লি বনাম হেশ অলিম্পিক-বিতর্কের জেরে ভারতীয় ডেভিস কাপ দলের খোলনলচে পালটে ফেলল এআইটিএ।
শনিবার ফেডারেশনের এক শীর্ষ কর্তা জানালেন, সম্ভাব্য প্লেয়ারদের কাছে ই-মেল পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল, আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাকে কাকে দেশের হয়ে পাওয়া যাবে। লিয়েন্ডার তৎক্ষণাৎ জানিয়ে দেন, ‘টানা খেলার ধকল আর যুক্তরাষ্ট্র ওপেনের পর পেশাদার ট্যুরে আরও কয়েকটি বড় টুর্নামেন্ট থাকার কারণে’ তিনি এই ডেভিস কাপ ম্যাচে বিশ্রাম চান। এ দিন ভারতীয় দল নির্বাচন সে জন্য লিয়েন্ডারকে বাদ দিয়েই হল। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, মহেশ ভূপতি, রোহন বোপান্না এবং সোমদেব দেববর্মনকেও দলে রাখা হয়নি। এআইটিএ-র ব্যাখ্যা, সোমদেব এখনও কাঁধের চোট থেকে পুরোপুরি মুক্ত নন। আর মহেশ ও বোপান্নাকে বকলমে শাস্তি দেওয়া হল। এ দিন পর্যন্ত দু’জনের কাছ থেকেই মেল-এর উত্তর পায়নি ফেডারেশন। সে জন্য তাঁদের বাদ দেওয়া আরও সহজ হয়ে যায় নির্বাচকদের পক্ষে। |
এক সিনিয়র নির্বাচক ফোনে বললেন, “আজ না হলেও কাল তো জুনিয়রদের নিয়েই আমাদের ডেভিস কাপে খেলতে হবে। তা হলে আজই খেলব না কেন?” তাঁর আরও ব্যাখ্যা, লি-হেশের বয়স চল্লিশ ছুঁই-ছুঁই। বোপান্নাও তেত্রিশ। এমনকী সোমদেবেরও প্রায় আঠাশ বছর বয়স হল। সে কারণে এখনই জুনিয়দের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়া উচিত। তাই তরুণ ব্রিগেডকে সুযোগ দিতে এ দিন ভারতীয় দল গড়া হয়েছে য়ুকি ভামব্রি, সনম সিংহ, বিষ্ণু বর্ধন, দ্বিবীজ শরণ, সাকেত মিনানি ও দেশের এক নম্বর জুনিয়র শ্রীরাম বিজয়কে নিয়ে। শেষের দু’জন বাদ পড়তে পারেন।
অদূর ভবিষ্যতে ভারতের গুরুত্বপূর্ণ ডেভিস কাপ ম্যাচে লিয়েন্ডার ও সোমদেব অবশ্যই ফিরবেন। তবে মহেশ ও বোপান্নার সেই সম্ভাবনা খুব কম। এআইটিএ সূত্রের খবর, টেনিস কর্তারা মনে করছেন অলিম্পিক বিতর্কে এই দু’জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কোনও লাভ নেই। কারণ এআইটিএ-র পক্ষে পেশাদার সার্কিটে এঁদের খেলা আটকানো সম্ভব নয়। ফলে সব দিক ভেবেই দু’জনকে ভারতীয় দল থেকে ছাঁটাই করে কার্যত তাঁদের শাস্তি দেওয়া হল। |