l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আইপিএল ২০১২
চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
বিস্তারিত স্কোর
অশনিসঙ্কেতেও জয়ের শপথ
সহবাগের ভুল করতে চান না গম্ভীর
গৌতম ভট্টাচার্য • চেন্নাই
তাজ ক্লাব লাউঞ্জের সাত তলায় প্রতিক্রিয়ার তখন ত্রিমুখী রঙ! শনিবার সকাল ন’টা। ব্রেকফাস্ট টেবিলের এক কোণে চেন্নাইয়ে ছেয়ে যাওয়া জাপানি সংস্থাগুলোর কোনও একটায় পদস্থ অফিসার নিয়োগের ‘ওয়ান অন ওয়ান’ ইন্টারভিউ চলছে। তার বাঁ পাশে অসুস্থ তামিলনাড়ু রাজ্যপালের জন্য উদ্বেগ প্রকাশ করে ফোনে কথা বলছেন বিদেশ থেকে আসা তাঁর পরিবারের কেউ। আর ঠিক ক্লাব লাউঞ্জের মুখে অবাধ্য ছাত্রকে ‘গার্ডিয়ান টু সি’ করা হলে সে যেমন ভঙ্গিতে মাথা চুলকে দাঁড়িয়ে থাকে, সেই শরীরী ভাষাতেই দিল্লি ডেয়ারডেভিলসের এক কর্তা। কড়া দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে আছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। কর্তাটি মাথা নিচু করে তাঁকে বোঝাচ্ছেন, আমাদের যে সিদ্ধান্তগুলো কাল চূড়ান্ত অস্বাভাবিক মনে হয়েছে, সেগুলোর পিছনে কোনও না কোনও ক্রিকেটীয় যুক্তি ছিল।
বিস্তারিত...
শেষ রাতে মার দেওয়ায় ওস্তাদ
ধোনিই কাঁটা শ্বশুরবাড়ির স্বপ্নে
সব্যসাচী সরকার • চেন্নাই
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর গল্প নেই। বরং আশঙ্কা উল্টোটাই! জামাই বাবাজীবনের ব্যাটেই না ঘটে যায় শ্বশুরবাড়ির স্বপ্নভঙ্গ! এবং জামাইষষ্ঠীর রাতে! দু’টো চেয়ারে পাশাপাশি। মাঝখানে মহার্ঘ ট্রফি। বাঁ দিকে নাইটদের নেতার শরীরী ভাষায় সংকল্প। ডান দিকে সুপার কিংসের দলপতি তথা কলকাতার জামাইয়ের ভুবনমোহিনী হাসি। ছবি তোলার অনুরোধ এলে ধোনিকে দেখলাম, গম্ভীরের পিঠে হাত রেখে বললেন, “তুমি আগে!” কে আগে ট্রফিটা ছুঁল না ছুঁল, আদৌ গুরুত্বপূর্ণ নয়। যে ছবিটা আজ বিকেলে আলোকচিত্রীদের লেন্সে ধরা থাকল, তাতে কখনওই ধরা যাবে না দুই অধিনায়কের ফটোফিনিশে টক্করের ছবি, যেখানে ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’ ছাড়া কোনও শব্দবন্ধ বসে না।
বিস্তারিত...
ওদের ওপর প্রত্যাশা অনেক বেশি, সেটাই আমাদের সুবিধে
শপিংয়ে বেরিয়েছেন সাকিব আল হাসান। শাড়ি নয়, বললেন অন্য কিছু
কিনতে গেছিলেন। এখন তাঁর ঘরে ফেরার প্রতীক্ষা। ভাল একটা ক্রিকেটীয়
স্মৃতি রেখে ফিরেতে চান। আর সেটা যদি হয় চিপকে...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
প্রতিবাদ-মিছিলে মমতা,
‘যুক্তি’ পাচ্ছেন না বিমান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দূরত্ব সাড়ে ছ’কিলোমিটার। সময় প্রায় দেড় ঘণ্টা। শনিবারের বারবেলায় পথে নেমে কংগ্রেস, সিপিএম এবং আমজনতাকে একযোগে ‘বার্তা’ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে ‘বার্তা’ কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী’ সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। দ্বিতীয় বৃহত্তম শরিক হলেও। সিপিএমকে ‘বার্তা’ তিনি রাস্তাতেই আছেন। আমজনতাকে ‘বার্তা’ তিনি মানুষের পাশেই আছেন। দলীয় সাংসদ, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী-বিধায়ক ও তৃণমূলের অসংখ্য কর্মী-সমর্থকদের নিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সংগঠিত’ বিশাল মিছিলের পুরোভাগে থেকেও এদিন হাঁটতে-হাঁটতেই তাঁর নিজস্ব কায়দায় ‘জনসংযোগ’ করেছেন মমতা। হাজরা মোড়ে মিছিলের শেষে তাঁর সঙ্গে পা-মেলানো কাতারে কাতারে মানুষকে ‘ধন্যবাদ’ জানিয়ে মমতা বলেছেন, “পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে এবং ওই দাম প্রত্যাহারের দাবিতে যাঁরা মিছিলে এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ।”
বিস্তারিত...
