রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ,
নিকাশি সমস্ত কাজই করেছি।
ক্ষমতায় এলে প্রত্যেক বাড়িতে
জল দেওয়ার ব্যবস্থা করব। |
উন্নয়নের নামে টাকা আত্মসাৎ
করেছে কংগ্রেস। ক্ষমতায়
এলে ওয়ার্ড কমিটি গড়ে
এলাকার সার্বিক উন্নয়ন করব। |
কোনও উন্নয়নই হয়নি। কংগ্রেস
খারাপ জিনিস দিয়ে রাস্তা বানিয়েছে।
জিতলে কর্মসংস্থান
ও এলাকার উন্নয়ন করব। |
এলাকার উন্নতি না করে
গরিব মানুষদের বঞ্চিত করা হয়েছে।
এ বার ক্ষমতা পেলে সাবির্ক
উন্নয়নে জোর দেব। |