l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• আজ ইডেনে সংবর্ধনা নাইটদের
•
মাধ্যমিকের ফল প্রকাশ আজ
বিস্তারিত...
• আমি কলকাতার ছেলে, বললেন আপ্লুত গম্ভীর
• গম্ভীরকে নাচাতেই পারলেন না শাহরুখ
• বাদশার বাহিনীর জন্য দিদি রাখছেন পাঁচতলা ‘সন্দেক’
• চ্যাম্পিয়ন হয়ে কোচকে ফোন গম্ভীরের
স্বর্ণহার, ‘সন্দেকে’ ভালবাসা জানাবে কলকাতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পশ্চিমবঙ্গের ভাবমূর্তি গরিমান্বিত করার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল-জয়কে পুরো মাত্রায় কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে কারণে রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খানের ট্রফিজয়ী দলের জন্য সংবর্ধনা ও আপ্যায়নের জমকালো আয়োজনেও কোনও খামতি রাখা হচ্ছে না। আজ মঙ্গলবার গম্ভীরবাহিনীকে নিয়ে ট্রেলার-শোভাযাত্রা থেকে শুরু করে ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাইটবাহিনীর ‘বিজয়কেতন’ ওড়ানোর সেই প্রস্তুতি প্রায় সারা। রাজ্য ও কলকাতা পুরসভার পক্ষে যে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে ২৫ জনের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেবেন লকেট দেওয়া সোনার চেন। সেই লকেটের উপরে লেখা থাকবে, ‘বেঙ্গল লাভস ইউ’। দেওয়া হবে সিল্কের পাজামা-পাঞ্জাবি, উত্তরীয় ও ‘সন্দেক’। সিএবি’র তরফে এক ভরির সোনার হার। সঙ্গে বাংলা ব্যান্ডের গান। এই দিয়েই আজ মঙ্গলবার ইডেনে আইপিএলজয়ী শাহরুখ-বাহিনীকে ‘বরণ’ করা হবে।
বিস্তারিত...
আনন্দবাজারকে সাক্ষাৎকার দিলেন আইপিএল ফাইনালে কেকেআর-এর জয়ের মূল রূপকার
মনবিন্দর সিংহ বিসলা
।
জগন্মোহনের জেলে আশঙ্কায় কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
রাজ্যের ১৮টি বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা আসনে উপনির্বাচন ১২ জুন। আর তার আগের দিন পর্যন্ত জেল হাজতেই থাকতে হবে জগন্মোহন রেড্ডিকে। তার পরেও জামিন পাবেন কি না সেটা নির্ভর করছে ১১ জুনের শুনানির উপর। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এই উপনিবার্চনে প্রচারে বেরোতে পারবেন না ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন্মোহন। তাঁদের অভিযোগ, কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সিবিআইকে দিয়ে এ সব করাচ্ছে। কংগ্রেস শিবিরে আশঙ্কা, জগনের গ্রেফতারে তাঁর প্রতি সমর্থনের হাওয়া বেড়ে গেলে আখেরে ক্ষতি কংগ্রেসেরই। ফলে অন্ধ্রের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির পথনির্দেশে আজকের ঘটনা তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। হিসেব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির পুত্রকে ১১ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।
বিস্তারিত...
ধনী হচ্ছে সাধনের উপভোক্তা বিভাগ
সঞ্জয় সিংহ • কলকাতা
একের পর এক অভিযান চালিয়ে সরকারের আয় বাড়িয়ে চলেছে রাজ্যের উপভোক্তা বিষয়ক বিভাগ। চলতি আর্থিক বছরে আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। যা বাম আমলের চেয়ে ১৫% বেশি বলেই দাবি বিভাগীয় মন্ত্রী সাধন পাণ্ডের।সাধনবাবু জানাচ্ছেন, ক্রেতা সুরক্ষায় বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ীদের ওজনে কারচুপি ধরে বা সোনার দোকানে হানা দিয়ে সোনার মান নিয়ে জালিয়াতি ধরে চলতি আর্থিক বছরে এই দফতর প্রায় ১৪ কোটি টাকা আয় করেছে। গত এক বছরে তাঁদের আয়ের পরিমাণ ওই একই সময়ের বিচারে বাম সরকারের আমলের তুলনায় ১৫ শতাংশ বেশি। ২০১০-১১ সালে ওই বিভাগের আয় হয়েছিল ১১ কোটি ৬৪ লক্ষ ৭৭ হাজার ৮২৪ টাকা। ২০১১-১২ সালে তা বেড়ে হয়েছে ১৩ কোটি ৪১ লক্ষ ৯৭৬ টাকা। সাধনবাবুর দফতরের এক আধিকারিক জানান, গত এপ্রিল মাসেই উপভোক্তা বিষয়ক দফতরের আয় হয়েছে ৭৮ লক্ষ ৩ হাজার ৭৩৩ টাকা।
বিস্তারিত...
বিজয়নের ঘনিষ্ঠ নেতার মন্তব্যে বিপাকে সিপিএম
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
কেরলের এক জেলা সম্পাদকের প্রকাশ্য মন্তব্য ঘিরে গোটা দেশে নজিরবিহীন চাপের মুখে সিপিএম। কংগ্রেস, বিজেপি-সহ বিরোধীরা সিপিএমের ‘খুনের রাজনীতি’র বিরুদ্ধে সরব হয়েছে। পরিস্থিতি সামলাতে আসরে নেমেছেন সিপিএমের কেন্দ্রীয় নেতারা। যে জেলা সম্পাদকের বিবৃতি ঘিরে এত কাণ্ড, ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। বিপাকে পড়ে ওই জেলা সম্পাদক নিজেও এখন প্রকাশ্যে অন্য কথা বলছেন। কিন্তু তাতে সমস্যা কাটছে কই? সিপিএমের ইডুক্কি জেলার সম্পাদক এম এম মণি দিন দুয়েক আগে জনসভায় বলেন, অতীতে দল থেকে বহিষ্কৃত ও দলত্যাগী নেতা-কর্মীদের খুন করেছে সিপিএম। এমন সময়ে মণি এই মন্তব্য করেছেন, যখন দলের বিরুদ্ধে প্রাক্তন সিপিএম নেতা টি পি চন্দ্রশেখরণ হত্যার অভিযোগ উঠেছে। সিপিএমের কেরল রাজ্য সম্পাদক পিনারাই বিজয়নের ঘনিষ্ঠ নেতা মণি নিজেও বিপাকে পড়েছেন।
বিস্তারিত...
