l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• আজ ইডেনে সংবর্ধনা নাইটদের
•
মাধ্যমিকের ফল প্রকাশ আজ
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
‘কঠিন’ যুদ্ধে প্রণব-পুত্রের
‘কাঁটা’ ভোট ভাগাভাগিই
অপূর্ব চট্টোপাধ্যায় • নলহাটি
এক বছর আগের সময়টাই যেন ফিরে এসেছে। তীব্র গরম। মাথায় টুপি। চোখে রোদচশমা। নলহাটির দোরে দোরে অভিজিৎ মুখোপাধ্যায়। গত বছরও এই রুটিন ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে, নলহাটির কংগ্রেস বিধায়ক অভিজিতের। ২০১২-র মে মাসে, নলহাটি পুরসভা নির্বাচনের মুখেও তাঁর রুটিন এক। স্বামীর হয়ে ফের প্রচারে স্ত্রী চিত্রলেখা। তবে এক বছরে বদলে গিয়েছে নলহাটির রাজনৈতিক প্রেক্ষাপট। বদলেছে কংগ্রেস-তৃণমূল সমীকরণ। বিধানসভা ভোটে জেতার এক বছরের মাথায় তাই আবার ‘কঠিন পরীক্ষা’-র সামনে ‘স্টিল অথরিটি অফ ইন্ডিয়া’র প্রাক্তন কর্তা অভিজিৎবাবু। পরীক্ষাটা ‘কঠিন’, কারণ নলহাটি পুরভোটে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী একযোগে বাম-শিবির ও প্রধান শাসকদল তৃণমূল। পুরসভার ১৫টি ওয়ার্ডেই সরকারি দুই জোট শরিকের প্রার্থী থাকায় ‘ভোট ভাগাভাগির’ সম্ভাবনা প্রবল। যে ‘ঘোলা জলে’ দাঁড়িয়ে প্রথম বার নলহাটি পুরসভায় ক্ষমতায় আসার ক্ষীণ আশায় বামফ্রন্টও।
বিস্তারিত...
অসমাপ্ত কাজের দায়িত্ব মমতাকে দিলেন সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও দুর্গাপুর
গত ৩৪ বছরেও তাঁরা যে সব কাজ করে উঠতে পারেননি, তা কবুল করলেন অধুনা বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। এবং সেই ‘অসমাপ্ত’ কাজের ভার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের উপর। বস্তুত, সূর্যবাবু মমতাকে মনে করিয়ে দিয়েছেন যে, তাঁর আচরণের উপর রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। বর্ধমানে নিহত দলীয় নেতা প্রদীপ তা ও কমল গায়েনের স্মরণসভায় গিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে সূর্যবাবু বলেন, “যে কাজগুলো আমরা ৩৪ বছরে করতে পারিনি, সেগুলো করার চেষ্টা করুন। অকারণে আত্মতুষ্ট হয়ে নিজের সরকারকে তো ১০০ নম্বর দিয়ে দিয়েছেন! মাত্র এক বছরে এত আত্মতুষ্ট হওয়ার কারণ নেই। শুধু ৩৪ বছরের ভূত দেখবেন না। এখনও অনেক কাজ করার আছে। ভুলে যাবেন না, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার আচরণের উপরে রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে।”
বিস্তারিত...
ভাঙড়-কাণ্ডে দলের শো-কজ আরাবুলকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে আগেই ‘বার্তা’ দিয়েছিলেন। এবার ভাঙড় কলেজে শিক্ষিকা নিগ্রহের অভিযোগে এলাকার প্রাক্তন বিধায়ক তথা ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি আরাবুল ইসলামকে শো-কজ করল তৃণমূল। সে সংক্রান্ত চিঠি শুক্রবারই আরাবুলকে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। ভাঙড়ের আর এক দলীয় নেতা জাহাঙ্গির খান চৌধুরীকেও শো-কজ করেছে দল। তাঁর বিরুদ্ধে সরকারি জমি দখল-সহ নানা ‘অনিয়মে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে দলের কাছে। অভিযুক্ত দুই নেতারই অবশ্য দাবি, তাঁরা শো-কজ নিয়ে কিছু জানেন না। জেলা তৃণমূলের এক নেতা বলেন, “১৫ দিনের মধ্যে দু’জনের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।” ওই নেতাই জানান, জেলা তৃণমূল চেয়ারম্যান চৌধুরী মোহন জাটুয়াই আরাবুলদের শো-কজ করেছেন। জাটুয়া অবশ্য বলেন, “আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত। তাই এ ব্যাপারে কিছু করেছি কি না মনে পড়ছে না।” গত ২৪ এপ্রিল ভাঙড় কলেজে শিক্ষক সংগঠন ‘ওয়েবকুটা’-র নির্বাচনে প্রতিনিধি মনোনয়ন নিয়ে মতপার্থক্যের জেরে এক শিক্ষিকাকে জলের জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে আরাবুলের বিরুদ্ধে।
বিস্তারিত...
