রানিনগর ১ ও রানিনগর ২ পঞ্চায়েত সমিতির দুই সিপিএম সদস্যকে পুলিশ পরপর দু’দিনে গ্রেফতার করল। রবিবার সন্ধ্যায় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রানিনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দুলালউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। দুলালউদ্দিন সিপিএমের ইসলামপুর জোনাল কমিটির সদস্য ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “দুলালউদ্দিন মণ্ডলের কাছে থেকে একটি মাসকেট ও কয়েক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।” সিপিএমের ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক এহেসান আলি বলেন, “দুলালউদ্দিনের বিরুদ্ধে পুলিশ মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তার বিরুদ্ধে আমরা এ দিন প্রতিবাদ মিছিল করেছি।” গোপীনাথপুরের মোড় থেকে দুলালউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।
রানিনগর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সিপিএমের শ্যামাপদ মণ্ডল-সহ ৪ জনকে পুলিশ সোমবার সকালে জিয়াগঞ্জ থানার বেলিয়াপুকুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জমি সংক্রান্ত বিবাদের জের দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় শ্যামাপদ মণ্ডল-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।” সিপিএমের রানিনগর জোনাল কমিটির সম্পাদক সাজাহান আলি বলেন, “জমি সংক্রান্ত বিবাদের জেরে দু’পক্ষে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় শ্যামাপদ মণ্ডল-সহ দু’ পক্ষের কয়েকজনকে পুলিশ গ্রেফতার করছে বলে শুনেছি। তার বেশি কিছু আমার জানা নেই।”
এ দিকে রেজিনগর থানা এলাকা থেকে বাংলাদেশে গরুপাচার চক্রের ১৩ জনকে এ দিন পুলিশ গ্রেফতার করছে। ধৃতদের কাছ থেকে পুলিশ ৩৭টি গরু এবং ৪টি ট্রাক আটক করেছে। এ দিনই আকিমুদ্দিন খাঁ ওরফে এলিশা নামে গরুপাচার চক্রের বড়সড় এক চাঁইকে ইসলামপুর থেকে পুলিশ গ্রেফতার করছে। পুলিশ সুপার বলেন, “আকিমুদ্দিন খাঁয়ের কাছ থেকে ২২ কেজি গাঁজা পাওয়া গিয়েছে।” |