবার সকালে প্রায় আড়াই ঘন্টা বিএসএনএল পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এ দিন বেলা ১০টার পর শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ এবং কোচবিহারের বিএসএনএলের মোবাইল, ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন বেশ কিছু সরকারি, বেসরকারি অফিস এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীরা। |
উত্তরবঙ্গ জুড়ে ব্যাহত
বিএসএনএল পরিষেবা |
|
ছেঁকা-কাণ্ডে ধৃত মালকিনের জামিন |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|