মাজদিয়া স্টেশন থেকে সোমবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। নাম প্রকাশ পাল (৪০)। বাড়ি কৃষ্ণগঞ্জের আদিত্যপুরে। পুলিশ জানিয়েছে, স্টেশনে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাঁকে হাসপাতালে নিয়ে যান। পথেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহটি ফিরিয়ে আনা হয় স্টেশনে। পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের জন্যই সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে।
|
জুনিয়র লিগ শুরু হল মুর্শিদাবাদে। ২৫ মে থেকে অনূর্ধ্ব ১৯ জুনিয়র ফুটবল লিগ শুরু হয়েছে। মোট ১১টি দল যোগ দিচ্ছে। গত বারের চ্যাম্পিয়ন মুর্শিদাবাদ তরুণ সমিতি ও রানার্স শিবাজি অ্যাথলেটিক ক্লাব ছাড়াও রয়েছে এফইউসি, হিন্দ ক্লাব, ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব, বার্লাক সঙ্ঘ, এমজিওয়াইএস, গোয়ালজান সেবা সমিতি, বান্ধব সমিতি (লালবাগ), ওয়াইএমএএ (আজিমগঞ্জ), হেরামপুর নেহরু সঙ্ঘ (ইসলামপুর)।
|
বাড়ির তালা ভেঙে নগদ টাকা ও সোনার গয়না চুরি করল দুষ্কৃতীরা। করিমপুরের মধ্যগোপালপুর গ্রামে রবিবার রাতে ওই চুরি হয়। বাড়ির বাসিন্দা নারায়ণ বিশ্বাস বলেন, “এ দিন রাত একটা নাগাদ একদল দুষ্কৃতী তালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে। ওদের সঙ্গে ধারাল অস্ত্রও ছিল।” সোমবার তিনি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
ভাগীরথীতে তলিয়ে গিয়েছে এক কিশোর। সোমবার দুপুরে সুজিত বিশ্বাস নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সঙ্গে শান্তিপুরের বড়বাজার ঘাটে ভাগীরথীতে স্নান করতে গিয়েছিলন। তার বাড়ি স্থানীয় বাইগাছিপাড়ার বেনি কলোনিতে। পুলিশ জানিয়েছে, তল্লাশি শুরু হয়েছে।
|