নিয়মের ফাঁক গলেই ভাড়া রাজধানীর কামরা
অনমিত্র সেনগুপ্ত • নয়াদিল্লি
গরমের ছুটিতে সপরিবার বেড়াতে যাবেন ভাবছেন? তিন মাস আগে শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসের বাতানুকূল তৃতীয় শ্রেণির টিকিট কাটলেও তা ওয়েটিং লিস্টে থাকায় একটু দুশ্চিন্তা রয়েছে। তবে আশা এই যে, শেষ মুহূর্তে ‘কনফার্ম’ হয়ে যাবে। যেমন আগেও একাধিক বার হয়েছে। কিন্তু এ বারে স্টেশনে গিয়ে দেখলেন, হল না! নিছক আশঙ্কা নয়। বাস্তবে গত ক’দিন ধরে শিয়ালদহগামী রাজধানীর বাতানুকূল তৃতীয় শ্রেণিতে এটাই ঘটছে। আজ, শনিবার শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসে তালিকা প্রস্তুত হওয়ার পরে দেখা যায়, প্রতীক্ষা তালিকায় থাকা প্রায় ১৭০ জন যাত্রী জায়গা পাননি। গত কাল, অর্থাৎ শুক্রবারও একই ঘটনা ঘটেছিল। তালিকা প্রস্তুত হওয়ার পরে প্রতীক্ষা তালিকায় থাকা প্রায় ১৮০ জন জায়গা পাননি। স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন শিয়ালদহগামী রাজধানীর বাতানুকূল তৃতীয় শ্রেণির প্রতীক্ষা তালিকায় থাকা এত লোক আসন পাচ্ছেন না?
বিস্তারিত...
চার জেলায় জোট হবে না
তৃণমূলের সঙ্গে, দাবি ডালুর
নিজস্ব প্রতিবেদন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পঞ্চায়েত ভোটে কোনও সমঝোতায় যাচ্ছেন না কংগ্রেসে তাঁর ‘ঘোষিত বিরোধী’রা। দুই সাংসদঅধীর চৌধুরী, দীপা দাশমুন্সি এবং দুই জেলা কংগ্রেস সভাপতিআবু হাসেম খান চৌধুরী (ডালু) এবং শঙ্কর সিংহ। শনিবার মালদহে আবু হাসেম খান চৌধুরী দাবি করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতির উপস্থিতিতে সম্প্রতি প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও নদিয়ায় কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে লড়াই করবে। আরও কোন জেলা নেতৃত্ব যদি একক ভাবে লড়াই করতে চান, তবে প্রদেশ কংগ্রেস সেই জেলাকেও স্বাধীনতা দেবে।” এই ‘অবস্থান’ অবশ্য অপ্রত্যাশিত নয়। কারণ, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য একাধিক বার বলেছেন, “পঞ্চায়েত ভোটে জোট গড়ার সিদ্ধান্ত দলের স্থানীয় নেতৃত্বের উপরেই ছাড়া হয়েছে।”
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রযুক্তি
• ৩৫০ বছরের ধাঁধাঁর জট খুলল ১৬ বছরের শৌর্য
হাবরায় ‘রাজধার্মিক’, বারাসতে ‘রাজনীতিক’
নিজস্ব প্রতিবেদন
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’জায়গায় সিপিএম নিয়ে দু’রকম কথা বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইদানীং জ্যোতিপ্রিয় সিপিএম সম্পর্কে মুখ খুললেই তা নিয়ে রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে। এদিন তিনি প্রথমে নিজের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত হাবরা এবং তারপর দলীয় সতীর্থ অভিনেতা-বিধায়ক চিরঞ্জিতের কেন্দ্র বারাসতে যা বলেছেন, তাতে তাঁকে নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে আলোড়ন পড়ার সম্ভাবনা। শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র হাবরায় ‘উন্নয়নের’ প্রশ্নে সিপিএম-সহ রাজনৈতিক দলগুলির মধ্যে ‘বাছবিচার’ না-করারই পরামর্শ দিয়েছেন জ্যোতিপ্রিয়। কিন্তু বারাসতে বলেছেন, সিপিএম ‘কেউটে সাপের’ মতো। ওদের ‘মুখ দেখলে দিন খারাপ যাবে’। বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ জানিয়েছেন, জ্যোতিপ্রিয়র বক্তব্য তাঁর ‘ব্যক্তিগত’ মতামত।
বিস্তারিত...
