স্বর্ণহার, ‘সন্দেকে’ ভালবাসা জানাবে কলকাতা
শ্চিমবঙ্গের ভাবমূর্তি গরিমান্বিত করার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল-জয়কে পুরো মাত্রায় কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে কারণে রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খানের ট্রফিজয়ী দলের জন্য সংবর্ধনা ও আপ্যায়নের জমকালো আয়োজনেও কোনও খামতি রাখা হচ্ছে না।
আজ মঙ্গলবার গম্ভীরবাহিনীকে নিয়ে ট্রেলার-শোভাযাত্রা থেকে শুরু করে ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাইটবাহিনীর ‘বিজয়কেতন’ ওড়ানোর সেই প্রস্তুতি প্রায় সারা। রাজ্য ও কলকাতা পুরসভার পক্ষে যে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে ২৫ জনের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেবেন লকেট দেওয়া সোনার চেন। সেই লকেটের উপরে লেখা থাকবে, ‘বেঙ্গল লাভস ইউ’। দেওয়া হবে সিল্কের পাজামা-পাঞ্জাবি, উত্তরীয় ও ‘সন্দেক’। সিএবি’র তরফে এক ভরির সোনার হার। সঙ্গে বাংলা ব্যান্ডের গান। এই দিয়েই আজ মঙ্গলবার ইডেনে আইপিএলজয়ী শাহরুখ-বাহিনীকে ‘বরণ’ করা হবে। সন্দেশ আর কেক মিশিয়ে তৈরি ‘সন্দেক’-এর উপরে লেখা থাকবে ‘করব, লড়ব, জিতব রে।’ সেই মিষ্টি-কেক খাওয়াবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল সিএবি। কিন্তু তিনি আজ লন্ডন চলে যাচ্ছেন।
ফুলের তোড়ায় সংবর্ধনা শাহরুখকে। সোমবার শহরে পৌঁছনোর পর। ছবি: শঙ্কর নাগ দাস।
আজ, মঙ্গলবার সকালে কেকেআরের রঙে সাজানো ট্রেলারে হাজরা থেকে শোভাযাত্রা করে বলিউডের ‘বাদশা’র সঙ্গে মহাকরণ পৌঁছবেন গম্ভীর-সাকিব-লক্ষ্মী-মনোজরা। ‘আইপিএল-সংগ্রাম’ জয়ের ট্রফি মুখ্যমন্ত্রীকে দেখিয়ে তাঁরা ইডেনের উদ্দেশে রওনা দেবেন। তাঁদের সঙ্গেই ইডেনে যাবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীরাও। সোমবার মহাকরণে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং কেকেআর-প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রীই এ খবর জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “কেকেআরের সঙ্গে কলকাতার নাম জড়িয়ে। তাই পশ্চিমবঙ্গের তরফে ওঁদের অভিনন্দন জানাচ্ছি। শাহরুখ তো বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ওঁর দলও ভাল খেলেছে। সচিনকেও টেস্টে শততম শতরানের জন্য সংবধর্র্না দিয়েছে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রীর কথায়, “ইডেনে কেকেআরের প্রথম খেলার দিন শাহরুখ মহাকরণে এসেছিলেন। আমার গাড়িতেই দু’জনে মাঠে গিয়েছিলাম। শাহরুখ তখন আমাকে বলেছিলেন, ‘দিদি, যদি চ্যাম্পিয়ন হই তা হলে কলকাতায় এসে চার ঘণ্টা ধরে অনুষ্ঠান করব।”
আজ যে পথে কেকেআর
সকাল ১০টা
বাইপাস লাগোয়া হোটেল থেকে টিমবাসে চেপে হাজরার উদ্দেশে
১১:০০
হাজরায় সংবর্ধনা অনুষ্ঠান। থাকবেন রাজ্যের কয়েক জন মন্ত্রী
১১:১৫
সুসজ্জিত ট্রেলারে চেপে যাত্রা শুরু
১১:৩০
যদুবাবুর বাজার। সেখান থেকে এক্সাইড মোড়, ভিক্টোরিয়া উত্তর গেট, রেড রোড, কাউন্সিল হাউস স্ট্রিট, নেতাজি সুভাষ রোড হয়ে মহাকরণ
১২:১৫
ইডেনের উদ্দেশে রওনা।
১২:৩০
ইডেনে গীতবাদ্য সহযোগে সংবর্ধনা অনুষ্ঠান। দেওয়া হবে কেক সন্দেশ।
মুখ্যমন্ত্রী জানান, বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে সকাল ১১টায় হাজরা মোড় থেকে শোভাযাত্রা শুরু হবে। যদুবাবুর বাজার ও হাজরা মোড়ে দু’টো ছোটখাটো সংবর্ধনা অনুষ্ঠান হবে। সেখান থেকে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স পৌঁছাবে মহাকরণে। “ওঁরা আগেই জানিয়েছিলেন, আইপিএল জিতলে কাপ নিয়ে মহাকরণে আসবেন,” বলেন মমতা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইডেনে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার তরফে ‘নাইট’-দের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। কয়েক জন বিদেশি ক্রিকেটারের বিমান ধরার তাড়া থাকায় অনুষ্ঠান হবে ঘণ্টাখানেকের। তারই মধ্যে হবে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’। ভূমি-চন্দ্রবিন্দু-দোহারের মতো বাংলা ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত লয়ের কয়েকটি গান গাইবে তারা। বাংলার চলচ্চিত্র জগতের লোকজন তো মাঠে থাকবেনই, শাহরুখ নিজেও কিছু করতে পারেন। নেতাজি ইন্ডোরে জায়গার অভাব হতে পারে। তাই অনুষ্ঠানটি হচ্ছে ইডেনে। ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ, দশটার মধ্যে ইডেনে পৌঁছে যান। এ জন্য টিকিট কাটতে হবে না।
নির্ঘণ্ট অনুযায়ী, আজ দুপুর সাড়ে বারোটার মধ্যে মুখ্যমন্ত্রী-সহ বাদশা-বাহিনীর ইডেনে আসার কথা। এ পর্যন্ত স্থির রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে আসবেন শাহরুখ। মুখ্যমন্ত্রী মঞ্চে এলেই এলেই কেক কাটা হবে।
শাহরুখের সঙ্গে কথা হয়েছে? মমতা বলেন, “সরাসরি হয়নি। ওঁরা সারা রাত জেগে ছিলেন। সকালে একটু ঘুমিয়েছেন। তবে কেকেআরের প্রতিনিধিরা ফোন করেছিলেন।” এ দিন সকালে মহাকরণে যান কেকেআরের এক কর্তা।
শাহরুখ-গম্ভীরদের কী দেবে সরকার? মুখ্যমন্ত্রীর জবাব, “আমরা খুব গরিব রাজ্য। দেওয়া-নেওয়ার কোনও ব্যাপার নেই। আমরা শুধু ভালবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা মিশিয়ে অভিনন্দন জানাব।” চ্যাম্পিয়নদের জন্য অবশ্য মিষ্টিমুখের ব্যবস্থা থাকছে। যে জন্য নকুড়কে দিয়ে কেকেআরের স্লোগান সংবলিত ‘সন্দেক’ বানানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশকর্তারা মনে করছেন, আজ ‘নাইট’দের দেখতে বিস্তর মানুষ ভিড় করবেন। যানজটের আশঙ্কা থাকছে। উপরন্তু আজই বেরোচ্ছে মাধ্যমিকের ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই পথে আজ অতিরিক্ত পুলিশ নামবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.