|
|
|
|
কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে চালু হল অভিন্ন প্রবেশিকা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আইআইটি-র মতো দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে পড়ার সুযোগ পেতে আগামী বছর থেকে একটি প্রবেশিকা পরীক্ষায় বসলেই হবে।
একদিকে একাধিক পরীক্ষার বোঝা কমানো, অন্য দিকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের গুরুত্ব বৃদ্ধি করা-এই দু’টি বিষয়কেই মাথায় রেখেই আজ এই নতুন নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। আগামী বছর থেকে এই নিয়ম চালু হতে চলেছে আইআইটি, ন্যাশন্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ইন্ডিয়ান ইন্সটিটিউটস অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-র মতো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
আজ মানবসম্পদ উন্নয়নমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এখন থেকে ওই প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য দু’টি পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীকে। মূল পরীক্ষা ও অ্যাডভান্স টেস্ট। দু’টি পরীক্ষাই হবে একই দিনে। মন্ত্রক জানিয়েছে, “ওই প্রবেশিকায় উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বরের গুরুত্ব হবে ৫০ শতাংশ। বাকি ৫০ শতাংশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে মূল প্রবেশিকা পরীক্ষাকে। এই হিসেবে যাঁরা একটি ন্যূনতম নম্বর পাবেন তাঁদেরই অ্যাডভান্স টেস্টের খাতা দেখা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে তার ভিত্তিতেই। তবে এনআইটি বা আইআইআইটিতে কোনও পড়ুয়ার ভর্তির সময় উচ্চ মাধ্যমিক (৪০), মূল (৩০) ও অ্যাডভান্স পরীক্ষা (৩০)-তে প্রাপ্ত নম্বরের গুরুত্বের ভিত্তিতে মেধা তালিকা চূড়ান্ত করা হবে।” প্রশ্ন তৈরি করা থেকে মেধা তালিকা চূড়ান্ত করা-এই গোটা বিষয়টির দায়িত্বে থাকছে জয়েন্ট অ্যাডভাইসরি বোর্ড (জেএবি)-র হাতে।
মন্ত্রকের মতে, লক্ষ করা যাচ্ছে, একাদশ শ্রেণিতে উঠেই বিজ্ঞান পড়ুয়াদের একটা বড় অংশ উচ্চ মাধ্যমিকের পড়ায় অবহেলা করে কেবল এই ধরনের প্রবেশিকার প্রস্তুতি নিতে থাকেন। ফলে আগের থেকে অনেক বেড়ে গিয়েছে কোচিং সেন্টারগুলির দৌরাত্ম্য। এই প্রবণতা ঠেকাতে নতুন নিয়মে তাই ঠিক হয়েছে আইআইটি বা জয়েন্ট সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ভর্তির অন্যতম মাপকাঠি হিসাবে গণ্য করা হবে। আর সেই কারণেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আইসিএসসি, সিবিএসসি কিংবা বিভিন্ন রাজ্যের পাঠ্যক্রমে বিশেষ করে অঙ্ক ও বিজ্ঞানের বিষয়গুলিতে যে ভিন্নতা রয়েছে তা কমাতেও উদ্যোগী হয়েছে মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে গোটা দেশে ওই দু’টি বিষয়ে অভিন্ন সিলেবাসের লক্ষ্যে সমন্বয় বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে জেএবি ও বোর্ডের কাউন্সিলকেও। |
|
|
|
|
|