গুয়াহাটিগামী ট্রেনে হামলা, মৃত ৪ |
গতকাল রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী একটি বিশেষ ট্রেনে হামলা চালাল একদল সশস্ত্র দুষ্কৃতী। ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন পার হতেই দুষ্কৃতীরা তাণ্ডব চালায় কয়েকটি কামরায়। শুরু হয় লুঠতরাজ। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগও করেছেন প্রত্যক্ষদর্শীরা। এর পর চলন্ত ট্রেন থেকে ১০ জন যাত্রীকে ঠেলে ফেলে দেয় হামলাকারীরা। আজ সকালেও ফালাকাটা স্টেশনের কাছ থেকে দু’টি দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতরা সকলেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ট্রেনটিকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হচ্ছিল অসমে, তার পরও কী ভাবে হামলা হল তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রেল কর্তারা। এই ঘটনার আলাদা করে তদন্ত করবে রেল। তবে স্থানীয় প্রশাসন ঘটনা নিয়ে কোনও কথা বলেনি।
|
গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি এমআর বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তিনি মারা গেলে মৃতের আত্মীয়রা হাসপাতালে এসে ব্যাপক ভাঙচুর চালান। হাসপাতাল কর্মীদের মারধর করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে যাদবপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
|
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। একটি এসি মেশিন থেকে এই আগুন ছড়িয়েছিল। ঘটনায় রোগীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল কর্মীদের নজরে ব্যাপারটি আসতেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর দেওয়া হয় দমকলকেও। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে।
|
বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত ৫ |
বাঁকুড়ার ছাতনার ঘোলগড়িয়া অঞ্চলে একটি পিক আপ ভ্যানের ধাক্কায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছিল, শেষে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে বসে থাকা ওই নয় জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্যানটিকে আটক করে, তবে চালক পলাতক।
|
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত ৩ |
আজ ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে দেশের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। |