টুকরো খবর |
বালুরঘাটে ৩০শে আসছেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রস্তাবিত রেলের ওয়াগন তৈরির কারখানার শিলান্যাস করতে ৩০ অগস্ট বালুরঘাটে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠান ঘিরে প্রশাসনে সাজ সাজ রব পড়ে গিয়েছে। শনিবার উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিআরএম অরুণ শর্মা, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী এবং পুলিশ সুপার চিরন্তন নাগ বুনিয়াদপুরের অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। বুনিয়াদপুর রেলস্টেশন মাঠে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন। তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র জানিয়েছেন, ৩০ অগস্ট সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মালদহ থেকে বালুরঘাটে এসে সার্কিট হাউজে পৌঁছে প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। রাতে তিনি বালুরঘাটে থাকবেন। পরদিন, ৩১ ডিসেম্বর বুনিয়াদপুরে রেলের প্রস্তাবিত ওয়াগন ফ্যাক্টরির শিলান্যাস করবেন।
|
আত্মসাতের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের সুদের ২২ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শিবমন্দিরের বাড়ি থেকে শিলিগুড়ি থানার পুলিশ গৌরচন্দ্র সিংহ নামে ওই ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করে। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ওই কর্মী বর্তমানে রাজগঞ্জের পানিকৌড়ি শাখায় কর্মরত। পুলিশ জানায়, তিনি শিলিগুড়ি শাখায় থাকার সময় ওই টাকা আত্মসাৎ করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তদন্তে নেমে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে। এ দিন ব্যাঙ্কের রিজিওনাল অফিসের চিফ ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে গৌরচন্দ্রকে গ্রেফতার করে। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানায়, বেশ কিছু গ্রাহকের ফিক্সড ডিপোজিটের সুদের টাকা ওই কর্মী নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেন। সম্প্রতি এক গ্রাহক ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
|
‘গণশক্তি’ সপ্তাহ পালন দার্জিলিঙয়ে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দলের বিভিন্ন মামলা-মোকদ্দমা চালানো, আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ এবং জনসংযোগ বাড়াতে দার্জিলিং জেলা সিপিএমের উদ্যোগে ‘গণ সংযোগ’, ‘গণ অর্থ সংগ্রহ’ এবং ‘গণশক্তি’ সপ্তাহ পালন শুরু হল। শনিবার বিকেলে হিলকার্ট রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে শিবির করে অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, তাঁর স্ত্রী রত্না ভট্টাচার্য, সিপিএমের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকার, সমন পাঠক, পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম-সহ অনেকেই। অশোকবাবু বলেন, “এক সপ্তাহব্যাপী অর্থ সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে জন সংযোগও হবে। সংগ্রহ করা অর্থ থেকে ৫০ হাজার টাকা দলীয় মুখপত্র ‘গণশক্তি’র তহবিলে দেওয়া হবে।”
|
এসডিও-র হস্তক্ষেপ চাইল ফোসিন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেতন নিয়ে মালিক-কর্মচারী বিরোধ মিটিয়ে মাছ কেনাবেচায় স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে মহকুমাশাসকের হস্তক্ষেপ চাইল ফোসিন। শনিবার ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস মহকুমাশাসককে চিঠি দেয়। ফোসিনের অভিযোগ, বেতন চুক্তির দাবিতে সিটু অনুমোদিত মছলি আড়ত ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা তিন সপ্তাহ ধরে সকালে মিছিল করছেন। তার জেরে বাজারে মাছের নিলাম শুরু হতে দেরি হচ্ছে। মাছ কিনতে দেরি হওয়ায় প্রতিদিনই খুচরো মাছ ব্যবসায়ীদের লোকসান হচ্ছে। এ দিন সকাল ৯টা থেকে নিলাম শুরু হওয়ায় খুচরো ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। পরে প্রধাননগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
|
ধর্ষণের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, রাতে এলাকার দিনমজুর পরিবারের ১১ বছরের ওই কিশোরী ঘরে ঘুমিয়ে ছিল। পাশের ঘরে শুয়েছিলেন তার বাবা-মা। অভিযোগ, এক যুবক রাতে কিশোরীর ঘরে ঢুকে মুখে কাপড় গুঁজে তুলে নিয়ে যায়। লাগোয়া পাট খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টার সময় কিশোরী কোনওমতে পালিয়ে আসে বলে পুলিশ জানায়। তবে অন্ধকারে কিশোরী ওই যুবককে চিনতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “কিশোরীর পরিবার অভিযুক্তের পরিচয় জানাতে পারেনি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
|
তরুণী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
৩১ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মন্থরাম এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কালচিনি থানার ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, অনামিকা ওরাঁও নামে ১৮-১৯ বছরের তরুণীকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তরুণী পুলিশকে জানান, তাঁর বাড়ি হাসিমারায়। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে।
|
রাস্তার কাজ বন্ধ
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
তৃণমূলের আপত্তিতে রেলের জায়গায় রাস্তা তৈরি বন্ধ রাখল হলদিবাড়ি পুরসভা। শহরের ৫ নম্বর ওয়ার্ডের তালা কোম্পানিপাড়ায় একটি রাস্তা তৈরি হচ্ছে। শনিবার তৃণমূল তার প্রতিবাদ জানায়। রেলকে বিষয়টি জানানো হয়। তৃণমূলের হলাদিবাড়ি লোকাল কমিটির সভাপতি অমিতাভ বিশ্বাস বলেন, “পুরসভা রেলের জায়গায় রাস্তা তৈরি করতে পারে না। রেলকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।” গৌতমবাবু বলেন, “জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা তৈরি হচ্ছিল। আপত্তি ওঠায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।”
|
শ্লীলতাহানির নালিশ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
পঞ্চম শ্রেণির ছাত্রীকে টিউশন পড়ানোর কথা বলে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শামুকতলা থানার চিকলিগুড়ি গ্রামে বাকলারপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ওই গৃহশিক্ষকের নাম সুরঞ্জন দাস। শনিবার সকালে ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ জমা দেন। শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করা হয়েছে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
এক দিনমজুরের দেহ শনিবার সকালে উদ্ধার হয়েছে মালদহের চালসার একটি আমবাগান থেকে। মৃত শঙ্কর মাহাতোর (৩৫) বাড়ি পুরাতন মালদহে। শঙ্করবাবুকে শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁর বন্ধুরা ডেকে নিয়ে গিয়েছিল। তাঁর স্ত্রী কাঞ্চনদেবীর অভিযোগ, বন্ধুরাই শঙ্করবাবুকে খুন করেছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”
|
গ্রেফতার সেনাকর্মী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেশ কয়েক রাউন্ড গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নকশালবাড়ির থানার নেপাল সীমান্ত এলাকা রতনজোত থেকে ওই ব্যক্তিকে আটক করে এসএসবি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃত মণিকুমার রাই প্রাক্তন সেনাকর্মী। ১৯৬২-এ চিনের সঙ্গে যুদ্ধের সময় পালিয়ে যান তিনি। পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্র পাচারে যুক্ত রয়েছে ওই ব্যক্তি। দার্জিলিং জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছি।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
মাছ মারতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার দুপুরে প্রধাননগরের দেবীডাঙ্গার ঘটনা। মৃতের নাম লালন সিংহ (২৮)। বাড়ি ওই এলাকাতেই। এ দিন বিদ্যুৎ ব্যবহার করে মাছ মারার সময় দুর্ঘটনা ঘটে। |
|