কুপার্স ক্যাম্প নোটিফায়েড এলাকায় ভোটের প্রচারে এসে সোমবার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তিনি বলেন, “গত ১৫ বছর ধরে কংগ্রেস এখানে দুর্নীতি করেছে। কোনও উন্নয়ন করেনি। সেই দুর্নীতির লাইসেন্স নবীকরণ করতেই আবার ভোট চাইছে।” তাঁর দাবি, “কংগ্রেস উন্নয়নের টাকা সাধারণ মানুষের জন্য ব্যয় না করে নির্বাচনের কাজে লাগাচ্ছে। তাই দিয়ে মানুষকে প্রলোভন দেখাচ্ছে।” |
রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বাড়িতে বাড়িতে জল দেওয়ার জন্য দু’বারে ৬৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে এই নোটিফায়েড কর্তৃপক্ষকে। কিন্তু গত দেড় বছরে এখানে শুধু মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। অথচ রাজ্যের ২৮টি পুরসভায় এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে।” তিনিও দাবি করেন, “উন্নয়নের টাকা ঠিক ভাবে উন্নয়নের কাজে লাগানো হয়নি। এই ব্যাপারে তদন্ত চলছে।” এই দিন নির্বাচনী সভায় ছিলেন বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও। তাঁর কথায়, “পাঁচ বছরের জন্য এখানে আমাদের ক্ষমতায় আনুন। যদি উন্নয়ন না করতে পারি, তা হলে তারপরে আমাদের ছুড়ে ফেলে দেবেন।” শুভেন্দুবাবু এই দিন এলাকায় একটি পদযাত্রাও করেন। |