পরপর গুলিতে খুন তিন তৃণমূল নেতা-কর্মী
দয়াল সেনগুপ্ত • দুবরাজপুর
ভর দুপুরে এক ঘণ্টারও কম ব্যবধানে খুন হলেন তৃণমূলের তিন নেতা-কর্মী। প্রথম খুনটি হয় বীরভূমের দুবরাজপুর শহরে সোমবার দুপুর ২টো নাগাদ। গুলি করা হয় তৃণমূল নেতা গোলাম সাব্বির কাদেরিকে (৪০)। মিনিট চল্লিশের মধ্যেই দুবরাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গুলি করে মারা হয় তৃণমূল নেতা আনিসুর রহমান (৩৫) এবং দলীয় কর্মী সুখেন্দু সরকারকে (৪৫)। গোলাম কাদেরি ও সুখেন্দুর বাড়ি কাঁকরতলার বড়রা গ্রামে। পেশায় প্রাথমিক-শিক্ষক আনিসুর স্থানীয় কদমডাঙা গ্রামের বাসিন্দা। সুখেন্দু ও আনিসুর অকৃতদার। গোলামের স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে। কেন এই তিন খুন, কে বা কারা খুনের পিছনে তা নিয়ে পুলিশ মুখ খোলেনি। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা শুধু বলেছেন, “তদন্ত চলছে।” রাত পর্যন্ত কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। কেউ ধরাও পড়েনি। তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশ কিন্তু এই ঘটনার পিছনে দলীয় ‘গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া’ দেখতে পেয়েছেন। পাশাপাশি, খুনের পিছনে অবৈধ কয়লা কারবার নিয়ে বিরোধের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
বিস্তারিত...
দুর্ঘটনায় মৃত একই পরিবারের চার
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া
একটি শ্রাদ্ধানুষ্ঠান সেরে হাবরা থেকে গাড়িতে দুর্গাপুরের বিধাননগরে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের চার জনের। সোমবার সকালে পাণ্ডুয়ার সিমলাগড় বাজারের কাছে জিটি রোডে ওই দুর্ঘটনা ঘটে। মৃতেরা হলেন পলি রায় (৪৮), তাঁর ছোট মেয়ে মেধা (১৫), ছেলে সাগ্নিক (১২) এবং পলিদেবীর শাশুড়ি রেবা রায় (৮০)। গুরুতর আহত অবস্থায় পলিদেবীর স্বামী কিশোরকুমার রায়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরবাবুরা দুর্গাপুরের বিধাননগরের একটি আবাসনে থাকতেন। হাবরায় কিশোরবাবুর শ্বশুরবাড়ি। দিন কয়েক আগে তাঁর শাশুড়ি শোভা রায়চৌধুরী মারা যান। রবিবার ছিল শ্রাদ্ধানুষ্ঠান। বৃহস্পতিবারই স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে তিনি হাবরায় যান। অশোকনগরের কালোপাড়ায় কিশোরবাবুর পৈতৃক বাড়ি। সেখানে মা রেবাদেবী থাকতেন।
বিস্তারিত...