বেনো জল আর সিন্ডিকেট
ঠেকাতে তৃণমূল ফের কড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী এর আগে একাধিক বার বলেছেন। নতুন সরকারের বর্ষপূর্তির মধ্যে দাঁড়িয়ে এ বার তৃণমূল নেতৃত্ব আবার জানালেন, দলে ‘সিন্ডিকেট-রাজ’ ভাঙতে এবং ‘বেনো জল’-এর প্রবেশ ঠেকাতে কড়া হবেন তাঁরা। শনিবার দমদমের টাউন হলে তৃণমূলের রাজনৈতিক সম্মেলন হয়। সেখানে দলীয় নেতৃত্বের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। দু’-চার জনের জন্য যাতে গোটা দলের বদনাম না হয়, সে দিকে লক্ষ রাখতে হবে। যাঁরা ব্যক্তিগত শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে তৃণমূল করতে আসছেন, তাঁদের ঠেকাতে হবে। দলের নাম করে তোলা আদায় বা সিন্ডিকেট করা চলবে না। রাজারহাট-নিউটাউন এলাকায় সিন্ডিকেট রাজের অভিযোগ বেশি। সেই প্রেক্ষিতে ওই এলাকার অদূরে দমদমে সভা করে তৃণমূল নেতৃত্বের ওই বার্তা দেওয়া যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’।
বিস্তারিত...
এক নজরে...
• মা হওয়ার স্বপ্ন জাগাল জরায়ু প্রতিস্থাপন
•
মাধ্যমিকের ফল সাইট ও ফোনে
• এখনও থমকে নোনাডাঙার তথ্যপ্রযুক্তি পার্ক প্রকল্প
কলকাতা
কোটি কোটি টাকায়
সরকারি মেলা,
লোক এল না দেখতে
বিতর্কিত মাঠের উদ্বোধনে
হাজির মন্ত্রী-বিধায়করা
রাজ্য
পুরভোটের প্রচার তুঙ্গে,
অব্যাহত শরিকি তরজাও
আইনের পাঁচ কলেজকে
কোটি টাকা করে সাহায্য
দেশ
শান্তি প্রক্রিয়ায় সব
জঙ্গিগোষ্ঠীকে আহ্বান সনিয়ার
‘ঘর’ গোছাতে ঠাকরের
কাছে গডকড়ী
বিদেশ
খারাপ আবহাওয়া,
তাইল্যান্ডে নামল
পোর্ট ব্লেয়ারের বিমান
ব্যবসা
বেল পেপারের হাত ধরে
বিকল্প চাষের ‘পরীক্ষা’
দক্ষিণ ভারত জয় করার
পর পশ্চিম এশিয়া পাড়ি
খেলা
নারিনের জন্যই
কেকেআর সামান্য এগিয়ে
দুই ‘স্যাম’ লড়াইয়ে
ফেরালেন ওয়েস্ট ইন্ডিজকে
স্বাস্থ্য
আর্সেনিক-মুক্তির প্রকল্পে
রাজ্য পাচ্ছে ১১০ কোটি
শহুরে সমাজে সুখের
অসুখেও শরীর-মন ভঙ্গুর
সম্পাদকীয়
অপূর্ব একা
এবং জালালমারি
জেলা
উত্তরবঙ্গ
জিটিএ গঠনের জন্য
শুরু ভোটের প্রস্তুতি
দক্ষিণবঙ্গ
খুন হওয়া পুলিশের ভাগ্নিকে
ফের হুমকির অভিযোগ
বর্ধমান
রাত গড়ালেই জেগে ওঠে
বিদ্রোহীর মেলা
পুরুলিয়া
কংগ্রেসের নির্বাচনী
সভায় হামলার নালিশ
মেদিনীপুর
খুন, অভিযুক্ত
‘সিপিএম-ঝাড়খণ্ডী জোট’
কলকাতা
৩৮
.০/২৯.৬
আজকের দিনে
• ১৯৭৭:
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক মাহেলা জয়বর্ধনের জন্ম। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে দশ হাজার রানের রেকর্ড রয়েছে তাঁর।
সাপ্তাহিক ক্রোড়পত্র
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.