|
|
|
|
বিধানসভায় তাণ্ডব বসপা-র |
‘জঙ্গল-রাজ’ চলত মায়াবতীর শাসনে, মন্তব্য রাজ্যপালের |
নিজস্ব প্রতিবেদন |
রাজ্যে নয়া সরকারের প্রথম অধিবেশনেই অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের বিধানসভা। লখনউয়ে এ দিন বাজেট অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় মায়াবতীর শাসনকালকে ‘জঙ্গল-রাজ’ বলে উল্লেখ করেন রাজ্যপাল বি এল জোশী। এর পরই ক্ষমতাসীন সমাজবাদী পার্টির বিরুদ্ধে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে অধিবেশন কার্যত ভন্ডুল করে দেন বিরোধী বহুজন সমাজ পার্টির বিধায়করা। তবে পুরো ঘটনায় নিজের আসনে হাসিমুখেই বসে থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে।
বাজেট পেশের জন্য উত্তরপ্রদেশ বিধানসভা ও বিধান পরিষদের যৌথ অধিবেশন শুরু হয়েছে সোমবার। সেখানেই উদ্বোধনী বক্তৃতায় রাজ্যপাল বলেন, “পাঁচ বছর রাজ্যের মানুষ দুর্নীতি, অপরাধ ও অপশাসনের এমন দৃষ্টান্ত দেখেছেন, এমন জঙ্গলের রাজত্বে বাস করেছেন যার তুলনা দেশের ইতিহাসে পাওয়া যাবে না। পাথর, মূর্তি আর সৌধ ছাড়া কেউ কিছু পাননি।” রাজ্যপালের কথায়, “এ বার আমার সরকার উন্নয়নের পথে হাঁটতে নানা পদক্ষেপ, পরিকল্পনা করেছে। তাতে রাজ্য প্রগতির দিকে এগোবে।” |
|
চলছে রাজ্যপালের বক্তৃতা। তার মধ্যেই সভা কক্ষের ওয়েলে নেমে
বিক্ষোভ বসপা বিধায়কদের। সোমবার। ছবি: পি টি আই। |
রাজ্যপালের বক্তৃতার মধ্যেই বসপা বিধায়কেরা চেয়ার ছেড়ে নেমে যান কক্ষের ওয়েলে। বিরোধী দলনেতা স্বামী প্রসাদ মৌর্যের নেতৃত্বে নীল টুপি পরে প্ল্যাকার্ড, ব্যানার হাতে সরকার-বিরোধী স্লোগান দিতে শুরু করেন। কিছু বসপা বিধায়ক চেয়ারে উঠে পড়েন, কেউ স্পিকারের দিকে এগিয়ে যান, পেপারওয়েটও ছোড়েন কেউ। বাদানুবাদ শুরু হয় সপা বিধায়কদের সঙ্গে। গোলমালের জেরে বক্তৃতার প্রথম ও শেষ অংশ পড়েই বেরিয়ে যান রাজ্যপাল। কক্ষত্যাগ করেন বিরোধীরা বিধায়করাও। এর পরেই অধিবেশন সাময়িক মুলতুবি করেন স্পিকার।
রাজ্যপাল তাদের ‘অপশাসন’ নিয়ে সরব হলেও বসপা সেই নিয়ে এখনও মুখ খোলেনি। বরং তাদের অভিযোগ, ক্ষমতায় এসে বদলির নামে ব্যবসা শুরু করেছে সপা। মার্চ মাসে ক্ষমতা বদলের পর রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে দাবি বসপা-র। বর্তমান শাসকদের ‘মাফিয়ার সরকার’ বলে বিরোধী দলনেতা স্বামী প্রসাদের দাবি, বসপা নেত্রী মায়াবতীর ভাবমূর্তি নষ্ট করতেই ইচ্ছাকৃত ভাবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, তাঁর আমলে প্রতিষ্ঠিত দলিত সৌধের নির্মাণ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। শস্য উৎপাদন থেকে শুরু করে চাষিদের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই সপা সরকার ব্যর্থ। বিরোধী কংগ্রেস ও বিজেপি যদিও বসপা-র আচরণ সমর্থন করেনি। তবে আইনশৃঙ্খলা নিয়ে সপা সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। |
|
|
|
|
|