চুরি করার অভিযোগ, নিগৃহীতা ৩ মহিলা
নিজস্ব সংবাদদাতা • জগদ্দল
চোর সন্দেহে তিন মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটল। পরে চুরির অভিযোগে ওই তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার কাউগাছি-২ পঞ্চায়েতের কমলপুরে। পুলিশ জানায়, ধৃতদের নাম রেশমা বিবি, সারেখা বিবি ও নাজিরা বিবি। বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা-প্রধান ভি সলোমন নেশাকুমার বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই তিন জনকে ধরা হয়। অভিযুক্তদের মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। পাল্টা অভিযোগ পেলে আমরা পৃথক মামলা শুরু করতে পারি।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ কমলপুরের একটি জামাকাপড়ের দোকানে ঢোকে সারেখা ও রেশমা। দোকানের মালিক শিপ্রা মুখোপাধ্যায় তখন দোকানে একা ছিলেন। শিপ্রাদেবী পুলিশকে জানান, দুই মহিলা শাড়ি এবং আরও কিছু পোশাক দেখতে চায়। দোকানের বাইরে তখন ব্যাগ হাতে দাঁড়িয়ে আরও এক মহিলা।
বিস্তারিত...
বাজের নজর আর গোয়েন্দা-গাড়িই ‘জোড়া ফলা’
সুশান্ত বণিক • আসানসোল
নিরীহ দেখতে দু’টি গাড়ি। একটি খানিকটা পুলিশের জিপ-এর মতো। অন্যটি মিনিবাসের আকারের। অপরাধ রুখতে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকায় এই দুই গাড়ি আমদানি করেছে পুলিশ। গত সেপ্টেম্বরে এই কমিশনারেট গঠনের পরে পুলিশের পরিকাঠামো ঢেলে সেজেছে। তবে অপরাধের সংখ্যা কমেনি। খনি ও শিল্পাঞ্চলে গত কয়েক মাসে পরপর খুন-জখম, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটেছে। বিশেষ নজরদারি চালানোর জন্য কয়েক সপ্তাহ আগেই পুলিশ পরীক্ষামূলক ভাবে শহরে নামিয়েছিল ‘হক’ (বাজপাখি)। বিশেষ বরাত দিয়ে তৈরি করানো এই গাড়িতে রয়েছে জোড়া ক্যামেরা। যে কোনও গণ্ডগোলে দ্রুত ব্যবস্থার জন্য ঘটনাস্থলে প্রয়োজনীয় নজরদারি চালাতে আনা হয়েছে এই গাড়ি। সম্প্রতি কমিশনারেটের তরফে শহরে আনা হয়েছে আরও একটি আধুনিক গাড়ি। ‘স্পট ইনভেস্টিগেশন ভেহিকল’ নামে মিনিবাসের আকারের এই গাড়িটির কাজ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তৃণমূল নেতার বাড়ি
ভাঙচুর, আক্রান্ত পুলিশও
বৈঠকে সহমত সব দলই
দক্ষিণবঙ্গ
মনোনয়নপত্র জমা করা
নিয়ে উত্তেজনা, ভাঙচুর
জমি দখল করে নির্মাণের
অভিযোগ স্কুলের বিরুদ্ধে
বর্ধমান
জল পড়ে না কল থেকে,
নলকূপ খারাপ শ্রীখণ্ডে
প্রশিক্ষণের আশ্বাসে ধর্মস্থান
সরিয়ে নিতে রাজি বাসিন্দারা
পুরুলিয়া
তদন্তে গড়িমসির অভিযোগ
কংগ্রেস, তৃণমূলের
চাপান-উতোর তুঙ্গে
মুর্শিদাবাদ
ভাণ্ডারদহে নৌকা
পারাপারে সমস্যা
পঞ্চায়েত সমিতির দুই
সিপিএম সদস্য ধৃত
মেদিনীপুর
দাসেরবাঁধে চার্জ-গঠন
পিছিয়ে গেল
রাতে তালা ভেঙে
চুরির চেষ্টায় উদ্বেগ
কলকাতা
৩৬.১
/
২৪.২
আজকের দিনে
•
১৯৫৩
: বিখ্যাত মার্কিন সুরকার
ড্যানি এল্ফম্যানের জন্ম।
টিম বার্টনের বিখ্যাত ‘ব্যাটম্যান’
ছবিতে সুরারোপের জন্য
গ্র্যামি পুরস্কার পান।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.