অধিনায়ক ড্যারেন সামির জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং মার্লন স্যামুয়েলসের ১১৭ রান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লড়াই করার রসদ যোগাল ওয়েস্ট ইন্ডিজকে। গতকাল টসে জিতে ব্যাটিং নেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ৬৩-৪ ছিল। সেখান থেকে দুই ‘স্যাম’-এর ২০৪ রানের পাটর্নারশিপ দলকে পৌঁছে দিল ৩৭০ রানে। জবাবে চা বিরতিতে কুককে হারিয়ে (২৪) ইংল্যান্ড তুলেছে ১২৩ রান।
গতকাল ৮৮ রানে আটকে থাকা স্যামিকে এ দিন সেঞ্চুরি থেকে বঞ্চিত করতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। শেষে ব্যক্তিগত ১০৬ রানের মাথায় ব্রেসনানের বলে পিটারসেনের হাতে ক্যাচ তুলে ফেরেন স্যামি। কিন্তু ততক্ষণে নিজের প্রথম সেঞ্চুরিই শুধু নয়, ল্যান্স ক্লুজনারের পর একটা বিরল ক্রিকেট রেকর্ডেরও ভাগিদার হয়ে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ক্লুজনারের পরে স্যামিই দ্বিতীয় টেস্ট ক্রিকেটার যিনি অভিষেকে সাত উইকেট নেওয়ার পাশে টেস্ট সেঞ্চুরিরও মালিক। ইদানীং ব্যাটে রান না থাকায় প্রচণ্ড চাপে ছিলেন সামি। মাইকেল হোল্ডিংয়ের মতো কিংবদন্তির তাঁর সমালোচনায় মুখর হয়েছিলেন।
১৭টা বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৬ বলে করা ১০৬ সেই চাপটা সরালো। এর আগে আট নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি ছিল বার্নার্ড জুলিয়েন (১৯৭৩ সালে) এবং ক্লাইভ লয়েডের (১৯৮৩ সালে)। সেই ক্লাবে নাম যোগ হল সামির।
২০০৯-এ ক্রিস গেইয়ের সেঞ্চুরির পরে আবার সেঞ্চুরি এল কোনও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট থেকে। অন্য দিকে, স্যামুয়েলসের এটা টেস্টে তৃতীয় সেঞ্চুরি। ইংল্যান্ড বোলারদের মধ্যে প্রথম ইনিংসে সেরা টিম ব্রেসনান। ১০৪ রানে ৪ উইকেট নেন তিনি।
|