‘করব, লড়ব, জিতব’ বলে দৃষ্টান্ত গড়লেন এঁরাও
নিজস্ব সংবাদদাতা • সাবেরী প্রামাণিক
বোর্ডের প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিতে দিতেও জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ‘মহাদেবী বিড়লা গার্লস হাই স্কুল’-এর ছাত্রীটি। তার আগে অসহ্য পেটের ব্যথায় কুঁকড়ে গিয়েছিল শরীরটা। মাঝে মধ্যেই এমন হয়। একেবারে বিনা নোটিসে। সেই ব্যথাতেই ফ্যাশন স্টাডিজের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। মনস্তত্ত্বের প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিন সকালে এমন ব্যথা শুরু হয় যে, সময়মতো স্কুলে পৌঁছতেই পারেননি। কিন্তু এ সব কিছুই গায়ে মাখেননি ওই ছাত্রী। মনের জোরে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। সেই হার-না-মানা জেদের জোরে সোমবার সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬৫.৮ শতাংশ নম্বর পেয়েছেন জ্যোৎস্না মুন্দ্রা।তিনি একা নন। কঠিন অসুখের বেড়া টপকে এই পরীক্ষায় ভাল নম্বর পেয়েছেন ‘ভারতীয় বিদ্যাভবন’ স্কুলের ছাত্রী শ্রেয়া বরও। বাণিজ্যের ছাত্রীটি ৮৪.৬ শতাংশ নম্বর পেয়েছেন। ২০০৮-এ ‘হজকিন্স লিম্ফোমা’
বিস্তারিত...
পুষ্টির ঘাটতি জেদ দিয়ে পূরণ
করতে চায় কিশোর ‘চ্যাম্প’
তীর্থ আচার্য
• কলকাতা
অর্থই অন্তরায়। শুধু টাকার অভাবেই হয় তো তাইল্যান্ড যাওয়া হবে না মহম্মদ ফারুকের। যোগ দিতে পারবে না ইন্দো-তাই আন্তর্জাতিক ক্যারাটের আসরে। অলিম্পিকে যাওয়ার, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে হয় তো বাধা পড়বে! সেন্ট পলস মিশন স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ফারুক। বাবা গাড়ি চালাতেন। বছর দু’য়েক আগে তিনি মারা যাওয়ার পর থেকে অভাবের সংসারে অনটন চরমে উঠেছে। কোনও কোনও দিন শুধু এক বেলা খাওয়া জোটে, তা-ও ডাল-রুটি। তবু হাল ছাড়তে নারাজ ফারুক। পুষ্টির ঘাটতি সে মেটাতে চায় অদম্য জেদের জোর দিয়ে। ফারুকের এই হার না-মানা জেদকেই বছর কয়েক আগে কুর্নিশ জানিয়েছিল ‘দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স’। ‘দ্য বেস্ট স্পোর্টস পার্সন’ নির্বাচিত হয় সে। তা ছাড়া, ‘ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’-সহ জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় বহু বার প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
এক নজরে
• জলাধারে চিতাবাঘ
• প্রোমোটারদের নিয়মে বাঁধতে নিয়ন্ত্রক চায় কেন্দ্র
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
সাইকেল ‘বাঁচাতে’
বাস উল্টে মৃত ৩
রাজ্য
ডানকুনিতে শিল্পায়নের
‘বার্তা’ মুখ্যমন্ত্রী মমতার
এ বার মাঠে নামুন ‘গাড়োয়ানরা’, আর্জি রেজ্জাকের
দেশ
‘জঙ্গল-রাজ’ চলত
মায়াবতীর শাসনে,
মন্তব্য রাজ্যপালের
কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে
চালু হল অভিন্ন প্রবেশিকা
বিদেশ
মায়ানমারকে বিপুল
ঋণের আশ্বাস ভারতের
ব্যবসা
রান্নার গ্যাস-ডিজেলের
দাম এখনই বাড়ছে না
৩ দিনে টাকা বাড়ল
৮২ পয়সা
খেলা
র্যাপিড দাবায় ভিশি হারবে
আমি ভাবতেই পারছি না
কোনর্সকে ছুঁলেন ফেডেরার
স্বাস্থ্য
রোগী-স্বার্থের পোস্টার ছেঁড়া হল আমরিতে
জীবজগত্
প্রাচীন গাছ কেটে
ফেলায় আপত্তি
সরস্বতীর সংস্কার হওয়া
অংশে ফের আবর্জনায়
সম্পাদকীয়
বিজয়ের পথ
কেন্দ্র পিতা, রাজ্য সন্তান,
শুরু থেকেই
কলকাতা
৩৬.১
/
২৪.২
আজকের দিনে
•
১৯৫৩
: বিখ্যাত মার্কিন সুরকার
ড্যানি এল্ফম্যানের জন্ম।
টিম বার্টনের বিখ্যাত ‘ব্যাটম্যান’
ছবিতে সুরারোপের জন্য
গ্র্যামি পুরস্কার পান।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.