টুকরো খবর
রোগী-স্বার্থের পোস্টার ছেঁড়া হল আমরিতে
রোগীদের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর আবেদন জানিয়েই ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের সামনে পোস্টার লাগিয়েছিল রোগী এবং তাঁদের আত্মীয়দের সংগঠন ‘পিপল ফর বেটার ট্রিটমেন্ট’। সোমবার ‘রোগী দিবস’ পালনের জন্য সেখানে জমায়েতের কর্মসূচিও নিয়েছিল তারা। কিন্তু এক দল লোক তাদের পোস্টার ছিঁড়ে পাল্টা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এ ব্যাপারে লেক থানায় এফআইআর দায়ের করেছেন ওই সংগঠনের সদস্যেরা। গত ৮ ডিসেম্বর গভীর রাতে আমরিতে আগুন লেগে ব্যাপক প্রাণহানি ঘটে। সেই মামলার ফয়সালা হয়নি এখনও। ‘পিপল ফর বেটার ট্রিটমেন্ট’-এর তরফে মলয় গঙ্গোপাধ্যায় জানান, রোগী-স্বার্থ লঙ্ঘন করলে বা চিকিৎসায় গাফিলতি হলে কড়া শাস্তি, মেডিক্যাল কাউন্সিলে অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবিতে এ দিন পোস্টার সাঁটা হয়েছিল। বিকেলের দিকে এক দল লোক এসে সব পোস্টার ছিঁড়ে দেয়। কারা কেন সেই পোস্টার ছিঁড়ল, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। এর প্রতিকার চেয়েই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান মলয়বাবু।

ঘাটাল মহকুমা হাসপাতালে দুই স্বাস্থ্য কর্তা
এসএনসিইউ (সিক নিওনেটাল কেয়ার ইউনিট)-এর কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার ঘাটাল মহকুমা হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ কর্তা। বেলা ১২টা নাগাদ দফতরের দুই আধিকারিক কল্যাণ মুখোপাধ্যায় এবং জলি চৌধুরী হাসপাতালে আসেন। কাজ কেমন হচ্ছে তা ঘুরে দেখেন তাঁরা। পরে হাসপাতালের সুপার-সহ মেডিক্যাল অফিসার, কর্মীদের সঙ্গে বৈঠক করেন। যাতে জুন মাসের মধ্যেই এসএনসিইউ চালু হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে সেই নির্দেশ দেন। ঘাটাল হাসপাতালে এসএনসিইউ শুরু হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু চিকিৎসকের অভাব, পরিকাঠামো না থাকার কারণে এখনও তা চালু হয়নি। তবে এখন দ্রুত গতিতে কাজ চলছে। এই ইউনিটটি চালু হলে ২৮ দিন পর্যন্ত বয়সের শিশুদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে। প্রাথমিক ভাবে ৮টি শয্যা দিয়ে শুরু হলেও পরে শয্যা বাড়ানো হবে। হাসপাতাল সূত্রের খবর, ভবনের ভিতরের কাজ সামান্য বাকি রয়েছে। আর চিকিসক-নার্স-কর্মী আগেই এসে গিয়েছেন।

ফেনসিডিল উদ্ধার কষ্ণনগরে
নিজস্ব চিত্র।
আড়াই হাজার বোতল ফেনসিডিল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রহ্লাদ অধিকারী নামে ওই ব্যক্তিকে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের একটি বাস থেকে নামিয়ে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি মাজদিয়ায়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে প্রহ্লাদকে ধরা হয়েছে। সে এ দিন বর্ধমানের কালনাঘাট পেরিয়ে ওই ফেনসিডিল কৃষ্ণনগরে নিয়ে আসে। সেখান থেকে বাসে করে বস্তাবন্দি ফেনসিডিল মাজদিয়ায় নিয়ে যাচ্ছিল বলে জানতে পরেছে পুলিশ। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “বাসের এই রুটটা একেবারেই নতুন। নতুন একটি চক্রের হদিশ মিলল। পুলিশ নজরদারি বাড়ানো হচ্ছে। এ দিন উদ্ধার হওয়া ফেনসিডিলের দাম প্রায় পৌনে দু’লক্ষ টাকা।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগের এক মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে জেলা থেকে।

স্বাস্থ্য পরীক্ষা শিবির
উত্তরপাড়া প্রেরণা’র উদ্যোগে সম্প্রতি নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। স্থানীয় ফার্স্ট স্টেপ স্কুলে ওই শিবির হয়। সংস্থার সম্পাদক সোমনাথ ঢালি জানান, শিবিরে একটি ওষুধ কোম্পানির সহায়তায় খরচসাপেক্ষ ‘লিপিড প্রোফাইল’ পরীক্ষার বন্দোবস্ত হয়েছিল। সুগার, ইসিজি-র মতো পরীক্ষাও করা হয়।

শিক্ষা-স্বাস্থ্য সমিতি
নমশূদ্রদের শিক্ষা-স্বাস্থ্য পরিকাঠামো তৈরির লক্ষ্যে সোমবার শিলিগুড়িতে সংগ্রামী নমশূদ্র সমণ্বয় শিক্ষা-স্বাস্থ্য সমিতি তৈরি হল। সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনক বাগচি, তুফানগঞ্জ কলেজের শিক্ষক হরিগোপাল মল্লিক ও শীতলখুচি কলেজের শিক্ষক হরেকৃষ্ণ সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.